-
স্টপ লস হলো আপনি ইচ্ছা করলে স্টপ লস অপশনে গিয়ে আপনার ট্রেড কত লস হলে আপনি ট্রেডটি ক্লোজ করে দিতে চান তার একটি মাধ্যম । স্টপ লস দিয়ে রাখলে আপনি আপনার লসের ঝুকিঁ কমাতে পারেন । আপনি যি ট্রড করার পর সবসময় মার্কেটে থাকতে না পারেন তাহলে স্টপ লস দিয়ে রাখলে মার্কেট আপনার কঙ্কিত স্থানে গিয়ে অটোমেটিক ট্রেড ক্লোজ করে দিবে যা আপনাকে বড় ধরনের লসের হাত থেকে বাচাতে পারে ।
-
আসলে স্টপ লস পদ্ধতিটা হচ্ছে ফরেক্স মার্কেটে ট্রেডে আপনার ক্ষতি বন্ধ করার একটি পদ্ধতি এছাড়া আর কিছু না। তবে স্টপ লসের মাধ্যমে আপনার ট্রেডিং কৌশল দিন বাই দিন উন্নতি করতে পারবেন বলে আমার বিশ্বাস। কারণ এই পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজেই লোভ এবং ধৈর্য্যকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। যা অন্য কৌশল পদ্ধতি ব্যবহার আপনার লোভ এবং ধৈর্য্যকে এত দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় আমার বিশ্বাস। অর্থাৎ আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ক্ষতি বন্ধ করা। মোটকথায় আপনি মার্কেটে না থাকার ফলেও অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই কৌশলটি হচ্ছে স্টপ লস পদ্ধতি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে ষ্টপ লস এবং টেক প্রপিট সেট করা শিখতে হবে কারন স্টপ লস সেট করতে না পারলে তাহল আমাদের একাউন্ট ঝুকির মধ্যে পড়ে যায় । আমার ডেমো একাউন্ট স্টপ লস সেট করলে প্রয় সময় স্টপ লস হিট করে । কোথায় ষ্টপ লস ব্যাবহার করা হবে আপনাদের সহযোগিতা চাই ।
-
আসলে আমাদের প্রত্যেক ট্রেডারের উচিত স্টপ লস এবং টেক প্রফিট সম্পর্কে জ্ঞান অর্জন করা। তারপর এই মার্কেটের অন্যান্য কৌশল ও টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে দক্ষতা অর্জন করা। কারণ একজন ট্রেডারের জন্য স্টপ লস তত গুরুত্বপূর্ণ যতটা তার মূলধন নিরাপদ দরকার। কারণ স্টপ লস ব্যবহার করলে আপনার মূলধন ক্ষতি নির্দিষ্ট সীমার মধ্যে গিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এতে করে আপনার ওপেনকৃত ট্রেডটি অতিরিক্ত ক্ষতির হাত থেকে রক্ষা করবে স্টপ লস পদ্ধতি ব্যবহারের মাধ্যমে।
-
স্টপ লস হল এমন একটা সিস্টেম যা আমাদের ব্যালেন্সকে জিরো হতে রক্ষা করে ।স্টপ লস দেয়া থাকলে মার্কেট যদি আমাদের বিপরীতে যায় তাহলে যেখানে স্টপ লস দেয়া আছে সেখানে ট্রেড এসে অটো মেতিকভাবে ক্লোজ হয়ে যাবে ।
-
স্টপ লস ফরেক্স এ খুবই গুরুত্তপুরররন। স্টপ লস ফরেক্স এ ব্যবহার করে আমরা আমাদের লস কমাতী পারি। স্টপ লস ব্যবহার করে আমরা লস এবং রিস্ক কমাতে পারি। স্টপ লস ব্যবহার না করলে একাউন্ট এর জন্য ট্রেড করা অনেক ঝুকি থাকে।
-
ফরেক্স ট্রেডিং এ স্টপ লস হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনি একটা ট্রেড ওপেন করার পর দেখলেন যে মার্কেটের অবস্থা খারাপ তখন আপনি ইচ্ছা করলে স্টপ লস অপশনে গিয়ে আপনার ট্রেড কত লস হলে আপনি ট্রেডটি ক্লোজ করে দিতে চান তা আপনি করতে পারেন। আর স্টপ লস দিয়ে রাখলে আপনি আপনার লসের ঝুকিঁ কমাতে পারেন । আপনি যে ট্রেড করার পর সবসময় মার্কেটে থাকতে না পারেন তাহলে স্টপ লস দিয়ে রাখলে মার্কেট আপনার কাঙ্কিত স্থানে গিয়ে অটোমেটিক ট্রেড ক্লোজ করে দিবে যা আপনাকে বড় ধরনের লসের হাত থেকে বাচাতে পারে ।ধন্যবাদ
-
ফরেক্সের বাজার কখনো স্থির থাকে না। বাজার কখনো লাভে থাকে আবার কখনো লসে থাকে। বাজার অতিরিক্ত লসে থাকলে অনেক সময় ব্যালেন্স শূন্য হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে। বিশেষ করে যাদের মুলধন কম তাদের এই ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে। এই ক্ষেত্রে আপনি যদি স্টেপ লস ব্যবহার করেন তাহলে ব্যালেন্স শূন্য হয়ে যাওয়ার মমত ঝুঁকি থেকে আপনার একাউন্টকে সুরক্ষিত রাখতে পারবেন। এই ক্ষেত্রে স্টপ লস অপশনে আপনি সর্বনিম্ন কি পরিমাণ লসে ট্রেড আপনার ট্রেড ক্লোজ করতে চান তার এমাউন্ট উল্লেখ করে দিতে হবে। যখন বাজার ওই পারিমাণ লস অতিক্রম করবে তখন আপনার ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। স্টপ লস এভাবেই কাজ করে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে ষ্টপ লস এবং টেক প্রপিট সেট করা শিখতে হবে কারন স্টপ লস সেট করতে না পারলে তাহল আমাদের একাউন্ট ঝুকির মধ্যে পড়ে যায়
-
স্টপ লস কি?
স্টপ লস হলো একটি ট্রেডে কি পরিমান রিস্ক হবে তা নির্ধারণ করা।আর ফরেক্স এ ট্রেড করতে হলে অবশ্যই স্টপ লস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।আর তা নাহলে ট্রেড করলে লস হবে।তাই ট্রেড এর আগে আপনাকে স্টপ লস হিসেবে ভালোভাবে জানতে হবে।