-
টেকনিকেল এনালাইসিস ফরেক্স মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনালাইসিসগুলো মধ্য অন্যতম। ফরেক্সে সাধারাণত তিনটা এনালাাইসিস রয়েছে তার মধ্য ১) টেকনিকেল এ্যানালাইসিস, ২) ফান্ডামেন্টাল এ্যানালাইসিস ও ৩) সেন্টিমেন্টাল এ্যানালাইসিস। এই তিনটা এ্যানালাইসিস যদিও খুব গুরুত্বপূর্ণ তবুও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল টেকনিকেল এ্যানালাইসিস । টেকনিকেল এ্যানালাইসিস বলতে মূলত কৌশলগত বিশ্লেষণকেই বুঝায় । অর্থ্যাৎ ফরেক্স নিয়ে আপনার যে সব কৌশল আয়ত্ত করা আছে তার সঠিক প্রয়োগ এবং মার্কেটের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে তা হতে সঠিক সিদ্ধান্ত নিতে হয় যে ট্রেড দিবেন কি দিবেন না !
-
ফরেক্স মার্কেট এ এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ।ফরে ্স মার্কেটে যে যত ভাল এনালাইসিস করে ট্রেড করতে পারবে তার সফলতা তত বেশি হবে।ফরেক্স মার্কেটে আমরা সাধারণত তিন ধরনের এনালাইসিস করে থাকি যেমন টেকনিক্যাল এনালাইসিস,ফান্ডাম ন্ট্রাল এনালাইসিস ও সেন্ট্রিমেন্ট্রা এনালাইসিস।এই এনালাইসিসগুলোর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ হল টেকনিক্যাল এনালাইসিস।টেকনিক যাল এনালাইসিস হল মুলত কৌশলগত যে এনালাইসিস সেটা।টেকনিক্যাল এনালাইসিস হল ফরেক্স মার্কেটে চার্ট রিড করে যে এনালাইসিস করা হয় সেটাকেই টেকনিক্যাল এনালাইসিস বলা হয়।চার্টের সাথে কিছু ইন্ডিকেটর যেমন-মুুভিং এভারেজ,স্টকেসটিস, আর এই আই ইত্যাদির লেভেল বের করে ট্রেড সম্পর্কে এন্ট্রি খোজার নামই টেকনিক্যাল এনালাইসিস।এই এনালাইসিস এ চার্ট দেখে মার্কেটের পূর্বের অবস্থা দেখে ধারনা করা যায় ভবিষ্যৎ মার্কেট কেমন হতে পারে।এই এনালাইসিস সাধারণত ১ঘন্টা বা ৪ ঘন্টার চার্ট দেখে করা হয়।টেকনিক্যাল এনালাইসিস ফরেক্স মার্কেটে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।
-
ফরেক্স মার্কেটে ৩ প্রকার এনালাইসিস এর মধ্যে টেকনিক্যাল এনালাইসিস খুবই জনপ্রিয়। ক্যান্ডেলস্টিক এর মাধ্যমে এই অ্যানালাইসিস করা হয়। এই এনালাইসিস এর মাধ্যমে টাইমফ্রেম অনুযায়ী অতীতে কোন কারেন্সি পেয়ারের প্রাইস কত ছিল এবং বর্তমানে কত আছে তা দেখা যায়। কিন্তু এই এনালাইসিস এর মাধ্যমে মার্কেটের সঠিক মুভমেন্ট সব সময় বোঝা যায় না। এর জন্য অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস এর প্রয়োজন হয়।
-
ফরেক্স মার্কেট হলো একটা আন্তর্জাতিক অনলাইন মুদ্রা ক্রয়-বিক্রয়ে৷ বাজার । এই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কিছু নিয়মাবলি মেনে চলতে হয় । সেই নিয়মাবলির মধ্যে মার্কেট নালাইসিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এই এনালাইসিস পদ্ধতি আমরা বেশিরভাগ তিন ধরনের দেখে থাকি । ★ টেকনিক্যাল এনালাইসি,, ★ সেন্টিমেন্টাল এনালাইসি,, ★ ফান্ডামেন্টাল এনালাইসিস । এই তিনটা এনালাইসিস পদ্ধতির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা টেকনিক্যাল এনালাইসিস পদ্ধতি বেশি ব্যবহার করে থাকি । এই টেকনিক্যাল এনালাইসিস পদ্ধতি ব্যবহার করে আমরা ফরেক্স মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করতে পারি । আর তার ফলে আমরা ফরেক্স মার্কেট থেকে প্রফিট অর্জন করতে পারি ।
এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা করছি,,, ধন্যবাদ ।
-
ফরেক্স মার্কেটে মোট তিন ধরনের অ্যানালাইসিস করার প্রয়োজন হয়,যথা ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। তবে এই তিন ধরনের অ্যানালাইসিস এর ভিতরে টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ।কেন া টেকনিক্যাল অ্যানালাইসিস করার মাধ্যমে একজন ট্রেডার মার্কেটের বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে ধারণা অর্জন করতে পারে। আর সেই ধারণার উপর ভিত্তি করেই ট্রেড ওপেন করে থাকে। তাই কোন ট্রেড ওপেন করার পূর্বে টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেডিং করা খুবই গুরুত্বপূর্ণ। মূলত যে অ্যানালাইসিস করার মাধ্যমে কোন দেশের আর্থিক অবস্থার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে ধারণা অর্জন করা যায় তাকে টেকনিক্যাল এনালাইসিস বলা হয়।
-
টেকনিক্যন এনালাইসিস এ ট্রেডাররা প্রাইস মুভমেন্টের উপর ভিত্তি করে ট্রেড করা হয়। টেকনিক্যন এনালাইসিস এর মাধমে একজন ট্রেডার পূর্বের প্রাইস মুভমেন্ট দেখে বর্তমান ও ভবিষৎের প্রাইস মুভমেন্ট কেমন হবে তা বুঝতে পারে।আমরা ফরেক্স বিষয়ে যে পড়াশুনা করি তার ৮০ ভাগ হচ্ছে টেকনিক্যন এনালাইসিস।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য এনালাইসিস করে ট্রেড করি। আমরা তিন প্রকারের এনালাইসিস করি এক টেকনিক্যাল এনালাইসিস দুই ফান্ডামেন্টাল এনালাইসিস তিন সেন্টিমেন্টাল এনালাইসিস। টেকনিক্যাল এনালাইসিস করি কেন্ডেলস্টিক বিশ্লেষন করে এবং সাপোর্ট রেজিসটেন্স নির্দারন করি।
-
টেকনিক্যাল এনালাইসিস বলতে সেই এনালাইসিস কে বোঝানো হয় যে এনালাইসিস এর মাধ্যমে একজন ট্রেডার কোন দেশের অর্থনৈতিক অবস্থার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে ধারণা অর্জন করতে পারে। এবং সেই ধারণাকে কেন্দ্র করেই বাই অথবা সেল ট্রেড ওপেন করে থাকে।কিন্তু ফরেক্স মার্কেটে ট্রেডিং করে খুব ভাল প্রফিট করার জন্য টেকনিক্যাল এনালাইসিসের পাশাপাশি ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করা খুবই জরুরী। কারণ প্রত্যেকটা এনালাইসিস একে অন্যের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত।তাই আমার মতে কোন কারেন্সি বা পেয়ারে ট্রেড ওপেন করার পূর্বে খুব ভালোভাবে টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি অন্য অন্য এনালাইসিস করে ট্রেডিং করা উচিত।
-
টেকনিক্যাল এনালাইসিস হল মুলত চার্ট রিড করে যে এনালাইসিস করা হয়। চার্টের সাখে কিছু ইনডিকেটর যেমন মুভিং এভারেজ , স্টকেসটিক, আরএসআই ইত্যাদির বিভিন্ন লেভেল বের করে ট্রেড সম্পর্কে এন্ট্রি খোজার নামই টেকনিক্যাল এনালাইসিস। মুলত বিভিন্ন সাপোর্ট এবং রেজিসটেন্স লেভেল বের করাই টেকনিক্যাল এনলাইসিস এর কাজ।
-
কিছু টা বুঝতে পারলাম টেকনিক্যাল এনালাইসিস সম্পকে।ফোরামে এসে কিছু কিছু জিনিস শিখেছে ফোরাম বাশির কাছ থেকে।ফোরাম শুধু বোনাস দিয়ে পরামশ দিয়ে সাহাজ্য করে।তাই ফোরামে এড হয়ে নিজেকে নিয়ে নতুন স্বপ্ন দেখা শুরু করেছি।