-
ফরেক্স আমার অন্য কাজে কোন ক্ষতি করে না ।আমি আমার সব কাজ শেষ করে দিনে তারপর ফরেক্স করি আর ফরেক্স দিনে যে কোন সময় করা যায় তাই ফরেক্স দিনে দিনে অনেক জনপ্রিয় হয়ে উটতাছে । যখন আপনার ভালো লাগল বা আপনি সুযোগ পেলেন ঠিক শুধুমাত্র ঐসময়টাই ট্রেড করুন না। এতেই আপনি যথেষ্ট ভালো ফলাফল পেতে পারেন। বর্তমানে স্মার্ট ফোনেও রয়েছে ইনস্টা ফরেক্স ট্রেডিং এপস এবং এর সাহয্য আমরা ব্যবসা করতে পারি ।
-
ফরেক্সএমন একটা ব্যবসা যেটা পরিচিলনা করতে গিয়ে আমাদের দৈনন্দিন কোনো কাজেই ব্যাঘাত ঘটবে না। কেননা ফরেক্সে ট্রেড নিয়ে ট্রেডের সামনে সবসময়ইবসে থাকতে হবে এমন নয়। আপনার ইচ্ছামত সময়ে ইচ্ছাস্বাধীনভাবে ট্রেড করতে পারবেন।আপনি ট্রেড ওপেন করে মার্কেটে না থেকেও একান থেকে আয় করতে পারবেন। ফলে আপনার সময়ের কোন ব্যাঘাট ঘটবে না।
-
আমি জবের পাশাপাশি পার্টটাইম হিসেবে ফরেক্স করে থাকি। আমার কাছে মোটেও কাজের কোন প্রকার ব্যঘাত না। বরং আমি আমার অফিস টাইম ব্যতিত অবসর সময়কে কাজে লাগানোর পদ্ধতি অনুসরণ করছি। ফরেক্স থেকে অন্য কোন সর্বোত্তম ব্যবস্থা মনে হয় না আছে। এটি আমার সুবিধা অনুযায়ী সময়কে বেছে নিয়ে স্বাধীন ভাবে ফরেক্স করতে পারি। না আছে এখানে কোন জবাবদিহিতা না আছে কোন মানুষিক চাপ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে একজন ব্যাক্তি তার স্বাভাবিক কাজ কর্মের কোন সমস্য হবে না। কারন ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে আর ফরেক্স মার্কেটে আপনি ইচ্ছে করলে যে কোন সময়কে নির্ধারন করে আপনি আপনার দৈনিক কাজ কর্মের ফাকে ফাকে ফরেক্স মার্কেট চালিয়ে যেতে পারবেন বলে আমার ধারনা।
-
আপনি যদি ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতায় নিজেকে দক্ষ করে তুলতে পারেন তা হলে ফরেক্স ট্রেডিং আপনার দৈনন্দিন কাজ কর্মের উপর তেমন কোন প্রভাব বিস্তার করতে পারবে না। এতে করে আপ্নে অনেক আয় করতে পারবেন।
-
আপনি যদি একটি নির্দিষ্ট টাইম ফ্রেমে,এবং একটা নির্দিষ্ট টার্গেটপ্লান অনুযায়ী কাজ করেন ,তাহলে ফরেক্স কখনোই আপনার দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাবে না।তবে যদি আপনি ফরেক্স সম্পর্কে অতিমাত্রায় উৎসাহিত হয়ে পরেন ,তাহলে ফরেক্স অবশ্যই আপনার স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটাতে পারে।তাই আমি বলবো ফরেক্স একটি উন্মুক্ত ও স্বাধীন ব্যবসা হওয়ায়, আপনি সপ্তাহে 5 দিন যেকোনো সময় এখানে কাজ করতে পারবেন ।এবং প্রফিট উপার্জন করতে পারবেন ।তাই নির্দিষ্ট একটা টার্গেট প্লান এবং একটা টাইম সেট করুন। যাতে করে আপনার স্বাভাবিক কাজের সাথে ফরেক্স ট্রেডিং টাও কোন ঝামেলা ছাড়াই চলতে পারে।
-
ফরেক্সএমন একটা ব্যবসা যেটা পরিচিলনা করতে গিয়ে আমাদের দৈনন্দিন কোনো কাজেই ব্যাঘাত ঘটবে না। কেননা ফরেক্সে ট্রেড নিয়ে ট্রেডের সামনে সবসময়ইবসে থাকতে হবে এমন নয়। আপনার ইচ্ছামত সময়ে ইচ্ছাস্বাধীনভাবে ট্রেড করতে পারবেন। তাই ফরেক্স আমার কাছে বাড়তি আয়ের একটা বিশাল মাধ্যম।আমি ফরেক্সের পাশাপাশি যে কোনো কাজ করতে পারি এবং এর মাধ্যমে আমি আমার অবসর সময় কে ও কাজে লাগাতে পারি।
-
আর্থিক চাহিদা পুরণ করার জন্য মানুষ কি না করছে ? আর ফরেক্স হল সে রকম মানুষে একটা অর্থনৈতিক কর্মকান্ড যেখানে সময় দিলে ভাল আউটপুট পাওয়া যাবে । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে যে জিনিসটা বেশি অাকর্ষণীয় তা হল এটা সময় নষ্ট করে না । প্রত্যেকটি ট্রেড ওপেন করার পর লাভ/লস যাই হোক না কেন আপনার যদি তা মেনে নেয়ার ক্ষমতা থাকে তাহলে এই ব্যবসা দৈনন্দিন কাজে কোন ব্যঘাত ঘটায় না ।
-
ফরেক্সএমন একটা ব্যবসা যেটা পরিচিলনা করতে গিয়ে আমাদের দৈনন্দিন কোনো কাজেই ব্যাঘাত ঘটবে না। কেননা ফরেক্সে ট্রেড নিয়ে ট্রেডের সামনে সবসময়ইবসে থাকতে হবে এমন নয়। আপনার ইচ্ছামত সময়ে ইচ্ছাস্বাধীনভাবে ট্রেড করতে পারবেন। সুতরাংএজন্য ফরেক্সেট্রেড করতে গিয়ে দৈনন্দিনকোকোনো কাজেই ব্যাঘাত ঘটবে না
-
আমি ফরেক্স করে থাকি পার্ট টাইম হিসেবে আমার সংসারের সকল কাজকর্ম করার পর আমি ফরেক্সে সময় দেয় এতে করে আমার কাজের কোনো ব্যাঘাত ঘটে না বরং অবসর সময় যে সময়টাতে কাজে লাগতো না সেই সময়টাকে কাজে লাগিয়ে আমি বাড়তি আয় করতে পারছি। তাই আমি বলতে চাই সকলে চার্জে কাজের ফাঁকে অনায়াসে ফরেক্স করতে পারেন এতে কাজের কোন প্রকার ব্যাঘাত ঘটবে না আমি ফরেক্স করছি আপনারাও করতে পারেন।