-
প্রত্যেক ট্রেডে স্টপলস ও টেকপ্রফিট ব্যাবহার খুবই জরুরী৷স্টপলস ও টেকপ্রফিট আমাদের একাউন্টের ব্যালেন্স ও প্রফিটকে সুরক্ষা দেয়,নিরাপত্তা দেয়৷স্টপলস ও টেকপ্রফিট সঠিকভাবে সেট করতে হলে অবশ্যই আপনার ট্রেডিং চার্টে সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল গুলো ভালো করে চিনতে হবে, দেখতে হবে,বুঝতে হবে৷
-
ফরেক্স এ আমি অনেকবার আমার রিয়েল একাউন্ট জিরো করেছি। অনেকবার চেষ্টা করেছি স্টপ লস ছাড়া ট্রেড করার জন্য। কিন্তু যতবার আমি স্টপ লস ছাড়া একাউন্ট এ ট্রেড করেছি ঠিক ততবার একাউউন্ট জিরো হয়েছে। তারপর থেকে আমি স্টপ লস এবং টেক দিয়ে ট্রেড করছি। এটা ব্যবহার করলএ অন্তত একাউন্ট জিরো হবে না।
-
প্রত্যক ট্রেডার এর উচিত স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা। কেননা আপনাকে মার্কেট এটিকে থাকতে হলে স্টপ লস এবং টেক প্রফিট এর বিক্লপ নেই। ফরেক্স এ আপনি টিকে থাকতে হলে অবশি স্টপ লস এবং তেক প্রফিট ব্যবহার কর*্তে হবে।
-
আমি মনে করি এই পদ্ধতিটি প্রত্যেক ট্রেডারের করা উচিত। যখনি সে ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসবে তখনি তাকে চিন্তা করতে হবে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার সম্পর্কে। কেননা স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স মার্কেটে ট্রেড করা জন্য এর কোন বিকল্প পথ নেই। ফরেক্স মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই আপনি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করুন।
-
স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারেন। আর টেক প্রফিট এর মাধ্যমে আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করতে পারেন।
-
আমি সবসময় ষ্টপ লস ও টেক প্রফিট বযবহার করি।
তবে ষ্টপ লস থেকে যখন আবার দাম বাড়া শুরু করে তখন মন খারাপ হয়।
কিন্ত, ষ্টপ লস ব্যবহার না করলে যে কোন সময় একাউন্ট শূণ্য হতে পারে।
-
হ্যা অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করি । এটা না করলে মানি ম্যানেজম্যান্ট ঠিক থাকেনা, লস বেশি হওয়ার একটা আশঙ্কা থেকে যায় । কারন এই মার্কেটের মুভ কখন কোনদিকে যায় সেটা বলা অসম্ভব । সেজন্য আমাদের মত নতুন ট্রেডারদের স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা সবচেয়ে উত্তম ।
-
হ্যা দাদা, আমি স্টপ লস এবং টেক প্রফিট ছাড়া কখনই কোন ট্রেড করিনা। এটা হল আমার ট্রেড নেবার পর প্রথম কাজ। কারন এতে করে আপনি ট্রেড ওপেন করে দিয়ে আরামে ঘুমাতে পারবেন। কারন আমি তো আগের থেকেই নির্ধারণ করে রেখেছি যে এই ট্রেডটাতে আমি কতটুকু লস এবং কতটুকু প্রফিট নিতে আগ্রহী। সুতরাং এটা ব্যবহার করা আমাদের সকলেরই অপরিহার্য কর্তব্য।
-
স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহার করা খুবই গুরুত্বপূর্ন এতে করে একাউন্ট সুরক্ষা থাকবে এবং টেক প্রফিটের মাধ্যমে প্রফিট তুলে নেয়া সম্ভব হবে এবং স্টপ লসের দারা অধিক লসের হাত থেকে একাউন্টকে বাচানো যাবে।
-
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স বিজিনেস এর সব থেকে গুরুতর জিনিস,যা সবার ইউজ করা দরকার,স্টপ লস আমাদের বড় লস এর হাত থেকে রক্ষা করে থাকে,ফরেক্স মার্কেট এর গতি অনেক টাইম আমাদের এন্ট্রি পক্ষে না ও থাকতে পারে তাই আমাদের লস থেকে বাচার জরনে টেক প্রফিট না দিলেও স্টপ লস দিতেই হবে।