-
যেহেতু বর্তমানে আমি এই বাজারে বড় ধরনের বিনিয়োগের দিকে যাচ্ছি না সেহেতু আমার পরিবার থেকে কোন রকম বাধা পাচ্ছি না। তাছাড়া আমি এখানে আমার উপার্জিত টাকা বিনিয়োগ করছি। এখানে বিনিয়োগের জন্য আমি আমার পরিবার থেকে কোন রকম সাহায্য নিচ্ছি না। আমার মনে হয় অন্যরাই তাই করছে আর এখানে পরিবার থেকে সমর্থন না পাওয়ার কোন কারণ দেখছি না। কারণ এই ব্যবসার মাধ্যমে অনেক উপার্জন করার সুযোগ রয়েছে। যদি আমাদের পরিবার এই সম্পর্কে জানতে পারে তাহলে অবশ্যই আমরা পরিবার থেকে আরো সমর্থন পাবো বলে আমার মনে হয়।
-
ভাই পরিবারের ঐ একটাই কথা কি করবি কর কিন্তু কোন টাকা পয়সা দিতে পারবো না, তবে যা কিছুই করিসনা কেন সৎ*ভাবে করবি। তাই আপনি আমি যদি কারো সহযোগিতা ছাড়াই নিজের অবস্থানকে, নিজের বেকারত্বকে দূর করে একটা ভাল পজিশনে নিজেকে দাঁড় করাতে পারি তাহলে আশা করা যায় যে তখন আপনাকে সবাই সাপোর্ট করবে। তাই নিজেকে আগে প্রতিষ্ঠিত করাই হল এখন আমার মূল উদ্দেশ্য।
-
আমার পরিবার কে একন ও ফরেক্স মার্কেট সম্পর্কে তেমন একটা বলা হয় নি । আমি তো মাত্র নতুন শুরু করলাম ।আল্লাহর রহমতে যদি সাফল্লের মুক দেখি তবে তাদের কে এই বিসাওয় নিয়ে বল্ব। অবশ্য একন তারা কিছু বলবে না । আমি নিজ ইচ্ছে মত কর করচি। দেখা জাক কত তুকু জাইতে পারি।,
-
ভাই আমার পরিবারকে যদি ফরেক্স সম্পর্কে জানাই প্রথমেই তারা বলবে এটা কি কোন জায়গার নাম নাকি ? কারন আমার পরিবার জানেন যে আমি সারাদিন কম্পিউটারে গেম খেলি। অনলাইন থেকে মানে কম্পিউটার থেকে ইনকাম এটা তাদের নিকট অবাস্তব একটা কল্পনা মনে করবেন তারা। তাই চুপচাপ আগে নিজের একটা ভাল পজিশন বানাই তখন কিছু বলতে পারব যে আমি এই ব্যবসা করি।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে প্রথম প্রথম তারা আমার ফরেক্স মার্কেট এ ট্রেড করা কে সাপোর্ট করতো না।কারণ তারা জানত ইন্টারনেট বলে শুধু ফেইসবুক কে বুজাই।তারা এটা বিশ্বাস করতনা ইন্টারনেট এর মাধ্যমে ঘরে বসে টাকা আয় করা যাই।তাই তারা আমার ট্রেড করা কে পছন্দ করতো না।কিন্তু পরবর্তীতে তারা আমাকে অনেক উৎসাহ দেই ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য।তারা তাদের ভুল বুজতে পেরে আমাকে ফরেক্স মার্কেট এ ট্রেড করার প্রতি উৎসাহ দেয়।
-
আমার পরিবারের লকজন আগে পুরোপুরি বুঝেতনা ফরেক্স সম্পর্কে । তাই প্রথম দিকে কিছুটা সবাই ভিত ছিল । কিন্তু পরে এখন সবাই মোটামুটি সাপোর্ট দিচ্ছে । আমার পরিবারের সবাই এখন অনেক আগ্রহী ফরেক্স নিয়ে । অনেকেই এখন শিখতে চায়।
-
আমার পরিবারের লকজন আগে পুরোপুরি বুঝেতনা ফরেক্স সম্পর্কে । তাই প্রথম দিকে কিছুটা সবাই ভিত ছিল । কিন্তু পরে এখন সবাই মোটামুটি সাপোর্ট দিচ্ছে । আমার পরিবারের সবাই এখন অনেক আগ্রহী ফরেক্স নিয়ে । অনেকেই এখন শিখতে চায়।
-
আমি যখন প্রথম ফরেক্স মার্কেটের কথা আমার পরিবারকে বলি তখন তারা আমার কথার কোন মূল্য দেই নাই।আমি যখন ফরেক্স মার্কেট থেকে কিছু টাকা ওউইথড্র দিয়ে আমার ফ্যামিলি কে কিছু টাকা দিই তখন তারা বিশ্বাস করে যে ফরেক্স মার্কেট থেকে টাকা আয় করা যায় এখন মোটামুটি আমাকে সাপোর্ট দেই তাই আমি অনেক খুশি।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে আমি আমার পরিবারকে এখনও কিছু জানাইনি । ফরেক্স মার্কেটে আমি একজন নতুন সদস্য । আসলে আমি আমার পরিবারের কাউকে ফরেক্স সম্পর্কে বলিনি কারন হচ্ছে তারা এই সকল বিষয় বুঝবে না । মার্কেটে আমার উদ্দেশ্য হচ্ছে সফল হওয়া । আর সেই ভাবেই অামি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি ।
-
যখন আমি আমার পরিবার কে ফরেক্স মার্কেট সম্পর্কে বলি তখন তারা তা পাত্তা দেই নি । কিন্তু যখন আমি আমার নিজের উদ্যোগে ফরেক্স মার্কেট ট্রেড করা শুরু করি তখন তারা আমাকে অনেক সহযোগিতা করে। তারা এখন আমাকে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক হেল্প করে।