-
আসলেই সত্য কথা অনেকেই আছে ফরেক্স মার্কেট এ লস করে।ফরেক্স মার্কেট এ তারা তাদের কিছু সাধারণ ভুল এর কারনে লস করে।যেমন-ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় তারা বেসি আয় করার আসা করে,অর্থাৎ ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় তারা লোভ করে,এনালাইসিস ছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেড করে।অতিরিক্ত ভলিউম দিয়ে তারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে।এছাড়াও আরও বিভিন্ন কারনে তারা ফরেক্স মার্কেট এ লস করে।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস থেকে বাঁচতে হলে আমাদের কে আমাদের এই অভ্যাস গুলো পরিবর্তন করতে হবে।
-
আমি বলব অভিজ্ঞতার অভাবঃ প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয়। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখনো বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন,,,,,
-
ফরেক্স মার্কেটে যদি ৯৫% ট্রেডার লস খেত তবে ফরেক্স এর জনপ্রীয়তা অনেক আগেই হারাত। কিন্তু ফরেক্স এর জনপ্রিয়তা দিন দিন বাড়তেই আছে। তারমানে ফরেক্স এ শুধু লসই হয়না। তবে হ্যা সত্যি যে ফরেক্স মার্কেটে ৯৫% বিগেনার ট্রেডার লস খায়। কারন তারা প্রথম প্রথম ফরেক্স ট্রেডিং এর নিয়মাবলী ঠিক মতো ফলো করেনা। কেউ আছে যারা ফরেক্স এর নিয়মাবলী ঠিকমত জানেই না। কিন্তু যারা অভিজ্ঞ তারা ঠিকই ফরেক্স থেকে ভাল লাভ নিয়ে আসে নিজের পকেটে।
-
ফরেক্স মার্কেটে অনেক কারনে লস হতে পারে আর এর মধ্য প্রধান কারন হচ্ছে অতিরিক্ত লোভ কারন আমরা যারা ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করতে শিখি আরাই বেশি লোভ করে থাকি আমরা চাই রাতারাতি অনেক ডলার ইনকাম করতে আর এর ফলে বড় ট্রেড ওপেন করি আর লস্টা বেশি হয়।
-
ফরেক্সের লস একটা অপ্রত্যশিত জিনিস যে কোন ট্রেডারের কাছেই । কেননা কোন ট্রেডারই চায় না যে সে লস করুক ! যদিও ব্যবসা হিসেবে লাভ লস উভয়ে বলা যায় যে ব্যবসার মৈলিক অংশ তথাপি অামি মনে করি যে লস করার কারণ হল আমাদের অজ্ঞতা । কেননা আমরা যদি পুর্ণাঙ্গ ফরেক্স জ্ঞান নিয়ে ট্রেড করি তবে বেশির ভাগ ক্ষেত্রেই আমরা লাভবান হব ।
-
ফরেক্সে লসের কারন এলো পাতাড়ি ট্রেড করা । নিয়ম নিতি না মানা । মানি ম্যানেজমেন্ট না মানা । অসময়ে ট্রেড করা । মার্কেট এনালাইসেস না বুঝা । লোভ বেশি কর ।
-
ফরেক্স ট্রেডিং এ লসের অনেক রকম কারন রয়েছে । আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ লসের অন্যতম বড় একটি কারন হল না বুঝে ট্রেড করা । বেশিরভাগ ট্রেডারই নিজেদের ইচ্ছে মত ট্রেড নয় ফলে বেশিরভাগ ট্রেডেই লস করে । তাই না বুঝে নিজের ইচ্ছে মত ট্রেড নেয়া উচিত নয় বলে আমি মনে করি ।
-
ফরেক্সে লসের কারণ হল অধিকাংশ ট্রেডারগণই উদ্দেশ্যবিহীন ট্রেড করে থাকে । অামরা সেই রকম সমস্যা থেকে দূরে থাকব । তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আপনারাও এই ফরেক্স ব্যবসা করার জন্য উদ্দেশ্যবিহীন ট্রেড পরিহার করুন ।
-
ফরেক্স ট্রেডিং এ লসের মূল কারন হচ্ছে অভিজ্ঞতার এবং ধৈয্যের অভাব। বেশির ভাগ ট্রেডারই অল্প কিছু শিখে রিয়েল ট্রেড করা শুরু করে প্রথমে কিছু লাভ হওয়ার পর তারা মনে করে ট্রেড সম্পর্কে তাদের ভাল ধারনা হয়ে গেছে এবং তারা বড় ধরনের রিক্স নেয় ফলে ট্রেডে লস খায়। ট্রেডে লস সমলাতে হলে প্রথমে ফরেক্স ট্রেডিং সম্বন্ধে ভালভাবে অভিজ্ঞতা অর্জন ও প্রচুর ডেমো ট্রেড করতে হবে।
-
ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। কেননা আপনি এত সত্য একটা বিষয় উপস্থাপন করেছেন যে তা কেউ অস্বীকার করতে পারবে না। কেননা এখানে সবাইকে আসতেই হয় লস করার মানসিকতা নিয়ে। তার পরে আসে লাভের কথা । এখানে লাভ হবেই এই গ্যারান্টি কেউ দিতে পারে না , পারবে ও না। তাই এখানে শতকরা ৯৫ জন ট্রেডার হল লুজার।