-
ফোরামের বোনাস দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করিতে পারি, আমরা প্রতি পোস্টের জন্য পাই ২০ সেন্ট , পোস্ট করা য়ে ব্যালান্স পাই সেইটি দিয়ে ট্রেড করিতে পারি।যদি আমরা বোনাস ডলার দিয়ে ট্রেড করে লাভ করিতে পারি তাহ লে সেই লাভ আমরা উঠাতে পারি।কিন্তু বনাস উঠানো য়াবেনা।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার আমি যার কাছে ফরেক্স শিখতেছি সেই ট্রেডার ফরেক্স ফোরামের বোনাস দিয়ে ট্রেডিং করে অনেক প্রফিট করছে সেই প্রফিট থেকে ৫০ ডলার উইথড্র করেছে,তাই আমি ফরেক্স ভাল ভাবে শিখতেছি যাতে আমি ফরেক্স মার্কেট হতে প্রফিট করতে পারি,
-
হা ফোরামের বোনাস দিয়ে অামি লাভ করেছি। যদিও বোনাস টি তুলতে পারবোনা সে রকম কোন নিয়ম নেই তবে বোনাস দ্বারা যে ট্রেড করা হয় সেটা অরিজিনাল ডিপজিট করে ট্রেড করার মতই। যেমন ডিপজিট করে ট্রেড করলে লাভ হয় অার ঐ লাভ তোলা যায় তেমনি বোনাস দিয়ে ট্রেড করে যা লাভ হবে তা তুলা যায়। অনেকই বোনাস দ্বারা ট্রেড করে লাভ করে থাকে। অামি ও লাভ করেছি।
-
হ্যা অবশ্যই ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে আমি লাভ করেছি। তবে বোনাসের টাকাটা যদিও তুলা সম্ভব নয় তারপরও আমি বোনাসের টাকাকে নিজের ডিপোজিট করার মতই মনে করে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি। আর এজন্যই আমি মনে করি ফরেক্স মার্কেট থেকে অধিক বেশি সফলতা অর্জন করতে পারি। তাই আমি মনে করি প্রত্যেক ট্রেডারের উচিত বোনাসের টাকাকে নিজের ডিপোজিটকৃত টাকা মনে করে যদি ফরেক্স ট্রেড করে তাহলে হয়তো অধিকাংশ ট্রেডার এই মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবেন এটা আমার বিশ্বাস।
-
অবশ্যই । অনেক বার ট্রেড করে টাকা তুলেছি বলেই তো এই ফোরামের সাথে এখনও জড়িত রয়েছি । ফোরাম আছে বলেই আমাদের মত বাঙ্গালীরা টিকে আছে । নাহলে নিজের পকেট থেকে টাকা বিনিয়োগ করে ব্যবসা করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ত তাই নয় কি ? সর্বোচ্চ এখন পর্যন্ত যা ইনকাম করেছি " আলহামদুলিল্লা " । সুতরাং আমরা সবাই চেষ্টা করব ফোরামের সঙ্গে থাকার ।
-
আমি মনে করি আপনি ফোরামের বোনাস দিয়ে তখনি লাভ করতে পারবেন যদি বোনাসের টাকাকে নিজের ডিপোজিটকৃত টাকা মনে করে ফরেক্স মার্কেটে ট্রেড করেন তাহলে আপনি অবশ্যই ফোরামের বোনাসের টাকা দিয়ে লাভ করতে পারবেন। এজন্য আমাদেরকে আরোও নিখুত ভাবে ফরেক্স মার্কেটে ট্রেডিং কৌশলগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, প্রয়োজনে অধিক সময় ব্যয় করে প্রচুর পরিশ্রম করে ভাল দক্ষতা অর্জন করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। তাহলে আপনি অবশ্যই এই ফোরামে বোনাস দিয়ে ট্রেড করে ভাল প্রফিট অর্জন করতে পারবেন।
-
ভাই ফোরামের বোনাস দিয়ে ট্রেড করে লাভ করেছি, তবে খুব সামান্য। কারন মূলধনটাও তো বেশি থাকতে হবে। তবে একটা জিনিস উপলব্ধি করলাম যে এখানে আপনার ব্যালেন্স যত বেশি হবে ততই আপনি রিস্ক ফ্রি করে ট্রেড করতে পারবেন। তবে ব্যালেন্স যাই হোক না কেন একজন প্রফেশনাল দক্ষ ট্রেডারের বৈশিষ্ট্যই হল কম ইনভেস্টমেন্টে সর্বোচ্চ বেশি পরিমাণ লাভ করা।
-
অনেক প্রফিট করেছি। দুইবার একাউন্ট এর ব্যালান্স হাজারের ঘর ছুয়ে এসেছে। এবার আবারও এসেছি। এবারও টার্গেট কম বেশি হাজার ডলার। তবে কতটা পারব জানি না। লেগে আছি কোন পর্যন্ত মার্কেট নিয়ে যায় দেখব। হাল ছাড়ছি না যতক্ষণ না আমার গোল ফিলআপ হয়।
-
আমি ফোরাম এর বোনাস নিয়ে ট্রেডিং শুরু করি ৩ মাস হলো. প্রথম মাস এ ১১ ডলার ইনকাম করি. পরের মাস এ ৫০ ডলার এর মতো ইনকাম করতে পারছি. চলতি মাস এ ও আমি আরো ১০০ ডলার ইনকাম করতে পারবো বলে মনে করি. এ জন্য আমি বাংলাদেশ ফরেক্স ফোরাম কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই. কারণ বাংলাদেশ ফরেক্স ফোরাম না থাকলে হয়তো আমি কখনো ফরেক্স জগৎ চিনতাম না. তাই আমি চির কৃতজ্ঞ বাংলাদেশ ফরেক্স ফোরাম এর প্রতি.
-
আমি এখনও উল্লেখযোগ্য লাভ করতে পারিনি কারণ ট্রেড কম করি। আমি ডলার গুলো জমিয়ে রাখছি। বড় এমাউন্ট হলে তখন ভালভাবে ট্রেড করবো। কারণ আমি এখনও লাভের চিন্তা করছি না। তবে মাঝে মাঝে রিয়েল ট্রেড করি লাভ ও হয় আবার লস হয়। তবে আমি দেখেছি যখন কোন লোভ করে ট্রেড দেই এবং সিস্টেম এর বাইরে গিয়ে ট্রেড করি তখনই লস হয়। তাই লস থেকে বাচতে হলে কখনও সিস্টেম এর বাইরে যাওয়া যাবে না অর্থাত মানিম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে।