-
আসলে ধনী হওয়া এমন একটা ব্যাপার যেটার পিছনে অনেক কিছু বিষয় কাজ করে । তবে আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা কাজ করি তারা এই মার্কেট সম্পর্কে অনেক বেশি জানি । তবে আমাদের মত নতুন ট্রেডাররা অনেক বেশি লস করে । তবে ফরেক্স হল ধনী হওয়ার একটা পথ । পৃথিবীতে অসংখ্য ধনী ব্যাক্তি আছে যারা নিজেদের নানা পথ মত ধরে ধনী হয়েছে । এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অনেক বেশি খেয়াল রাখতে হবে যেন নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা যায় ।
-
পৃথিবীতে যতজন ধনী রয়েছে আমার মনে হয় তাদের কেউই ফরেক্স করে না। তারা সবাই ফরেক্স না করেই ধনী হয়েছে। ফরেক্স করলেই ধনী হওয়া যাবে এমন কোন কথা নেই। বরং সব ধনীরাই ফরেক্স না করেই ধনী হয়েছে। ফরেক্স মূলত তারাই করে যারা স্বাধীন ভাবে কিছু করতে চায়।
-
এই টা বলা ঠিক না যে ফরেক্স না করে ধনি হওয়া যায় না হাজার হাজার লোক আছে যারা ফরেক্স না করে ধনি হয়েছে। তবে ফরেক্স করে ও ধনি হওয়া যায়।আনেক লোক আছে যারা ফরেক্স করে ধনি হয়েছে তাই বলা যায় যে যা করতে হবে তার পেছনে লেগে থাকতে হবে লেগে থাকলে আপনি সফল হবেন আর এটাই সত্য।
-
হ্যা আপনি ফরেক্স না করে ধনি হতে পারবেন তবে তার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর আপনি যদি ফরেক্স করে ধনি হতে চান তবে আপনি আপনার পরিশ্রম দারা আপনি এখান থেকে আয় করতে পারবেন খুব তারাতারি | ফরেক্স মাকেট থেকে তারাতারি ধনি হওয়া যায় |
-
যেকোনো পেশায় সফল হতে পারলে উন্নতি করা সম্ভব তবে ফরে ট্রেড করতে এসে অন্য কিছু ভাব্লে শেখানে উন্নতির চেয়ে ক্ষতিই বেশি হবে কারন আপ্ন কোনো দিকেই ভালো ভাবে ম্নোযোগ দিতে পারবেন না,তাই হয় ফরেক্স ট্রেডার হবার চেস্টা করুন না হলে অন্য যে কোনো পেশা।
-
ফরেক্স থেকে আপনি খুব তারাতারি ধনি হতে পারবেন আর অন্য কোণ ব্যবসা করে আপনি এত দ্যুত ধনি হতে পারবেন না | আমি মনে করি ফরেক্স মাকেটে যদি দক্ষতা অজন করা যায় তবে আপনি ফরেক্স থেকে আয় করে ধনি হতে পারবেন |
-
আমরা জানি ফরেক্স না করেও ধনি হয়েছে এরকম হাজার হাজার ধনি লোক আছে। এরকম প্রশ্ন কোন ভিত্তি নেই।ফরেক্স না করেও অনেকে ধনি হয়েছে ।ফরেক্স করে ধনী হতে হলে কর্মদক্ষতা প্রায়োজন এবং সে লেভেলের যোগ্যতা প্রয়োজন । ফরেক্স মাকেট হতে ইনকাম করে ধনী হতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক সময় লাগবে।
-
আমি বলবো আপনার প্রশ্নটা কিংবা থ্রেডের বিষয়বস্তটা সম্পূর্ণ অস্পষ্ট এবং যুক্তিহীন মনে হল । কারণ পৃথিবীর এত সংখ্যক ধনী কি ফরেক্স করার মাধ্যমে হয়েছে ? আরে ভাই ফরেক্স না করেও ধনী হওয়ার হাজারো উপায় আছে । কেউ বা ব্যবসা করে কেউ বা বড় ধরনের চাকরি করার মাধ্যমে ধনী হচ্ছে । ফরেক্স করেও ধনী হওয়া যায় তবে তা একদিনে বা অল্প সময়ে সম্ভব নয় । ফরেক্স করে ধনী হতে হলে কর্মদক্ষতা প্রায়োজন এবং সে লেভেলের যোগ্যতা প্রয়োজন ।
-
ফরেক্স মার্কেটে কাজ না করে ধনী হওয়া সম্ভব নয় । অামরা সব সময় বেশী বেশী এ্যানালাইসিস করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা ধনী হওয়ার জন্য চাই এ্যানালাইসিস । ধনীর সাথে ফরেক্স মার্কেটের কোন সর্ম্পক নেই । অামরা কষ্ট করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
ফরেক্স এ আমরা শিখতে এসছি এবং আয় করতে এসেছি। শুধু আয় করার কথা চিন্তা করলে হবে না। আগে শিখলে অব্যশই ফরেক্স থেকে আমরা আয় করতে পারব। ফরেক্স করে ধনী হওয়া যেতে পারে। কারন আপনার ব্যালেন্স বেশি থাক্লে আয় বেশি হবে।