-
ফরেক্স মার্কেট সপ্তাহে ২ দিন বন্ধ থাকে। আমি মনেকরি আমরা মার্কেট ওপেনের সময় ট্রেড বন্ধ না রেখে মার্কেট ক্লোসিং টাইমে আমদের টাইম টা এনজয় করতে পারি। কারন রিফ্রেশমেন্ট এরও প্রয়োজন আছে। এতে মানসিক অবস্থা একটু ভাল থাকবে এবং চাপ ও কম থাকবে। এবং মার্কেট এনালাইসিস টাও একটু সুন্দর ও ফলপ্রসু হবে।
-
হ্যা ট্রেডে মাঝে মাঝে বিরতি নেওয়া ভালো এতে করে যথেষ্ট ধৈর্য্য নিয়ে ট্রেড করা যায়।আমি দিনে দুই থেকে তিনটা ট্রেড করি এতে করে প্রতিটা ট্রেড করার জন্য যথেষ্ট সময় পাই এবং ভালোকরে এনালাইসিস করে ট্রেড করতে পারি।আর যদি কখনও বেশি ট্রেড করা হয় তখন নিজের ভিতরে একটু টেনশন কাজ করে যা পরবর্তীতে ট্রেড ওপেন করার ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলে।তাই যথেষ্ট সময় এবং ধৈর্য্য নিয়েই ট্রেড করা ভালো।
-
আসলেই সবসময় ট্রেড না করে মাঝেমধ্যে বিরতি দেওয়া উচিত তাহলে ট্রেডের মধ্যে নির্ভুলতা বাড়ে তাই সবসময় ট্রেড না করে সঠিক সময়ে ট্রেড ওপেন করা উচিত । প্রত্যেকটা কাজেই ব্রেকটাইম রাখলে ভাল হয় কাজের প্রতি বিরক্ত আসে না ।
-
মার্কেটে বিরতি নেওয়া না নেওয়া আপনার ব্যাপার।আপনি ট্রেড করার আগে ভাবেন যে ট্রেড করলে আপনার লাভ না লস হবে।তাই বুঝে শুনে ট্রেড করেন।
-
ঠিক বলেছেনে । আমি ও এক মত । আমাদের কখনই *সারাখন ট্রেড করা উচিৎ হবে না । মাঝে মাঝে আমাদের বিরতি নেয়া দরকার । এটা আমাদের মনবল খুব শক্ত করবে আর বিরতি ছারা ভাল ট্রেড করা কখনই সম্ভব না । আপনি কখনই তারা তারি বড়লোক হতে পারবেন না তাই ধৈর্য সহকারে ট্রেড করতে থাকুন।
-
সবসময় ফরেক্স না থেকে মাঝে মধ্যে একটু বাইরে থাকা উচিত। আর তাছাড়া যারা দক্ষ ট্রেডার তারা কখনই বিরতি ছাড়া ট্রেড করে না। তাই ট্রেডের মাঝে মাঝে বিরতি দেওয়া উচিত।
-
আমি মনে করি আমাদের কে ট্রেড করতে হবে সাপ্তাহে পাচ থেকে ছয়টা তাহলে আমরা লাব ধরে রাখতে পারব।মার্কেটে লসের আরেকটা কারন হল অতিরিক্ত ট্রেড করা আর সেটা থেকে দুরে থাকতে পারলে আরও ভাল।
-
সবকিছুকেই কাজ করার পর বিশ্রাম দেয়া ভাল, ফরেক্স একটি মনস্তাাত্বক ব্যাবসা। লাভ-লোকসান যাই হোক তা মনে যথেষ্ঠ প্রভাব ফেলে। ট্রেড নেয়ার আগে অনেক ভাবতে হয়। সবসময় ফরেক্স নিয়ে না থেকে মাঝে মাঝে বিরতি দিলে ভাল ফলাফল পাওয়া যাবে।
-
ট্রেড জিনিশ টা হলো ভাবার একটি জিনিশ
এখনে মানুসিক কিছু বিষয় থাকে
তাই বিরতি দেওয়া ভাল
-
প্রতিটা ফরেক্স ট্রেডের মাঝে বিরতি রাখা আবশ্যক।কারন সবসময় ট্রেড করলে আপনার উপর মানসিক চাপ পড়বে।আপনাকে মাথা ঠান্ডা করে কাজ করা উচিত।আর ট্রেডের সময় মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড করা উচিত যে কখন ট্রেড করলে আপনার লাভ বা ক্ষতি হবে।