-
আমিও আপনার কথার সাথে একমত কেননা আমিও চাই আবারো আমার দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে রাখুক। তবে একটা কথা না বললেই নয় আমরা সবাই পরিবর্তন চাই কিন্তু কেউই নিজেকে সহজে পরিবর্তন করতে চায় না।আর আমাদের এই মানসিকতা যতদিন পরিবর্তন না হবে ততদিন আমাদের পক্ষে বা বাংলাদেশের পক্ষে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয়।কেননা বিশ্বের বুকে আমার বাংলাদেশকে মাথা উঁচু তুলে দাঁড় করাতে,আমার ও আপনাকেই সহযোগিতা করতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই আমাদের দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে। এবং প্রচুর পরিশ্রম করতে হবে।কেননা যদি আমরা চায়নার দিকে তাকাই তাহলে দেখতে পারি তাদের সফলতার পেছনে রয়েছে তাদের দেশপ্রেম এবং তাদের পরিশ্রম করার মানসিকতা। তাই আমাদেরকেও দুর্নীতি প্রতিরোধ করতে হবে এবং দেশপ্রেমে এগিয়ে এসে প্রচুর পরিশ্রম করতে হবে। তাহলেই আমরা আবারও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।
-
আমাদের দেশের সবাই আমরা জানি যে বর্তমানে আমাদের দেশের অবস্থা খুবই সচনীয় এই করোনা ভাইরাস মহামারীর কারনে । কোন ব্যবসা বাণিজ্য নেই, নেই কোন চাকরি বাকরি বরং অনেকের চাকরি চলে যাচ্ছে আর তাছাড়া দেশের জনসংখ্যা যে হারে বাড়ছে সে তুলনায় চাকরির বৃদ্ধির হার কম । তাই ফরেক্সের মাধ্যমে নিজের বেকারত্বকে দূর করে যাতে মাথা উঁচু করে দাঁড়ানো যায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে এবং সাথে সাথে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে ।
-
ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন। ব্যবসায়ের ব্যবসায়ের ক্রিয়াকলাপ। সুতরাং এখান থেকে আমরা আসলে এই উপসংহারটি টানতে পারি যে কোনও বাণিজ্যে লাভ এবং লোকসান একটি ন্যায্যতা, যা আপনি যা বলেছিলেন তেমনভাবে জোর দেওয়া দরকার, ক্ষয়কে হ্রাস করুন এবং এড়াবেন না।
-
আমার মনে হয় বাংলাদেশকে আমরা আবার সেই আগের জায়গায় ফিরিয়ে আনতে পারি আর সে জন্য দরকার আমাদের চেষ্টা একতা ও মনোবল।আমি চাই বাংলাদেশ তার গৌরব ফিরে পাক। বাংলাদেশে হয়ত এখন মাথা প্রতি আয় বেড়ে আর্থিক অবস্থার কিছু পরিবর্তন হতে পারে । আর্তিক অবস্থার উন্নতি এখন মানুষ নিজেই পরিবর্তন করতে পারে ফরেক্সের মাধ্যমে । কারন ফরেক্সে কাজ করার মাধ্যমে কিছু টাকা আয় করা যায় ।
-
ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। যাই হোক আশা করি আগামীতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এদেশের তারুন্যকে কাজে লাগিয়ে।
-
অবশ্যই আমরা অনেকেই জানি যে , বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আগে তেমন একটা ভালো ছিল না । বিভিন্নভাবে আজ এদেশের অর্থনৈতৈিক অবস্থা ভালো হয়েছে । সুতরাং অামরা যদি এেই ফরেক্স ব্যবসা ভালোভাবে করতে পারি তাহলে অদূর ভবিষ্যতে আরো ভালো করতে পারব ইনশাল্লাহ ।
-
নিজের দেশের সুনাম আমার কাছে খুব ভাল লাগে। আমাদের দেশ একদিন অনেক উন্নত হবে। এমনকি আমাদের দেশের ওপর পাশ্ববর্তী দেশ ভারত অনেকটা নির্ভর করে। কারণ তাদের দেশের অধিকাংশ পণ্য আমাদের দেশে চলে। পৃথিবীর বুকে যে সব জাতি মাথা তুলে দাড়িয়েছে এবং উন্নতির চরম শিখরে অবস্থান করছে তাদের বেশিরভাগই হল অত্যন্ত কঠোর পরিশ্রমি । আর পরিশ্রম কখনো মানুষের সাথে প্রতারণা করবে না ।তাই আমি বলতে পারি যে পরিশ্রম ধন আনে পুণ্য আনে সুখ আলস্য দারিদ্র্য আনে পাপ আনে দুঃখ ।বাংলাদেশি ফরেক্স ট্রেডাররা এই মার্কেট হতে অনেক বেশি লাভবান হতে পারে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে যদি তারা অনেক পরিশ্রম করে। একদিন আমার দেশ পৃথিবীর বুকে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত লাভ করবে।
-
ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। একদিন বাংলাদেশ বর্তমান উন্নত দেশ গুলোর মত হবে, হা হলেও হতে পারে সে হয়ত আমি আপনি থাকব না। তবে আমদের উচিত পরিশ্রমি হওয়া, দর্নিতি পরিহার করা।
-
হ্যা সবাই কম বেশি একথা জেনে থাকবে , কিন্তু বাংলাদেশ ঐ আগের অবস্থানে আর কোন দিন যেতে পারবে না । আগের দিন মানেই পুরানো দিন , আর পুরানো দিন ফিরে পাওয়া যায় না । বাংলাদেশে হয়ত এখন মাথা প্রতি আয় বেড়ে আর্থিক অবস্থার কিছু পরিবর্তন হতে পারে । আর্তিক অবস্থার উন্নতি এখন মানুষ নিজেই পরিবর্তন করতে পারে ফরেক্সের মাধ্যমে । কারন ফরেক্সে কাজ করার মাধ্যমে কিছু টাকা আয় করা যায় ।
-
বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে যেখানে সারা বিশ্বব্যাপী ফরেক্স বৈধতার সাথে চলে সেখানে ফরেক্স বাংলাদেশে অনুমোদন নেই। আমাদের বিনিয়োগ করতে হলে ডলার পেতে অনেক ঝামেলা হয়। কিন্তু অনেক ফরেক্স ট্রেড করে অনেক কিছু করে ফেলছে। আসলে ফরেক্স ট্রেড ও হতে পারে বেকার সমস্যার সমাধান। ফরেক্স করে পর্যাপ্ত পরিমান অর্থ আয় করা সম্ভব।