-
আমি নিজেই একজন নতুন ট্রেডার হওয়াতে আমি এখনো পর্যন্ত কাউকে ফরেক্স শিখাতে পারিনি । কেননা আমি মনে করি যে আমি নিজেই যদি না জানি তবে অন্যদেরকে কিছুই শিখাতে পারব না । তবে আমি মনে করি যে ফরেক্সে ট্রেডিং করে সফল হতে হলে আগে নিজেকে দক্ষ করে নিজের একটা ভালো ভিত গড়ে তুলতে হবে । এতে করে আমরা সফল হতে পারব ।
-
আমি ফরেক্স এর নতুন একজন ট্রেডার । আমি নিজেই ফরেক্স সম্পকে খুব একটা ভালো জ্ঞান অজন করতে পারিনি । তবে আমার আশা আসে যে আমি যদি একজন সফল ফরেক্স ট্রেডার হতে পারি তবে আমি তখন এক্সপার্ট হব তখন আমি নতুনদের শিখাব। আমার মতে কাউকে শিখালে কমে না।
-
আমি এখনও ডেমো ট্রেড করছি।তাই এ পজন্ত কাউকে ফরেক্স শিখাতে পারি নি।
-
ফরেক্সে আমি তেমন অভিজ্ঞতা নিতে পারিনি। তবে তিনজনকে ফরেক্স সম্পর্কে বুঝিয়েছি এবং তারাও ফরেক্সে কাজ করছে। আমি আশা করছি আরও কয়েকজন সহ আমার পরিবারের সদস্যদেরকেও ফরেক্সে কাজ করার ব্যাপারে উতসাহী করবো। কারন ফরেক্স একটি লাভজনক ব্যবসা। যদি কেউ অভিজ্ঞতা অর্জন করে ফরেক্সে কাজ করে তাহলে সে ভাল মুনাফা আয় করতে পারবে। তাই আমি ফরেক্স বিজনেস সম্পর্কে আরোও কয়েকজনকে জানাবো ও শিখাবো।
-
দেখুন ফরেক্স এ শবার ট্রেডিং সাইকোলজি এক রকম না, আমরা সবাই একই মার্কেট দেখি কিন্তু আমাদের শিদ্দান্তগুলো ভিন্ন হয়ে থাকে, কেও বাই দিয়ে থাকে কেও আবার সেল, এখন আপনি যদি অন্ধের মত সিগ্নাল অনুসরণ করে তাহলে আপনার কোন লাভি হল না, হয়ত আপনি একটা ট্রেড জিতে নিলেন কিন্ত ফরেক্স এর পথ অনেক বড় এখানে আপনাকে অনেক কষ্ট করতে হবে
-
না আমি কাউকে ফরেক্স শিখাই নাই। কারণ ফরেক্স সম্পর্কে আমার তেমন বেশি অভিজ্ঞতা নাই আমি নিজেই নতুন কাজ করি। তবে আমি চেষ্টা করছি ভালোভাবে ফরেক্স সম্পকে জ্ঞান অজন করতে এবং অন্যদের শিকাতে।
-
ফরেক্স এ কিভাবে বেশি লাভ করা যায়?
-
হ্যা আমি আমার এক বন্ধুকে ফরেক্স শিখিয়েছি। প্রথমত সে শিখতে চায় নাই কিন্তু তাকে আমি আস্তে আস্তে ফরেক্স সম্পর্কে বিভিন্ন ধরনের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়েছি এবং তারপর সে এক দিন আমাকে নিজেই বলল যে কিভাবে এটা করা যায়। প্রথম অবস্থায় তাকে আমি ফরেক্স এ একাউন্ট খুলে দেয় তারপর তাকে একটা ডেমো ট্রেডিং একাউন্ট খুলে দিয়ে আসি এবং তাকে বলি ১ মাস প্যাক্টিস করতে থাক। এবং ১ মাস পর তাকে আমি রিয়েল একাউন্ট খুলে দেয় তারপর সে আস্তে আস্তে ট্রেড করতে থাকে। বর্তমানে সে একজন ভাল ও দক্ষ ট্রেডার এবং প্রতি মাসে সে ইনকাম করছে 200 ডলারের মত।
-
না আমি এখন নিজেই ফরেক্স শিক্ষার্থী তাই অন্য কাউকে শিক্ষা দেয়ার ক্ষমতা আমার নেই । তবে কেউ ফরেক্স সম্পর্কে কোনো তথ্য চাইলে আমি যতটুকু জানি ততটুকু তথ্য দিয়ে সাহায্য করি। এ ছাড়াও আমার ইচ্ছা যখন আমি সম্পূর্ণ ফরেক্স শিখে যাব, তখন একটি ফরেক্স লার্নিং সেন্টার খুলব। এবং নতুন ট্রেডারদের ফরেক্স সম্পর্কে শিক্ষা দিব।
-
প্রত্যেকটা দক্ষ ট্রেডারদের অন্তত একজনকে ফরেক্স শেখানো উচিৎ। আমি ফরেক্স এ নতুন তাই আমি নিজেই শিখছি। তবে আমি চেষ্টা করছি ভালোভাবে ফরেক্স সম্পকে জ্ঞান অজন করতে এবং অন্যদের শিকাতে।