-
ফরেক্সে ট্রেড করতে গেলে আপনাকে পুরনাজ্ঞ ধারণা থাকতে হবে। তারপর আপনাকে ডেমোতে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। তারপর আপনাকে রিয়াল একাউন্টের মাধ্যমে ট্রেড করতে হবে। এসব করতে আপনি কোন ফরেক্স টেইনিং সেন্টার, ফরেক্স ফোরাম, গুগোল, ইউ টিউব এর সাহায্যও নিতে পারেন। ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট এ বিজনেস করে লাভ করা অনেক কঠিন আমার মনে হয়। ফরেক্স এ লাভ করতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। কারণ ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে লাভ করা কখনও সম্ভব না। তাই পরিশ্রম ও সময় দিয়ে ভালবাবে শিখে তারপর ফরেক্স মার্কেট এ বিজনেস করতে হবে তাহলেই আপনি ভাল উপার্জন করতে পারবেন।
-
ফরেক্স ট্রেড এ দক্ষতা অর্জন করতে হলে অনেক পরিশ্রম করতে হবে কারন ফরেক্স অনেক কঠিন এবং অনেক রিস্কি ব্যবসা। একজন ভালো ফরেক্স ট্রেডার হতে চাইলে তাকে অবশ্যই অনেক দক্ষ হতে হবে আর সেজন্য তাকে অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে।
-
ফোরেক্স এর একই মার্কেট একজনার কাছে বা দৃষ্টি ভং্গিতে যেরকাম অন্য জনার ঠিক তার বিপরীত এ হতে পারে। যার মার্কেটের অবস্থা যেরকম তার টাইমফ্রেম এর মতো করে। সুতরাং আপনাকে ট্রেড বুঝতে হলে অবশ্যই আগে ডেমো প্রাকটিস করতে হবে এবং ভালো কিছু নিজের জন্য পেয়ে গেলে ভালো পোফিট করতে পারবেন।
-
ফরেক্স এত বড় এক্তি বিষয় যে আমি সেতা এই ছোট এক্তি বক্স এর মধ্যে লিখে শেষ করতে পারবনা তবে আমি আপনাকে এক্তি পথ দেখিয়ে দিতে পারি যা অনুশরন করলে আপনি ফরেক্স শম্পকে ভাল ধারনা নিতা পারবেন। ফরেক্স এর বেসিক ধারনা পেতে হলে আপনি টরেন্ট থেকে ED ponsi এর ভিডিওগুলো দেখতে পারেন এরপর আপনি Steve Ni-son এর Candle Stick এর ভিডিও গুলো দেখতে পারেন।
-
ভাই আমিও ফরেক্স ট্রেডিংয়ে দক্ষতার অনুসন্ধান করছি বা দক্ষ হবাওর চেষ্টা করছি কিন্তু আমি মনে করি যারা ফরেক্সে দক্ষ হয়েছেন তারা সংখিপ্ত কোন রাস্তা অনুসরন করে হননি যেটা ফোরামে একটা পোস্টের মাধ্যমে তুলে ধরতে পারেন তবে একটা বিষয় ঠিক এরুপ দক্ষতার জন্য ডেমোট্রেডের পাশা পাশি মার্কেটকে বেশি সময় দিতে হবে। ধন্যবাদ।
-
আমি জানি না আমি দক্ষ ট্রেডার কিনা। তবে আমার অনেক রাতে ঘুম হারাম করেছি কারন আমি যে অনলাইন ফরেক্স লাইভ ক্লাস করতাম তা রাত ২ টার সময় শুরু হত। তবে ঐ দিন পর্যন্ত ডেমো ট্রেড অনুশীলন করতে হবে যেই দিন আপনি নিজে ফরেক্স মারকেট অ্যানালাইসিস করতে পারবেন।
-
ফরেক্সে ভাল করতে হলে আপনাকে আগে ভাল করে শিখতে হবে। অনেক বেশি ডেমো করে অভিজ্ঞতা বারাতে হবে। নিজের এনালাইসিস যতদিন না ভাল মত কাজে আসবে ততদিন ডেমো ট্রেডিং চালাতে হবে। প্রথমে ফরেক্স শিখার জন্য ফরেক্স কি, কিভাবে কাজ করে সেগুলো জানতে হবে। একজন ভাল ট্রেডারের সাহায্য নিয়ে ট্রেড শিখতে পারেন,অনলাইনে বিভিন্ন সাইট থেকেও শিখতে পারেন।
-
ভালোভাবে ফরেক্স শিখার সবচেয়ে ভালো উপায় ফরেক্স শিক্ষার ট্রেনিং করা অথবা সরাসরি কোনো পুরোনো এবং অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে হাতে কলমে ট্রেডিং শিখা।অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে ফরেক্স হাতেনাতে শিখলে ভালো ট্রেডার হতে বেশি দেরি লাগে না।কারন যে আপনাকে শিখাবে তার ভালোমতো ফরেক্স শিখতে যত সময় লেগেছিল আপনার ততো লাগবে না।কারন সবাই তো হাতে কলমে শিখার সুযোগ পায় না।আর নিজে নিজে ফরেক্স শিখতে বেশ ভুলত্রুটি হয়ে অনেকদিন লেগে যেতে পারে।
-
ফরেক্স ভালভাবে শেখার জন্য আপনাকে বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে। এই ফোরাম এর পোস্ট গুলো ভালভাবে পরুন। অনলাইন এ অনেক সাইট আছে যেখান থেকে আপনি ফরেক্স শিখতে পারবেন। এর জন্য আপনি গুগল এ সার্চ দিতে পারেন। আমার মনে হয় এভাবে চেষ্টা করলে আপনি একদিন ভাল ট্রেডার হতে পারবেন।