আমি সাধারনত মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড করি।কেননা বেশিমুভমেন্ট মার্কেটে ট্রেড করে বেশি প্রফিট এবং দ্রুতই প্রফিট করে নেওয়া সম্ভব।তবে তাতে ঝুকির সম্ভবনা রয়েছে।তবে ঝুকির সম্ভবনা থাকলেও মুভমেন্ট বেশি থাকে এমন মার্কেটে আমি বেশি বেশি ট্রেড করতে পছন্দ
Printable View
আমি সাধারনত মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড করি।কেননা বেশিমুভমেন্ট মার্কেটে ট্রেড করে বেশি প্রফিট এবং দ্রুতই প্রফিট করে নেওয়া সম্ভব।তবে তাতে ঝুকির সম্ভবনা রয়েছে।তবে ঝুকির সম্ভবনা থাকলেও মুভমেন্ট বেশি থাকে এমন মার্কেটে আমি বেশি বেশি ট্রেড করতে পছন্দ
আমি ফরেক্স মার্কেট এনালাইসেস করে এবং বুঝে ট্রেড করে থাকি । আপনি ফরেক্স মার্কেটে যে কোন সময় ট্রেড করতে পারেন তবে আপনি যখন বুঝবেন যে মার্কেট এখন আপনার অনুকুলে কাজ করবে তখনি আপনি ট্রেড করতে পারেন । সবচেয়ে বড় ব্যপার হচ্ছে আপনি মার্কেট যত বেশি এনালাইসেস করবেন তত বেশি আপনি ট্রেড করতে পারবেন তাই ফরেক্স এ কোন নির্দিস্ট টাইম নাই ট্রেড করার জন্য । আপনি যখন খুশি ট্রেড করতে পারেন ।
আমার মনে হয় সারদিন ফরেক্স নিয়ে বসে থাকি আর প্রফিট হতে থাকুক। কিন্তু ইহা কখন সম্ভব না কারন যতো বেশি মার্কেটের সামনে থাকবো ততো বেশি টেনশান বাড়বে আর লস হওয়ার বেশি প্রবনতা থাকে। সুতরাং এই থেকে দুরে থাকতে হবে।
ফরেক্স মা্র্কেটে সপ্তাহের ৫ দিনের মধ্যে বিশেষ করে দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত লন্ডন সেশনে ভালো লেনদেন হয়ে থাকে৷আবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত নিউইর্য়ক সেশনে সর্বাধিক ট্রেড হয়ে থাকে৷এই সময় গুলোতে সবচেয়ে ভালো লেনদেন হয় বলেই আমিও এই সময়েই সর্বদা ট্রেড করি৷তবে অবশ্যই আমি যেই পেয়ার নিয়ে ট্রেড করবো ঐ পেয়ারের সেশন অনুযায়ীই ট্রেড করি৷আর এটাই সাধারণ নিয়ম৷
আমার নিজস্ব এনালাইসিসে যখন একটি কারেন্সি পেয়ার সেল মুডে থাকে অর্থাৎ মেজর সিগন্যাল সেল কিন্ত হঠাৎ নিউজের দ্বারা বা অন্য কোন কারনে অনেক উপরে উঠে গেছে তারপরও মেজর সিগন্যাল পরিবর্তন হয়নি। এখনও সেল মুডে আছে তখন আমার হাতে যতগুলি উইকেট আছে অর্থাৎ মানিমেনেজম্যান্ট মেনে যত ট্রেড করা যায় ওপেন করি। এধরনের ট্রেডে আমার সফলতা বেশি।
ফরেক্স মার্কেট এ স্কাল্পিং যারা করেন তারা অনেক ট্রেড ওপেন করেন একই সাথে। আর যখন মার্কেট বেশী মুভ করে তখন ট্রেড নিলে অতি দ্রুত প্রফিট করা যেতে পারে। সাধারনত মার্কেট এ লন্ডন সেশনে ট্রেডাররা ট্রেডিং টাইম হিসাবে ভালো মনে করেন। আর এই সময় ফলস মুভ ও তেমন দেয় না।
আমি সবসময় দীর্ঘমেয়াদী ট্রেড করি। তাই কখনই আমার বেশি ট্রেড করা সম্ভব হয় না। আপনি যদি এই বাজারে সফলতার সহিত ট্রেড করতে চান তাহলে বেশি ট্রেড করার চিন্তা আপনাকে বদলাতে হবে। কারণ বেশি ট্রেড করার মন মানষিকতা নিয়ে এই ব্যবসায় যাত্রা শুরু করলে আপনি নিজেকে কখনই নিয়ন্ত্রণ করতে পারবেন না যার ফলে আপনি বেশি লস করে দিতে পারেন। তাই দীর্ঘমেয়াদী চিন্তা করুন আর নিরাপদে থাকুন।
ভাই আমার আমার সিস্টেম অনুযায়ী যখনি কোন ভাল পজিশন পাই তখনি আমি ট্রেডের জন্য পিপারেশন নিয়ে থাকি। আবার কখনও কখনও পজিশন গুলো ধরতে পারিনা কারন সব সময় মার্কেটের সঠিক ট্রেন্ডটা চিহ্নিত করেত একটু ঝামেলা হয়ে যায় তাই, আবার কখনও দেখা গেল যে ইন্টারনেট কানেকশন চলে যায়, তাই সবকিছু মাথায় রেখে ২৪ ঘন্টার মধ্যে যখনি কোন সুযোগ পাই তখনি সেটাকে কাজে লাগিয়ে বেশি বেশি করে ট্রেড নেই।
ট্রেডিং কোনো সময় ভিত্তিক আয়ের উত্সো নয়.কারণ মার্কেট যেহেতু এইখানে সবসময় অস্থিতিশীল তাই সময় ভিত্তিক ট্রেড করে আপনি সফল হতে পারবেননা কারণ আজকে আপনি যেই টাইম এ লাভ করেছেন কালকে দেখবেন ওই টাইম মার্কেট আপনার বিপরীত.তাই উপযুক্ত মার্কেট আর অবস্থান আর জন্য অপেক্ষা করুন.
আমি সাধারনত সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বেশি ট্রেড করি । এ সময়টা ট্রেড করার জন্য খুবই ভাল একটি সময় । এ সময়টাতে মার্কেটের মুভমেন্ট অনেক বেশি থাকে । তবে এখন মোবাইলের সাহায়্যে যে কোন সময় যে কোন যায়গা থেকে ট্রেড করা যায় ।