এটি সম্পক্রে যানি নাহ
কার জানা থাকলে বলবেন
Printable View
এটি সম্পক্রে যানি নাহ
কার জানা থাকলে বলবেন
ব্যক্তিগতভাবে আমার জানামতে ফরেক্স ব্যবসা বর্তমানে বিশ্বের ১৮০ টির বেশি দেশে বিদ্যমান আছে। তবে এটা জানিনা যে কোন দেশে সর্বপ্রথম এই ব্যবসা শুরু হয়েছিল, তবে আমি আমার পরিচিত অনেক ট্রেডারের কাছে শুনেছি যে এই ব্যবসা আমেরিকাতে প্রথম শুরু হয়েছিল।
আমি নতুন ট্রেডার তাই আমি সঠিক জানি না যে ফোরেক্স কবে, এবং প্রথম কোন দেশে শুরু হয় । তবে অনুমানে ফরেক্স ব্রিটিশে শুরু হতে পারে । আর আমি যদি জানতে পারি যে ফোরেক্স কবে, এবং প্রথম কোন দেশে শুরু হয় তাহলে আপনাদের সকল কে জানাবো ।
পৃথিবির সকল দেশেই ফরেক্স ব্যবসা চলে।ফরেক্স কবে চালু হয় এই সম্পর্কে আমার কোন ধারনা নে তবে আমার অনুমান যে ফরেক্স চালু হয় আমেরিকাতে।কারন এত বড় প্রতিষ্ঠান একমাত্র আমেরিকা ছাড়া আনা সম্ভব নয়।
রেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় মার্কেট আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।তাই আমার কাছে মনে হয় এখনো আমেরিকা বা লন্ডন ফরেক্স বিজনেস নেই।তাই আমি মনে করি ফরেক্স বিজনেস নাইজিরিয়া থেকে শুরু হয়:dance:
ভাল ফরেক্স ট্রেডার হতে হলে আপনার মধ্যে যে গুনটি সর্ব প্রথম থাকতে হবে তা হল প্রকৃত ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং ট্রেডিং জ্ঞান আর এটি আপনা আপনি ভাবে কখনই অর্ঝিত হবে না তার জন্য কঠোর অনুশীলন করতে হবে আর তার জন্য সব থেকে ভাল অনুশীলনের স্থান হল ফরেক্সের ডেমো ট্রেডিং প্লাটফর্ম। তাই ফরেক্স থেকে যারা আয় করে নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে দেখতে চান তাদের উদ্দেশ্যে বলব আগে ভাল করে নিজেকে ট্রেডিংয়ে দক্ষ করে তুলুন।
আমি একজন নতুন ফরেক্সার। আমি এখনও ফরেক্স সম্পর্কে ততটা জ্ঞান অর্জন করতে সক্ষম হয় নাই তাই আমি সঠিক না। তবে আমার ধারনা ফরেক্স সর্বপ্রথম মনে হয় আমেরিকাতেই শুরু হয়েছিল । হ
ফরেক্স ট্রেডিং সেখার কোনো শেষ নেই।। আপনি যত বেশি ফরেক্স ট্রেডিং করবেন আপনার ফরেক্স দক্ষতা তত ব্রশি বাড়বে।। ফরেক্স ট্রেডিং করতে হলে অবশ্যই আগে ডেমো প্রাকটিস করতে হবে।। ফরেক্স। করতে আমরা যত বেশি ডেমো প্রাকটিস করবো আমাদের তত ফরেক্স দক্ষতা বাড়বে।।
ফরেক্স ব্যবসা কবে থেকে অনলাইনে শুরু হয়েছে সে সম্পর্কে আমার জানা নেই। কিন্তু প্রস্তর বা পাথর যিুগ থেকে বিনিময় প্রথা শুরু হয়েছিল। তখন দ্রবের বিনিময়ে দ্রব দেয়া নেয়া হত। এর পর থেকে মানব সভ্যতার উন্নায়নের সাথে সাথে মানুষ টাকা আবিষ্কার করতে শেখে। এবং টাকা মান নির্ধারণ করতে শুরু করে। এর পর থেকেই বিভিন্ন দেশে অর্থ বিনিময় প্রথা অর্থাৎ ফরেক্স ব্যবসা শুরু হয়।
আসলে এ ব্যাপারে আমার সঠিক কোন ধারনা নেই। তবে আগে বিত্তশালীরা অর্থ ব্যবসা লেনদেন করত। তারপর সময়ের পরিবর্তনে কারনেসি ব্যবসায় তা পরিনত হয়। এবং এটা পরবর্তীতে ফরেক্স ব্যবসা পরিনত হয়। আমার ধারন ভুল হতেও পারে। তাই যে বিষয়টি জানেন তা শেয়ার করন।