-
ফরেক্স একটা ব্যবসা । আমরা সবাই জানি যে সব ব্যবসাতে লাভ ও লস রয়েছে । তাই ফরেক্স মার্কেটে লাভ ও লস খুব স্বাভাবিক । মনে করেন ফরেক্স মার্কেট যাচ্ছে উপরের দিকে আপনি এই সময়ে বাই দিলেন কিছু সময়ের মধ্যে মার্কেট নিচের দিকে যাচ্ছে তখনই লস যাইতে থাকবে । আফরেক্স ব্যবসায় লাভ ও লস হলে ও আমি ফরেক্স ব্যবসাকে খুব লাইক করি ।
-
আপনি বাই অর্ডার দেয়ার পরে যদি মার্কেট নিচে নামে অর্থ্যাৎ* প্রাইস কমে যায় , তাহলে আপনি লস করবেন । আবার সেল অর্ডার দেয়ার পরে যদি মার্কেট উপরে উঠে যায় , তাহলে আপনি লস করবেন । বিপরীত ক্রমে আপনি লাভ করবেন । এভাবেই ফরেক্স মার্কেট এ লাভ এবং লস হয় ।
-
আপনি সাধারণত ফরেক্স মার্কেটে কোন ট্রেড ওপেন করার সময় দেখতে পারবেন সেখানে দুটো অপশন আছে একটা বাই আরেকটা সেল। অর্থাৎ আপনি যদি কোন পেয়ারে বাই মুড দিয়ে ট্রেড ওপেন করেন এবং তারপর যদি ঐ ওপেনকৃত ট্রেডটি ডাউন মুখি চলে যায় তাহলে আপনি লস খাবেন আর যদি আপমুখী চলে যায় তাহলে আপনি লাভবান হবেন। ঠিক তেমনি কোন পেয়ারে সেল মুড দিয়ে ট্রেড ওপেন করেন এবং সেটা যদি আপ মুখী চলে যায় তাহলে আপনার লস হবে এবং পরবর্তীতে যদি সেটা ডাউনমুখী যায় তাহলে আপনি লাভবান হবেন।
-
ফরেক্স মার্কেটে আপনি বাই অথবা সেল করবেন। আপনি যদি ফরেক্স এ ট্রেড সংক্রান্ত সকল বিষয় আয়ত্ব করতে পারেন তাহলে তাহলে আপনি সঠিকভাবে বাই ও সেল করতে পারবেন। আর আপনি যদি সঠিক ভাবে বাই ও সেল করতে পারেন তাহলে আপনার লাভ হবে আর নইলে লস হবে।
-
ফরেক্স মার্কেট এর বিড হলো বায় এবং সেল। আপনি যে দিকে বিড করেন না অাপনার বিড এর পক্ষে যদি মার্কেট যায় তাহলে আপনার লাভ হবে। যেমন যদি আপনি কোন পেয়ার কে মার্কেট এনালিসিস করে বুঝতে পারেন যে মার্কেট উপরে যাওয়ার সম্ভবনা আছে এবং বায় দিলেন আর যদি মার্কেট উপরে যায় তাহলে আপনার লাভ হবে। আর যদি দেখেন মার্কেট নিচের দিকে নামবে, এমতাবস্থায় যদি সেল দেন আর যদি সত্যি নিচের যায়, তাহলে আপনার লাভ হবে। কিন্তু মাকের্ট এনালিসিস হলো বড় বিষয়। এর জন্য ফরেক্সে ট্রেড করার আগে ভালভাবে শিখতে হবে।
-
ফরেক্স মার্কেটে আপনি যখন বাই অর্ডার দেন এবং তারপর যদি সেই অর্ডারের বিপরীতে মার্কেট নিচের দিকে নামতে থাকে তাহলে আপনি লস খাবেন। আবার যদি বাই অর্ডার দেওয়ার পর মার্কেট উপরের দিকে উঠতে থাকে তাহলে আপনি লাভ করবেন। ঠিক একই ভাবে আপনি যদি সেল অর্ডার দেন তারপর মার্কেট যদি নিচের দিকে নামে তাহলে আপনি লাভবান হবেন এবং আবার সেল অর্ডার দেওয়ার পর যদি মার্কেট উপরের দিকে উঠে তাহলে আপনি লস খাবে। এভাবেই ফরেক্স মার্কেটে লাভ লস হয়ে থাকে উভয় দিকে।
-
ফরেক্স মার্কেটে লাভ-লস হয় অনেক অনেক কারণে৷এসব কারণগুলো বের করতে করতে দীর্ঘ কয়েক বছর সময় লেগে যায়৷ফরেক্স মার্কেটে কিভাবে লাভ করতে হয় ? এই বিষয়টা জানতে হলে অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে বের করতে হয়,বিভিন্ন সোর্স থেকে এসব কারন গুলো জানতে হয়৷ লাভের যেমন অনেক কারণ রয়েছে ঠিক তেমনি লসেরও অনেক কারণ রয়েছে৷এসব কারণ জানার জন্যই আমরা মূলত ফরেক্স ট্রেড এর উপর রাতদিন খেটে খেটে লেখাপড়া করি,analysis করি এবং দীর্ঘদিনব্যাপী ডেমো অ্যাকাউন্টে ট্রেড করি৷ফরেক্স মার্কেটের শুরুতেই আমরা কেউ নিয়মিত লাভ করতে পারবো না-এটা কখনোই সম্ভব নয়৷লাভ করতে হলে কিভাবে ট্রেড করতে হবে ? সেই কলাকৌশলগুলো জানতে হবে এবং নিয়মিত চর্চা করতে হবে৷আমাদের ফোরামে এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকেই নিয়মিত আলোচনা করছি৷আপনারা যারা নতুন সদস্য হয়েছেন তারা সবাই আমাদের এই আলোচনাগুলো নিয়মিত পড়বেন৷তাহলেই লাভ-লস এর অসংখ্য কারণ জানতে পারবেন৷
-
ফরেক্স একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে লাভ যেমন আছে,লসও তেমনি আছে।আপনি যদি নিয়ম মেনে ট্রেড করতে পারেন তাহলে অবশ্যই প্রফিট আপনাকে হাতছানি দেবে।আর যদি মার্কেটের নিয়ম বহির্ভূত পদ্ধতি অবলম্বন করে ট্রেড করেন তাহলে আবশ্যই আপনি ফকির হবেন।
-
ফরেক্স মার্কেটে আমরা দুই ভাবে প্রফিট করে থাকি যদি মনে হয় মার্কেট বা কোন কারেন্সি পেয়ার উপরে উঠতে পারে সেই সময় যদি বাই দেই আবার দাম বারার পরে ক্লোজ করে দিলে প্রফিট হবে,আবার যদি মনে হয় আবার কারেন্সি পেয়ারের দাম কমতে পারে সেই সময় যদি সেল দেই তাহলে দাম আরো কমলে ক্লোজ করে দিলে আমাদের প্রফিট হয় এভাবে আমরা ফরেক্স থেকে লাভ করে থাকি।
-
ফরেক্স মার্কেটে মুলত এক দেশের মুদ্রা/কারেন্সি অন্য দেশে ক্রয়-বিক্রয় করা হয়।আপনি যে দেশের মুদ্রা ক্রয় করলেন পরে দেখা গেল সে দেশের মুদ্রার দাম বৃদ্ধি পেয়েছে,তাহলে আপনার লাভ হবে। আবার সে দেশের মুদ্রার দাম কমে গেলে আপনার লস হবে।এভাবেই ফরেক্স মার্কেটে লাভ/লস হয়।