-
ফরেক্সের শুরতে সবাই অনেক বেশী প্রফিট করার কারণ হলো প্রথমদিকে কেউ আন্দাজে সাধারণত নিয়মের বাইরে এ্যান্ট্রি দিত না সেটা লসের ভয়ে বা অনেক কিছু না জানার কারণেই হোক। কম জানলেও মানি ম্যানেজমেন্ট ফলো করে,কম লটে ট্রেড করত যার কারণে সবাই বেশী প্রফিট করত। ঘরে নতুন বউ আসলে লজ্জায় লজ্জায় সুন্দর করে সব কাজগুলো করত তাই বেশ ভাল লাগত,পুরাতন হওয়ার পরে একটু বেয়াড়া হলে সংসারের সব কাজ অনেকে না করে স্বামীকে দিয়েও করাতে চায় ।যার কারণে সংসা সৌন্দর্য নষ্ট হয়ে যায়,কাজের মান কমে যায়, শুরু হয় অশান্তি। ফরেক্সে পুরাতন অনেক ট্রেডার ভাল থাকলেও কিছু ট্রেডার একটু বেশী স্বাধীনচেতা হয়ে ট্রেড করার কারণে লস করে।
-
আমি প্রথমে ডেমো একাউন্ট এ ট্রেড করতাম। ডেমো একাউন্ট এ কোন প্রকার ঝুকি ছাড়াই বেশী লটে ট্রেড করতাম। আর স্টপ লস ও টেক প্রফিট ও ব্যবহার করতাম। এতে দেখতাম যে অনেক ব্যালেন্স হয়ে যেত। এড়াছা আমি সাপোর্ট ও রেসিন্টেস ব্যবহার করে অনেকটা টার্গেট করে ট্রেড করতাম। এতে আমার অনেকটা ডেমোতে লাভ হত। এছাড়া ফরেক্স মার্কেট এ প্রথমে ডেমোতে অনেক ব্যালেন্স ও লিভারেজ থাকে বিধায় আবেগ এ ট্রেড করে। এতে আন্তাজেই টার্গেট হয়ে প্রফিট হয়ে যায়।
-
আমার যতদূর মনে পড়ে রিয়েল ট্রেডিংয়ের শুরুতে একবার খুব ভাল প্রফিট করেছিলাম। প্রফিট করার কারনগুলোর মধ্যে ছিল- কম বেশী করে বাই সেল দুটিই এ্যান্ট্রি দিয়েছিলাম। মোটামুটি একটা ধারণা করে বাইগুলোতে টেক প্রফিট সেট করে যতদূর মনে পড়ে সেলগুলোতে স্টপ লস সেট করিনি, তখন ছিল ঈদের ছুটি তো ১/২দিন পরেই বাইগুলো অটোমেটিক ক্লোজ হয়ে মার্কেট আবার নীচের দিকে বেশ নেমে সেলগুলোতেও প্রফিট হয়ে সব মিলিয়ে বেশ একটা প্রফিট হয়েছিল। তাই অভিজ্ঞতা বলছি - নিয়ম মেনে মানি ম্যানেজমেন্ট ফলো করলে প্রফিট করা সম্ভব।
-
স্ট্রাটেজি কাজ না করলে প্রয়োজনে যথেষ্ট পরিমাণ পরীক্ষা করার পর নতুন স্ট্রাটেজি নিয়ে টেস্ট করুন। ডেমো বা রিয়েলে অল্প মানি নিয়ে টেস্ট করুন। প্রায় সব স্ট্রাটেজি দিয়েই স্বল্প পরিমাণ লাভ নিয়মিত করা যায়। ফরেক্স ট্রেডিং শুরু করার সময় আমাদের যে ধরণের রুলস মেনে চলার মানসিকতা থাকে, তা বজায় রাখতে পারলে পরবর্তী সময়ের ট্রেডিংয়ে টিকে থাকা এবং প্রফিট করা সহজ হয়,
-
আমার বেশিরভাগ বন্ধুদেরই বুফে খাবার ব্যাপক প্রস্তুতি ছিল। এক বন্ধু তো রীতিমত বুফেতে কিভাবে খেয়ে টাকা উশুল করতে হয় সেই আর্টিকেল পড়ে ব্যাপক প্রস্তুতি নিয়ে এসেছিল। যদিও সে টাকা উশুল করতে পারেনি,
-
শুরুতে সবাই প্রফিট করতে পারে এ কথা পুরোপুরিভাবে সত্যি নয় । তবে অনেকেই অনেক বেশি প্রফিট করতে পারে । এর একটি কারন হতে পারে ভয় হীন ভাবে সিন্ধান্ত নেয়া । শুরুতে কম জানে তাই মার্কেট সম্পর্কে ভয়ও কম থাকে । এ কারনেই প্রফিট কম হয় । এ ব্যাপারে আমি আপনার সাথে একমত নই কারন সকলে শুরুতে ভাল প্রফিট করে এটি ঠিক না এমন অনেকে রয়েছে যাদের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা একেবারেই নেই বললে চলে ফলে ঐ অনভিজ্ঞতার কারনে তারা এখানে শুরুতেই হোচট খেয়ে ছিটকে পড়ে।
-
আমার জানা নেই ফরেক্স এ শুরুতে লাভ করে ।তবে আমি যতটুকু শুনেছি সবাই বলে আমি লস করেছি ,আমার একাউন্ট জিরো হয়েছে ,আমি ২০০ ডলার থেকে ১০০ডলার লস করেছি ইত্যাদি।হয়ত খুব কম সংখ্যাক মানুষে লাভ করতে পারবে নতুন অবস্তায়,যদি সেই ট্রেডার বেশি বেশি ডেম তে প্রাকটিচ করে থাকে নাহলে সম্ভব না।
-
কেন ফরেক্সে শুরুতে সবাই অনেক প্রফিট করে,
হ্যা যাইহোক যেহুতু ব্যালেন্স ডাবল, লট সাইজও ডাবল হল। ব্যালেন্স যখন বেড়ে $১৪ হল, তখন আমি প্রতি পিপসে ২ সেন্ট ভ্যালু অনুযায়ী ট্রেড দিতাম। একদিন এক নিউজ সাইটে এন. এফ. পি নিউজ সম্পর্কে পড়লাম। ভাবলাম সবাই নিউজ ট্রেড করছে, আমি কি এক স্ট্রাটেজি নিয়ে পড়ে আছি। আজ নিউজ ট্রেড করতেই হবে। ট্রেড দেয়ার সময় মনে হল আজ একটু বড় লটেই ট্রেড দেই,,,।
-
আমিও যখন প্রথমে ট্রেড করতাম ভালই লাভ হত। এখন তার তুলনায় অনেক কম হয়। আসলে প্রথম দিকে আমার উদ্দেশ্য ছিল ট্রেডে সফল হওয়া আর কিছুদিন পর তা হয়ে গেল দ্রুত টাকা কামানো।অধিকাংশ ব্যক্তি মনে করে থাকে এটা একটি গেম। আবার অনেকে ব্যবসা হিসেবে গ্রহণ করে থাকে। মূলতঃ ভালো অভিজ্ঞতা নিয়ে ফরেক্সে ট্রেড করা উচিত অর্থ হারানোর ভয় থাকে না।
-
আমি এ কথার সাথে একমত হতে পারলাম না যে, ফরেক্স এ শুরুতে সবাই অনেক বেশি প্রফিট করে। এটা একটা ভুল ধারনা। ফরেক্স এ প্রথমে সবাই কম বেশি লস করে। এটাই হল সত্য কথা। ফরেক্স এ প্রথম প্রথম লস করার কারন হল, একজন নতুন ট্রেডার ট্রেড কি জিনিস সেটাই বুঝতে পারে না।রিয়েল ট্রেড ওপেন করার আগে আপনাকে মার্কেট আনালাইসিস করে করে ট্রেড ওপেন করতে হবে।