-
ফরেক্সে ভাই জনকে নিজেকে সফল মনে করা উচিত নয় We আমাদের নিজের কাজটিকে তার সাফল্য করা উচিত If আমরা যদি আরও চেষ্টা করি তবে আমরা আরও বেশি লাভ করব এবং কম হব। আমাদের উপকার আমাদের উপকার করে, তাই আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে We আমরা এটি থেকে উপকৃত হব এবং আমরা এটি থেকে প্রচুর অর্থোপার্জন করব।
-
ফরেক্স একটি লাভজনক ব্যবসা প্রতিষটান।এখানে কাজ করে অনেকেই আজ সফল।অনেকেই তাদের ভাগ্য পরিবতন করতে পেরেছে।আমি ফরেক্স এ নুতন।আমি ফরেক্স এ কাজ করতে ছাই।ফরেক্স এ কাজ করে আমি সফল হয়ে ছায়।আমার বিশাস আমি পারবো।
-
আমি এই ফরেক্স মার্কেটে কাজ করে নিজেকে কখনোই সফল মনে করি না । তার কারন হলো আমি এই ফরেক্স মার্কেটে নতুন । আমি এখনো এই ফরেক্স মার্কেট থেকে কোনো বোনাস অর্থ ট্রেডিং মার্কেটে ডিপোজিট করতে পারিনি বা কোনো প্রকার ট্রেড ওপেন করে অর্থ উপার্জন করতে পারিনি । তাই আমি এখনো পর্যন্ত নিজেকে সফল ভাবতে পারছি না৷। তবে আমি আশা করি আগামীতে এই ফরেক্স মার্কেট থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবো এবং সেই সময় নিজেকে সফল ট্রেডার মনে করবো,,,, ইনশাআল্লাহ ।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ সফলতা বলতে বুঝায়, পিপস্ তৈরি করা, পিপস্ ধরে রাখা এবং নিয়মিত ভাবে এর পুনরাবৃত্তি করা । অথার্ৎ নিয়মিত ভাবে লাভ করার মত সামর্থ্য থাকাকেই সফলতা বলা যাবে । আমি এখনও পুরোপুরি সফল নই ।
-
ফরেক্স এ সফলতা অর্জন তারাই করতে পারে যারা প্রফেশনাল ট্রেডার।যার দক্ষতা যত বেশি তার সফলতার হার তত বেশি।আমাকে যদি বলতে হয় আমি এখনো তেমন পর্যায়ে পৌছাই নি যাতে নিজেকে সফল ট্রেডার মনে করব।তবে হ্যা আমি যদি আমার ট্রেড চালিয়ে জেতে পারি তাহলে একদিন অবশ্যয় সফল ট্রেডার হতে পারব।
-
সফলতা অর্জন করতে হলে নিজেকে এই ব্যবসায় দক্ষ ও অভিজ্ঞ হিসাবে তৈরী করতে হবে। কারণ দক্ষতা ছাড়া কেউ এই ব্যবসায় সফলতা লাভ করতে পারবেনা। তাই সফলতা অর্জন করা অামাদের মূল লক্ষ্য হিসাবে গ্রহন করতে হবে। দক্ষ ও অভিজ্ঞ হিসাবে নিজেকে তৈরী করতে হলে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে এবং প্রচুর পরিমানে প্র্যাকটিস করতে হবে ডেমো ট্রেডিং-এ। একমাত্র ডেমো প্র্যাকটিসই পারে একজন ট্রেডারকে ফরেক্স সম্পর্কে সম্মক জ্ঞান দিত যার মাধ্যমে সফলতা আসবেই বলে আমি মনে করি।
-
আমি নিজেকে সফল মনে করি কারন আমি এখন পর্যন্ত যা অর্জন করেছি সে পরিমাণ লস আমি করিনি। তাই আমি মনে করি আমি এখনও লাভ এ আছি এবং আমি মনে করি এই ফরেক্স করে অনেকে নিজের হাত খরজ ইনকাম করে চলতে পারে, যদি সে পারদর্শী হয় তবে। লোভ না করে থাকলে এই ফরেক্স থেকে লাভ আনা সম্ভব আমি মনে করি।
-
আমি ফরেক্সে নতুন। ফরেক্স সম্পর্কে এখন পুরোপুরি জ্গ্যন অর্জন করতে পারিনি। তবে আশাকরি এই ফরেক্স থেকে আমি ভাল ফলাফল পাব । আমি জানি ফরেক্সে ভাল প্রফিট করতে হলে অামার অনেক কঠোর পরিশ্রম করতে হবে। আমি জানি ফরেক্স একটি আর্ন্তজাতিক বাজার মাধ্যম যার মাধ্যমে মুদ্রা কেনবেচা হয়।যেহেতু ফরেক্স একটি আর্ন্তজাতিক ব্যবসা সেহেতু এই ব্যবসা করে আমি একজন সফল ব্যবসায়ী হতে চাই।
-
ফরেক্স মার্কেটে কাজ করে নিজেকে ধন্য মনে করি । কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি ব্যাবসা করব ঘরে বসে আমার সে ইচ্ছা পুরন হতে চলেছে। ফরেক্স একটি আন্তর্জাতিক বাজার এখান থেকে নিজের যোগ্যতা অনুযায়ী আয় করা সম্ভব ।
-
সত্য কথা বলতে কি ফরেক্স মার্কেটে কাজ করে আমি নিজেকে এখনো সফল বলে দাবি করতে পারছি না। কারণ যতক্ষণ না পর্যন্ত ফরেক্স মার্কেটে কাজ করে নিজের আর্থিক চাহিদা মেটাতে সক্ষম হচ্ছি এবং বেশিরভাগ ট্রেড থেকে প্রফিট করতে সক্ষম হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজেকে সফল বলা ঠিক হবে না। তাছাড়া এখনো আমি ফরেক্স ট্রেডিং সম্পর্কে নিজেকে অনভিজ্ঞ বলে মনে করি যার ফলে আমি এখনো ফরেক্স ট্রেডিং সম্পর্কে নতুন নতুন অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের চেষ্টা করছি। কিন্তু একথা সত্য যে ফরেক্স মার্কেটে কাজ করতে পেরে আমি অনেক বেশি আনন্দিত আমি বিশ্বাস করি একদিন এখান থেকে অবশ্যই সফলতা অর্জন করতে পারব।