-
আমি ফরেক্স ব্যাবসাকে আমার পেশা হিসেবে নিয়েছি এবং গত সারে তিন বছর যাবৎ নিয়মিত শিখছি,ট্রেডও করছি৷এর চাইতে উত্তম পেশা আমার মনে হয় আর নাই৷ফরেক্স হলো বিশ্বব্যপী মুদ্রা বাজার যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷এক দেশের মুদ্রা ক্রয় ও অন্য দেশের মুদ্রা বিক্রয় করা হয়৷আমরা ট্রেডারগণ অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র সাইজের লট ক্রয় বিক্রয় করে প্রতি নিয়ত কেও লস করছি বা কেও কেও লাভ করছি৷ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷মাসিক গড় হিসাব 10% হয়৷আসলে আমি ব্যাক্তিগত ট্রেড করি খুবই কম৷প্রতি মাসে মাত্র ২ টা কি ৩ টা ট্রেড করি মার্কেটের পরিস্হিতি বুঝে৷
-
আমি মোটামুটি ফরেক্স এ নতুন । তাই ফরেক্স থেকে এখনো তেমন আয় করতে পারি নাই। তবে আমার ইচ্ছা আছে মাসিক ফরেক্স থেকে ১০০-১৫০ ডলার পর্যন্ত তুলতে পারা। আমি যদি এটা পারি তবে নিজেকে নিয়ে খুশি ।আমি মনেকরি আমি পরিশ্রম করলে আমি ভালো আয় করতে পারবো। কারন এই পেশা আমার কাছে সম্ভাবনাময় ।
-
কার কেমন জানি না তবে আমার এখনও নেগেটিভ। আমি মনে করছি এই বছরের আর যে কয়টা মাস আছে তাও আমার লার্ণিং পিরিয়ড। ইনশাআল্লাহ ১৮ সাল থেকে হয়তবা কন্সট্টেন্ট প্রফিটে যেতে পারব বলেই আমার বিশ্বাস। দেখা যাক। তবে লেগে আছি , মাঝপথে রণে ভঙ্গ দিব না কোন অবস্থাতেই।
-
আমি এখনও পর্যন্ত কোন আয় করতে পারিনি। কেন না এ ব্যবসাটি আমার কাছে খুবই নতুন। তবে মনে হয় এটি আমাকে ভাল প্রফিট মানি এনে দিতে পারবে। আমি মাত্র ১০০ ডলার আয় করার আশা রাখি। এজন্য আমি ডেমোতে অনুশীলন করছি যাতে কোন ভুল না হয়। আশা করি আমি সফল হব।
-
আমি একজন নতুন ট্রেডার তাই আমার এখনো ইনকাম শুরু হইনি । আর নতুন ট্রেডার হিসেবে ফরেক্সে আমার প্রথম অভিজ্ঞতা অনেক বেশি তিক্ত । কেননা আমি একজন ট্রেডার এর কাছ থেকে দশ হাজার টাকা দিয়ে ফরেক্স শিখেছিলাম । কিন্ত ওনি আমাকে ঠকিয়েছে । যার কারণে মাঝখানে কিছুদিন আমি খুব হতাশ হয়ে ফরেক্স ছেড়ে দিই । বর্তমানে আমি আবার নতুন উদ্যেমে ফরেক্স করছি । তাই সবার নিকট দোয়া প্রার্থী ।
-
ব্যক্তিগতভাবে আমি ফরেক্সকে পেশা হিসেবে নিয়েছি । আমি মনে করি যে একজন ছাত্র হিসেবে নিজের পকেট মানি অন্তত অামি এই ফরেক্স মার্কেট থেকে করতে পারব । আসলে ছাত্র জীবনে এসে অনেক কিছুর শখ কিংবা আবদার থাকতে পারে যা সবসময় বাসা থেকে টাকা দিয়ে পূরণ করা যায় না । তাই মাঝে মধ্য আমাদেরকে অবশ্যই এমন কিছু করতে হবে যা আমাদের চিন্তার জগত ও দক্ষতার জগতকে অনেক বেশি মজবুত করতে পারে । সে ক্ষেত্রে ফরেক্স অসাধারণ একটা জগৎ ।
-
আমি সাধারণত প্রথম অবস্থায় ফরেক্স মার্কেট থেকে খুব বেশি আয় করতে চাই না, কারণ আমি ফরেক্স সম্পর্কে জানতে চাই বুঝতে চাই এবং মার্কেট এনালাইসিস করে ফরেক্স সম্পর্কে সকল ধরনের শিক্ষা অর্জন করতে চাই। এবং ট্রেডিং দক্ষতা নিজের মাঝে এমনভাবে বৃদ্ধি করতে চাই যে একদিন না একদিন ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারি যেন। তারপর আমি ফরেক্স মার্কেট থেকে মাসিক আয়ের কথা চিন্তা করবো যে মাসে কতটা আয় করা সম্ভব এর আগে নয়। তবে আশা আছে ফরেক্স মার্কেট থেকে সর্বনিম্ন আমার যেন মাসিক আয় হয় 100 ডলার হয়।
-
ফরেক্স মার্কেট থেকে অনেকে অনেক ডলার ইনকাম করতে চায় আমি ফরেক্স মারকেটে আমার ডিপোজিট এর ১০% প্রফিট করতে চায় কারন ফরেক্স মার্কেট থেকে বেশি লোভ করলে আমাদের ব্যালেন্স জিরো হয়ে যায় তাই আমাদের লোভ পরিহার করে ট্রেডিং করতে হবে তাহলে কিছু প্রফিট করা যাবে।
-
আমার মতে ডেমো ট্রেডিং এই জন্য দরকার যাতে করে কোন স্ট্রাটেজী ঠিকমত যাচাই বাছাই করা যায়।কারন রিয়েলে স্ট্রাটেজি ব্যাক টেস্ট করতে গেলে মুল্যবান ডলার নষ্ট হুয়ার সম্বভনা থাকে।এই জন্য ডেমো ট্রেডিং করা যেতে পারে।
-
ফরেক্স থেকে আমরা সবাই মাসে ভালে আয় করতে পারি । আমি নতুন তাই একনে ভালে লাভ কতে পারিনি সে ভাবে আমি আসা করি কেই যদি ফরেক্স সম্পরকে ভালে বুজতে পারে তাহলে ভালে লাভ করতে পারবে । আমি আশা করি মাসে ১০০ ডলার আমার আয় হবে।