ফরেক্স একটি ব্যবসা আর সেই এই ব্যবসায় টিকে থাকতে পারবেন যার এ সম্পর্কে ভাল ধরানা রয়েছে। ভালো ট্রেডারদের অনেক গুন এর মধ্যে হলো স্টাটেজি ফলো করে ট্রেড ওপেন করা মার্কেটের অবস্থা মাথায় রাখা অতিরিক্ত রিস্ক না নেওয়া। মানিম্যানেজম্যান্ট মেনে ট্রেড ওপেন করা।
Printable View
ফরেক্স একটি ব্যবসা আর সেই এই ব্যবসায় টিকে থাকতে পারবেন যার এ সম্পর্কে ভাল ধরানা রয়েছে। ভালো ট্রেডারদের অনেক গুন এর মধ্যে হলো স্টাটেজি ফলো করে ট্রেড ওপেন করা মার্কেটের অবস্থা মাথায় রাখা অতিরিক্ত রিস্ক না নেওয়া। মানিম্যানেজম্যান্ট মেনে ট্রেড ওপেন করা।
একজন আদর্শ ট্রেডার এর বড় গুন হচ্ছে সে সব সময় বুঝে শুনে ট্রেড অপেন করে এবং ক্লোস করে। সে সব সময় মানিমেনেজমেন্ট মেনে ফরেক্স এর ব্যবসা করে। কোন লোভ না করে ধৈর্য সহকারে এবং পরিশ্রম করে ফরেক্স এর মার্কেটে ট্রেড করে। এবং সফলতা অর্জন করে।
একজন আদর্শ ট্রেডার এর অনেক গুন থাকে। যেমন ফরেক্স সম্পর্কে তার অনেক কিছু জানা থাকে, ফরেক্স এর উপর অনেক অভিজ্ঞতা ও জ্ঞান রাখে, ট্রেড করার আগে ভেবে চিন্তে তারপর ট্রেড করে, নিদিষ্ট কয়টা পেয়ারে থাকে, ফরেক্স নিজে বেশি বেশি এনালাইসিস করে এবং আরও অনেক কিছু। তাই আমাদেরকেও যদি ভাল এবং আদর্শ একজন ট্রেডার হতে হয় তাহলে আমাদেরও ঐ সব করা উচিত যা উপরে লেখা হয়েছে আমার মনে হয় তাহলে একজন ট্রেডার আদর্শ ট্রেডার হতে পারবে।
একজন আর্দশ ট্রেডার হতে হলে আপনাকে প্ররিশ্রমি হতে হবে এবং দক্ষতা সম্পূর্ন জ্ঞান অর্জন করতে হবে এবং তাকে অব্যশই শিক্ষিত হতে হবে তাহলে সে একজন আদর্শ ট্রেডার এর গুন হিসাবে পরিচিত হবে এবং আর একটি কথা তার এই ফরেক্স মার্কেটে লোভ করতে পারবে না কারন আদর্শ ট্রেডার কখনো লোভি হয় না। তাই আমি তাকে বলবো য়ে আপনি যদি ফরেক্স করনে তহলে আপনাকে এই সকল গুন থাকতে হবে।
একজন আদর্শ ট্রেডারের বিভিন্ন গুন থাকতে পারে তবে যদি কোন ট্রেডার নিজেকে ভাল ট্রেডার হিসাবে দাড় করাতে চায় তাকে অবশ্যয় সিস্টেমেটিক ভাবে ট্রেডকরার দক্ষতা তাকতে হবে সে অবশ্যয় নিজে সিগনাল নিজে তৈরী করতে পারেবা অন্যের সিগনাল ফলো করেনা এবয়ং ভাল মানিমানেজমেন্টের দক্ষতা থাকতে হবে এবং অবশ্যয় লোভী এবং আবেগী নয়। ধন্যবাদ।
ফরেক্স মার্কেটে আমাদের সবারই একটা বড় রকম ইচ্ছা থাকে যে কিভাবে নিজেকে একজন আদর্শ ট্রেডার হিসেবে গড়ে তুলা যায় । এর জন্য আমাদের দরকার পরিশ্রম , মেধা বিকাশ। এবং ধৈর্য। এক জন আদর্শ ট্রেডার এর যে গুন গুল থাকে তার মধ্যে অন্যতম একটা হল উনি কখনও লোভী হন না , আর উনি সব সময় নিজের মেধা দ্বারা মার্কেটিং অবস্থা বুঝে ট্রেড করেন। উনি খুব এনালাসিসি এর দিকে মন যুগ দিয়ে থাকেন।
একজন আদর্শ ট্রেডার প্রত্যেকটা ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস করে নেন। তিনি ভুল সিদ্ধান্ত খুব কম নেন। তার নির্দিষত ট্রেডিং স্ট্র্যাটেজি আছে। তিনি মানি ম্যানেজমেন্ট করেন সঠিক ভাবে। তিনি লোভ, ইমোশন, ভয় এসব কন্ট্রোল করেন। এটাই একজন আদর্শ ট্রেডারের গুন । তিনি এর ফলও পান, ফরেক্সে হন তিনি সফল।
জি একজন আদর্শ ত্রেদার এর বিভিন্ন গুন থাকা দরকার, এই গুন গুলো ছাড়া আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকা তো দুরে থাকার কথা, আপনি এখানে লাভ ও করতে পারবেন না, সুতরাং আপনাকে বিভিন্ন দিকে খেয়াল রাখতে হবে, আপনার অনুভুতি আপনার সবচেয়ে বড় শত্রু এই মার্কেট আপনার অনুভূতিগুলোকে সর্বদা আপনার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন.
একজন আদর্শ বিজনেস মেন এর গুন গুলো হল তার ধৈর্য থাকতে হবে লোভ থাকবে না ,বেশি বেশি মানে অভার ট্রেড করবে না । ট্রেড তার অনুকুলে যাবে। সে জানে মার্কেট এ পিপ্স কতটুকু উথবে এবং কখন তার টেক প্রফিত নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবে।
একজন আদর্শ ট্রেডার হতে হলে অনেক গুন থাকতে হয়। তার মধ্যে কিছু লেখা হলো যেমন তার ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান থাকতে হবে, ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখে রাখতে হবে, ফরেক্স এ কিভাবে উন্নতি করা যায় সেই চিন্তা মাথায় থাকতে হবে, ট্রেড দেখে শুনে করতে হবে, ভুল ট্রেড যেন না হয় সে দিকে খেয়াল রাখতে হবে আরও ইত্যাদি। তাই সবার উচিত এই ভাবে ফরেক্স কে নিয়ে চিন্তা করা তাহলে আপনারাও একদিন ভাল ও আদর্শ একজন ট্রেডার হতে পারবেন।