-
ফরেক্স র্কেটে যারা নতুন তাদের জন্য আমার কথা হলো- ফরেক্স সম্র্কে ভাল ঞ্জান র্জন করতে হবে। ডেমোতে অনেক ভালো করে প্রাক্টিস করতে হবে ফরেক্স নিয়ে বিভিন্ন এনালাইসিস করতে হবে। কোন লোভ করা যাবে না। মানিম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। যারা ভাল যানে তাদের কাছ থেকে শিখতে হবে।
-
ফরেক্স মার্কেট এ নতুন যারা তাদের জন্য আমার মতামত হল আপনারা যদি ফরেক্স সর্ম্পকে সর্ম্পন জ্ঞান অর্জন না করে ফরেক্স করে থাকেন তাহলে আপনি ভুল পথে হাঁটছেন । তাই আমি বলবো ফরেক্স সর্ম্পকে ভালো ভাবে জ্ঞান অর্জন করুন এবং তারপর আপনি ফরেক্স এ ডেমো ট্রেড এ সাফ্যলতা অর্জন করুন
-
ফরেক্স এ যারা নতুন তাদের অনেক প্ররিশ্রম করতে হবে,ডেমো ট্রেড করতে হবে লোভ কম করতে হবে,কম বিনিয়োগ করতে হবে ।
-
ফরেক্স এ যারা নতুন তাদের জন্য আমি কিছু বলতে চাই সেহেতু আমিও একজন নতুন ট্রেডার সে অভিজ্ঞতা থেকেই বলছি , সবার আগে অতিরিক্ত আত্মবিশাস ত্যাগ করতে হবে , অতিরিক্ত লোভ , অল্প জ্ঞান এ কনভাবেই ট্রেড না করা প্রতিটা ইন্ডিকেটর জেনে ভুজে ট্রেড বসানো । সুতুরাং পরিপূর্ণ জ্ঞান লাভ করে তবেইট্রেড সুরু করা ।
-
ফরেক্স মার্কেটে যারা নতুন ট্রেডার বা যারা নতুন প্রবেশ করেছেন তদের জন্য আমার পরামর্শ হল,
১) লোভকে নিয়ন্তন করুন।
২) আবেগকে কন্টোল করুন।
৩) নিয়মিত মার্কেট পর্ষাবেক্ষন করুন।
৪)মনোযোগ সহকারে ট্রেড করুন।
৫) ভাল ট্রেডারকে ফলো করুন।
-
এই উপদেশগুলো আমাদের জন্য অবশ্যই অনেক বেশি ইফেক্টিভ । আসলে আমরা যারা ফরেক্স ট্রেড করি তারা জানি যে প্রথম অবস্থায় নিজেদের গুছিয়ে তোলা অনেক বেশি পরিমাণে কষ্টকর ব্যাপার । আর আমি নিজেও একজন নতুন ট্রেডার হিসেবে সবসময় চেষ্টা করছি নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য । তবে নিজের ধৈর্য্য ধরে রাখাটা অনেক বেশি গুরত্বপুর্ণ এখানে ।
-
আসলে আমি ফরেক্স মার্কেটে নতুন তাই আমার জন্য এই কথা গুলো খুবই উপকারি। যেমন, লোভ ত্যাগ করতে হবে, ধৈর্য ধরতে হবে, ডেমোতে বেসি বেসি ট্রেড করতে হবে,প্রথমেই ডিপুজিট করা যাবে না,ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে,বেশি বেশি চেষটা করেত হবে। আপনাকে ধন্যবাদ, এই পরামর্শ দেবার জন্য ।
-
নতুন অবস্থায় ট্রেডাররা দিবা স্বপ্ন দেখে যে ফরেক্স ট্রেডিং করে অল্প দিনেই কোটিপতি হয়ে যাবে। নতুন ট্রেডারদের বলবো কোটিপতি হওয়ার দিবা স্বপ্ন ত্যাগ করে আগে ফরেক্স ভালোভাবে শিখতে হবে এবং ডেমো একাউন্ট এ সিরিয়াসলি প্রেকটিস করতে হবে অনেক দিন । তবেতবেই ফরেক্স এ সফলতা আসবে ।
-
লোভ ফরেক্স এর সবচেয়ে বড় সমস্যা । নতুন ট্রেডাররা বেশি লাভ করার লোভ সামলাতে পারেনা তাই অতিরিক্ত লিভারেজ ব্যবহার করে বড় লট এ ট্রেড এন্ট্রি নিয়ে থাকে ফলে মার্জিন অনেক কমে যায় এবং প্রাইস কিছু পিপস বিপরীতে যাওয়ার ফলে একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায় । তাই লোভ ত্যাগ করে কম লিভারেজ ব্যবহার করে ছোট লট এ ট্রেড এন্ট্রি নিলে প্রফিট করা যাবে।
-
মানি ম্যানেজম্যান্ট ফলো না করা । নতুনরা মানি ম্যানেজম্যান্ট সম্পর্কে জানতে , বুঝতে ও ফলো করতে চায় না , ফলে ফরেক্স এ বড় রকমের লস এর শিকার হয়। একাউন্ট ব্যালেন্স বা মুলধনের আকার বাড়তে দেখলেদেখলেই , ট্রেডিং লট এর আকার বড় করে দেয় । তাই একটি ট্রেড এ 5$ লাভ হলে, আর একটি ট্রেড এ 30$ লস করে। সুতরাং ফরেক্স এ মানি ম্যানেজম্যান্ট এর বিকল্প নেই ।