-
আমরা ট্রেড করলে মূলত আমরা এবং ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি যেমন যদি খেয়াল করেন তা হলে দেখবেন আমরা যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে। আবার স্প্রিড ও বলে ।
-
ট্রেড করার মাধ্যমে মূলত আমরা সাধারণ ট্রেডার এবং ব্রোকার উভয়েই লাভবান হয়ে থাকে। যখন আমাদের লস হয় তখন ব্রোকাররা লাভবান হয়। তাদের এই লাভ হলো স্প্রেড।
-
আমরা ট্রেড করলে অবশ্যই ব্রোকাররা লাভবান হন । কারন আমরা যখন ফরেক্স মার্কেটে কিছু সেন্ট বা ডলার ট্রেড করি তখন কিছু পিপস ব্রোকাররা ভ্যাট হিসাবে কেটে নেয় , এভাবে তারা লাভ করতে থাকে । আর যদি ট্রেড সব লস হয়ে যায় তাহলেতো কথায় নেই । এছাড়া ব্রোকাররা আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমেও আমরা যখন ট্রেড করি তখন ব্রোকাররা লাভ করে । ট্রেড করার মাধ্যমে ট্রেডার এবং ব্রোকার সবাই লাভবান হয় । আমাদের লসের মাধ্যমেই ব্রোকাররা লাভবান হয় ।
-
অবশ্যই আমরা ট্রেড করলে ব্রোকারেরা একটা নির্দিষ্ট হারে কমিশন পেয়ে থাকেন । একটা জিনিস খেয়াল করবেন আমরা যখন একটা ট্রেড ওপেন করি তখন ট্রেডটি তিন পিপস লস দিয়ে ওপেন হয় ঐ তিন পিপস ব্রোকার হাউসই পেয়ে থাকে ।
-
আমরা যখন একটা অর্ডার ওপেন করি তখন লক্ষ করবেন ট্রেডটা একটু লসেই শুরু হবে। আর এই লসটাই হল ব্রোকারের কমিশন। সাধারণত একেক ব্রোকারের একেক ধরনের কমিশন কেটে নেয়। এই কমিশনটাকে ফরেক্স এর ভাষায় বলা হয় স্প্রেড। যতবারই নতুন ট্রেড ওপেন করবেন ঠিক ততবারই ব্রোকার আপনার কাছ থেকে স্প্রেড কেটে নিবে এবং এটায় হল ব্রোকারের লাভ।
-
আমরা ট্রেড করলে ব্রোকারের কোন প্রকার লাভ হয় কিনা সেটার প্রতি আমার ভাল ধারনা নেই । তাই আমি অনুরোধ করবো যারা এই সম্পর্কে ভাল জানেন তারা জানাবেন ।
-
আমরা সকলেই জানি আমরা যখন ট্রেড করি তখন ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা নাই।
-
আমরা ট্রেড করলে অবশ্যই ব্রোকারের লাভ। এমনকি আমরা যতি লস করি তারপরও ব্রোকারের কোনো লস হবেনা। কেননা ব্রোকাররা প্রতিটি ট্রেডেই স্পেড অথবা কমিশন দিয়েউ ট্রেড ওপেন করান।এজন্যই আমরা ট্রেড এন্ট্রি নেওয়ার সাথে সাথেই কয়েকপিপস লস দেখি। এজন্য আমরা ট্রেডাররা যত সংখ্যক ট্রেড ওপেন করবো আমাদের ব্রোকাররা তত বেশি লাভবান হবে।
-
ফরেক্স ব্যাবসা আমরা যেমন লাভ লস করি।। কিন্তু ফরেক্স ব্রোকারের লস নেই কিন্ত তারা প্রতি ট্রেডে আমরা যে পরিমাণ ইনভেস্ট করি তার তিন গুন স্পেড ফরেক্স ব্রোকার কেটে নেই।। এটাই ফরেক্স ব্রোকারের লাভ।।।
-
আপনারা নিশচয়ই খেয়াল করেছেন যে আমরা যখন কোন ট্রেড অপেন করি তখন এটা কিছু লসে অপেন হয়ে থাকে। আর এই লস এর কারন হল ব্রোকার। ব্রোকার আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন আশা করি।