আপনার কাছে নেট কানেকশন থাকলে আপনি মোবাইল দিয়েও ফরামে কাজ করতে পারবেন ।তবে সেতা আপনার জন্য কষ্টকর হবে ।তাই যদি পিসি থাকে আমি বলব মোবাইল দিয়ে না করাই ভাল ।
Printable View
আপনার কাছে নেট কানেকশন থাকলে আপনি মোবাইল দিয়েও ফরামে কাজ করতে পারবেন ।তবে সেতা আপনার জন্য কষ্টকর হবে ।তাই যদি পিসি থাকে আমি বলব মোবাইল দিয়ে না করাই ভাল ।
মোবাইল ফোনের মাধ্যমেও আপনি কাজ করতে পারেন সেই জন্য অ্যন্ড্রয়েড ফোনের প্রয়োজন হবে
তবে ডেস্কটপ বা ল্যাপটপ এর জন্য উওম
হ্যাঁ আপনি মোবাইলে ফরেক্স করতে পারবেন , কিন্তু তার জন্য আপনার কাছে অ্যন্ড্রয়েড ফোন থাকতে হবে, কিন্তু মোবাইল এর ডিসপ্লে ছোট তাই মোবাইল থেকে ফরেক্স করা কঠিন, কারন যেহেতু ফরেক্স এর কাজ হল লেখা লেখির , তর জন্য মোবাইল ব্যবহার না করা ভাল , কিন্তু আপনি চাইলে মোবাইল ব্যবহার করতে পারেন , এতে কোন বাধা নেই , কিন্তু মোবাইলে যে কাজ আপনার করতে 20 মিনিট লাগবে সেই একই কাজ যদি আপনি কম্পিউটার এ সেই কাজ করতে 5 মিনিট লাগবে, তাই আমার মতে কম্পিউটার এ ফরেক্স করা ভাল !
মোবাইল দিয়ে ফোরামে কাজ করা যায়। তবে অবশ্যই মোবাইলটা আনড্রয়েট হতে হবে। এই টা অবশ্য ধীর গতির কারন মোবাইলে বাংলা টাইপ আস্তেআস্তে করতে হয় । তবে ট্রেড করতে তেমন অসুবিধা হবে না। ফোরামে কাজ করা কম্পিউটার দিয়ে খুব ভাল হয়।
আপনার মোবাইল ফোন যদি এন্ড্রয়েট হয় তাহলে আপনি আপনার মোবাইল ফোনে ফরেক্স ট্রেডিং করতে পারবেন। আর সেজন্যই আপনার মোবাইল ফোনে মেটাট্রেডার 4 ভারসন ইন্সটল করতে হবে । এখানে আপনি পিসি এর সকল প্রকার সুবিধা পাচ্ছেন । আমি নিজে আমার এন্ড্রয়েট মোবাইল ফোনে মেটাটরেডার4 ভারসন ব্যবহার করে ফরেক্স ট্রেড করি।
হ্যাঁ মুবাইল এর মাধ্যমে আমরা ফোরাম এ পোস্টিং করতে পারি।কিন্তু এতে আপনি সঠিক ভাবে ফোরামে পোস্টিং করতে পারবেননা।কারণ দা এর কাজ তো আর চুরি দিয়ে হয় না।বুজলেন্নাত,কম্পিউটার এর কাজ যদি মুবাইল দিয়ে হোতো তাহলে সবাই কম্পিউটার ব্যবহার করা ছেরে দিতু।মুবাইল এর মাধ্যমে আমরা ফোরামে পোস্টিং করতে পারি থিকি কিন্তু সঠিক ভাবে তা করা যাই না।ফোরাম এ পোস্টিং করার জন্য সব থেকে ভালো হচ্ছে কম্পিউটার।তাই মুবাইল এর মাধ্যমে না করাই ভালো।
মোবাইল হতেও ফোরাম এ কাজ করা সম্ভব যদি সেটা এন্ড্রয়েড মোবাইল হয় বা এমন কোন মোবাইল যাতে ব্রাউজিং করা যায়।ফোরাম এর কাজ করার গুনাবলি সম্পন্ন মোবাইল দিয়া ফোরাম এ কাজ করাসম্ভব।এবং তা খুব সহজ।
আমি এ বিষয়ে ভাল ভাবে জানি না । আমি ফরেক্স মার্কেট এ ডেমো অ্যাকাউন্ট দিয়ে মুবাইলে ট্রেড কারার চেষ্টা করছি কিন্তু পারিনি । আর একটা বিষয় হল মুবাইলে সব পেয়ার ট্রেড করার জন্য আসেনা । মেজর পেয়ার গুলু আসে । তাই আমি মনে করি মুবাইলে ট্রেড করার চেয়ে কম্পিউটার এ ট্রেড করা অনেক ভাল ও অনেক সুবিধাজনক ।
প্রফেশনাল নেটওয়ার্কিং ফোরাম ও ব্লগে একটিভ থাকার উপকারিতা. কিন্তু নতুন ফ্রীল্যান্সাররা বেশিরভাগ সময় এই সময় দেয়াটাকে সময়ের অপচয় মনে করে এই ধরণের ফোরাম ও ব্লগ থেকে দূরে থাকে। আসুন দেখি .অনেকেই মাঝেমধ্যে প্রশ্ন করে থাকেন ফ্রীল্যান্সার হিসেবে কি কি কাজ করা যায় বা কি কি ধরণের কাজ রয়েছে মার্কেটপ্লেসগুলোতে।
অবশ্যই আপনি আপনার মোবাইল দিয়েও ফরেক্সের ফোরামে পোষ্ট করতে পারবেন তবে তার জন্য আপনার মোবাইল ফোনটি অবশ্যই অ্যানড্রোইড ফোন হতে হবে। আপনি আপনার অ্যানড্রোইড ফোনে বাংলা টাইপিং সফটওয়্যারটি ব্যবহার করে তার পর লেখালেখি করতে পারেন তবে আমার কাছে মনে হয় এটি বেশ ঝামেলার।