ভাই আমি প্রথম দিকে যে এত পরিমান লস করেছি তা বলার নয়।আমার প্রথম দিকে প্রাই ৬০০ দলার লস করেছি ৫ মাসে।তারপর থেকে আমি এখন একটু লাভ করি।ফরেক্স মার্কেটে নতুনেরা প্রথম দিকে যদিও লাভ করে তা হয়ে যাই আন্দাজের উপর।
Printable View
ভাই আমি প্রথম দিকে যে এত পরিমান লস করেছি তা বলার নয়।আমার প্রথম দিকে প্রাই ৬০০ দলার লস করেছি ৫ মাসে।তারপর থেকে আমি এখন একটু লাভ করি।ফরেক্স মার্কেটে নতুনেরা প্রথম দিকে যদিও লাভ করে তা হয়ে যাই আন্দাজের উপর।
যারা কাজ না শিখে ভাবে যে আমি প্রফিট করব তাদের মত বোকা আর কেউ নেই। প্রথম আর শেষ না ফরেক্স মার্কেট থেকে সব সময় লসভ করা যায়। তবে লাভ করতে গেলে আপনাকে ভাল করে ট্রেড শিখতে হবে আপনি ভাল করে ট্রেড না শিখে লাভ আর ছিন্তা করলে আপনি শুধু লস করে যাবেন।
আমি আমার প্রথম ডিপোজিট জিরো করেছি এক রাত্রে 60 ডলার ডিপোজট করলাম বিকেল বেলা লিভারেজ ছিল 1:1500 বিকেলে 2 টা ট্রেড দিলাম আর মনিটরের দিকে থাকিয়ে থাকি একবার কমে এববার বাড়ে পরের দিন ঘুম হতে উঠে দেখি এক্যাউন্ট শূন্য বাস ইতিহাস হয়ে গেল আমার প্রথম ডিপোজিট । আমার মতে প্রথম ট্রেডে হয়ত অনেকে প্রফিট করেছে কিন্তু প্রফিট উইথড্র করেছে কযজন বা ডিপোজিট ফেরত এনেছে কয়জন সেটার সংখ্যা খুবই কম হবে। কারন প্রথম ট্রেড লাভ হলেও লোভে লোভে পরের ট্রেড গুলো কোন একটায় তার এ্যকাউন্ট জিরো হয়েছে অভিজ্ঞতা না থাকার কারনে।
না ভাই ফরেক্স মার্কেট শুরুতে সবাই অনেক প্রফিট করে এই কথাটা আসলে আমার জানা নেই,যদিও ফরেক্স মার্কেট এ ভাল আয় করা যায়।আমি যতটুকু বিশ্বাস করি শুরুতে বেশি প্রফিট করার কথা না,কেননা প্রথম অবস্তায় ট্রেডার কম দক্ষ হয়ে থাকে,ধীরে ধীরে ট্রেডার দক্ষ হয়ে উঠে সুতরাং আমার বিশ্বাস শুরুতে কম প্রফিট হওয়ার কথা।
কথায় আছে "বক্তে বক্তে বক্তা, ছিরতে ছিরতে তক্তা " যে কোন বিষয় অধিকতর সফলতা পেতে হলে আপনাকে দক্ষ হতে হবে। আর দক্ষতা একদিনে সম্ভব হয়না, আস্তে আস্তে সময় নিয়ে অর্জন করতে হয়। আর ফরেক্স লাভ করতে হলে আপনাকে দক্ষ হতে হবে। যত বেশি দক্ষ হবেন তত বেশি লাভ করতে পারবেন।তাই আমি মনে করি আপনি প্রথম দিকে যাহা লাভ করবে যদি পরে দক্ষ হণ পরে আরো বেশি লাভ করতে পারবেন।
না আমি আপনার সাথে পুরোপুরি একমত নই। সবাই শুরুতে ভাল প্রফিট করতে পারে না। ফরেক্স এর শুরুতে আমরা শুধু বাই এবং সেল করে থাকি। আর যদি মার্কেট আমাদের অনুকুলে থাকে তাহলে আমরা প্রফিট করতে পারি। কিন্তু সে প্রফিট স্থায়ী হয় না। খুব দ্রুতই আমরা আবার সে প্রফিট সহ আসল লস করে থাকি।
আমার জানা মতে ফরেক্সে শুরুতেই ট্রেডাররা অনেক লস করে কেননা শুরুর দিকে প্রত্যকটা ট্রেডার প্রায় অনেকাংশে অদক্ষ থাকে এবং খুব বেশি ফরেক্স সম্পর্কে জানতে পারে না । যে যত বেশি ফরেক্স নিয়ে শিক্ষা অর্জন করতে পারে সে তত বেশি পরিমাণে এগিয়ে যেতে পারে এবং সময়ের সাথে সাথে যত অভিজ্ঞতা লাভ করে তত বেশি পরিমাণে সফলতা লাভ করে ।
আমি বলবো মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড না করলে কোনভাবেই সফল হওয়া যায় না । আমিও আমার ক্ষেত্রে দেখেছি । আসলে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করলে অল্প কিছু স্ট্রাটেজি থেকেই ভালো লাভ করা যায় । আর লোভ ব্যাপারটা খুবই খারাপ । শুধু ফরেক্স না যেকোন ব্যাবস্যার জন্যেই লোভ ধংস ডেকে আনে । আমরা যদি ফরেক্সে৩ সফল হতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে ।
শুরুতে কেউ যদি ভাল প্রফিট করে তবে সেটা ভাগ্যের ব্যাপার। এমন নয় যে সে সবসময় লাভই করতে থাকবে। ব্যাপারটা অভিজ্ঞতার উপর নির্ভর করে। অভিজ্ঞতা থাকলে এবং লোভ না করলে লাভই বেশি হবে। তবে আন্দাজে ট্রেড করলে হয়তো কোন সময় বেশি লাভ হলেও একসময় সব ক্যাপিটাল হারাতে হতে পারে।
আমি একজন ছাএ তাই আমি কোন কাজ এ সময় দিতে পারি না তাই আমি মনে করি অর্থনৈতিক দিক দিয়ে ফরেক্স খুব ভাল। কারণ ফরেক্স এর মাধ্যমে আমাদের দেশে বেকার সমস্যা কমসে। এবং ছাএ দের আয় করার কোন স্থান গড়ে উঠেছে।