-
আমার মনে হয় ফরেক্স আমাদের জন্য একটি মুক্ত মনের স্বাধীন ব্যবসা। আমরা খুব দ্রুত এ ব্যবসা দ্বারা সফলতা অর্জন করতে পারি। এটি অনলাইন জগতের সবচেয়ে নিখুঁত একটি ব্যবসা। এটি আমরা একাই পরিচালনা করতে পারি। এজন্য আমাদেরকে কোন কর্মচারী নিয়োগ করতে হয় না। এটি একটি খুবই জনপ্রিয় ব্যবসা।
-
আসলে কেউ যদি ফরেক্স ট্রেডিংটা খুব ভালোভাবে শিখতে পারে তার আর অন্য কোন চাকরির কথা চিন্তা করা লাগে না। কারণ, ফরেক্স ভালোভাবে শিখে ট্রেড করতে পারলে এখান থেকেই মাসে হাজার হাজার টাকা ইনকাম করা যায়। আর ফরেক্স ট্রেডারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবসময় আপডেট থাকতে হবে।
-
শুধুই কী স্বাবলম্বী ? যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷প্রচুর প্রফিট করতে পারবেন নিঃসন্দেহে৷তার জন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷
-
ফরেক্স কাজ করে বর্তমানে অনেক মানুষ স্বাবলম্বী হয়েছে । ফরেক্স কাজ করতে হলে অবশ্যই এর ধারনা লাগবে আর ধারনা থাকলেই যেকোনো ব্যক্তি স্বাবলম্বী হতে পারে।ফরেক্স করে স্বাবলম্বী হতে হলে আমাদের এর কিছু ধারনা লাগবে আর ধারনা থাকলেই আমরা ও স্বাবলম্বী হতে পারি। ফরেক্স কাজ করে অনেকে স্বাবলম্বী হয়েছে আমরাও ফরেক্স স্বাবলম্বী হতে পারি।দিন দিন ফরেক্সএর প্রপুলারতা বারছে আর এদে কাজ করে অনেকে স্বাবলম্বী হচ্ছে।
-
মানুৃষ তার কাজের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে।মানুৃষ নানা ভাবে কাজ করতে পারে আর এর ফলে মানুৃষ স্বাবলম্বী হয়।তেমন ফরেক্সে কাজ করেও স্বাবলম্বী হওয়া সম্ভবব। ফরেক্সে কাজ আজ কাল অনেক মানুৃষ স্বাবলম্বী হয়েছে। স্বাবলম্বী হওয়ার অন্যতম উপায় হচ্ছে ফরেক্স।ফরেক্সবর্তমানে অনেক মানুৃষ কাজ করে স্বাবলম্বী হয়ে ভালো ভাবে জীবন যাপন করছে।
-
আমি বলবো সব মানুষই তার জীবনকে সুন্দর করে সাজাতে চায়, হোক সেটি চাকুরি, হোক সেটি ব্যবসা। তবে বেশিরভাগ মানুষই চায় একটি স্বাধীন পথে ইনকাম করতে, যেখানে কেউ খবরধারি করতে পারবেনা, আর সেই হিসেবে ফরেক্স বিজনেস ওই রকম একটি স্বাধীন ব্যবসা। তাই আমদের উচিৎ এটিকে সুন্দরভাবে শিখে ভালবাবে জেনে শুনে ফরেক্স থেকে নিজের ভালো একটি আয়ের পথ খুজে নেওয়া। তবে কোন লোভ করা যাবেনা।
-
ফরেক্স করে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব । সেই জন্য আপনাকে আগে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে । আপনি ইচ্ছা করলে অন্যান্য ব্যবসার পাশাপাশি ফরেক্স ব্যবসা করতে পারেন । সেই জন্য আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে । ফরেক্স মার্কেট এ ভালো দক্ষতা অর্জন করতে হলে আপনাকে সঠিক ভাবে নিয়মিত অনুশীলন করতে হবে । আপনি যদি একজন দক্ষ ট্রেডার হন তাহলে আপনি এই ব্যবসা করে অনেক মুনাফা আয় করতে পারবেন যা অন্য কোন ব্যবসায় ঐ সময়ে ঐ পরিমাণ আয় করতে পারবেন না ।
-
ফরেক্স এখন এমন একটি বিজনেস, যেখানে আমাদের দেশের অনেক মানুষ কর্মসংস্থানের স্বপ্ন দেখে প্রতিনিয়ত। কিন্তু, ফরেক্স করে আপনাকে সাভলম্বি হতে হবে। আপনি যদি ফরেক্স সম্পর্কে না জেনেই প্রতিনিয়ত ট্রেড ওপেন করে এখানে লসের পাল্লা ভারি করে ফেলেন তাহলে কখনও আপনি ফরেক্স থেকে কিছু পাবেন না। ধৌর্য্য নিয়ে ফরেক্স এ কাজ করুন, ফরেক্স সম্পর্কে ভালো ধারনা অর্জন করুন, দেখবেন সফলতা আপনার কাছে আসবেই।
-
ফরেক্স মার্কেটে স্বাবলম্বী হওয়ার অনেক কারণ রয়েছে । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা স্বাবলম্বী হতে হবে ধৈর্য্যের সহিত । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । ভুলেও অামরা এ্যানালাইসিস ছাড়া কাজ করব না ।
-
ফরেক্স করে সাবলম্বী হওয়া সম্ভব। ফরেক্স এমন ব্যবসা যেখানে ডলার ইনভেস্ট করতে হয়। এবং সেটা ট্রেড করে আমরা প্রফিট করতে পারি। ফরেক্স ট্রেডাররা বেশিরভাগই সাবলঅম্বি। ফরেক্স করে গরীব হয়েছে এরকম লোক পাওয়া যাবে না। তবে ট্রেইনিং ছাড়া করলে গরীব হতে সময় লাগবে না।