-
আমাদের দেশের অনেক লোক বিদেশে গিয়ে অনেক পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা নিয়ে আসছেন। কিন্তু বৈদেশিক মুদ্রা নিয়ে আসার জন্য বিদেশ যাওয়ার কোন দরকার নাই। আমরা ফরেক্স করে বাংলাদেশে বসে থেকেই ডলা্র ইনকাম করতে পারি অনায়াসেই। বেকার তরুনদের জন্য এটা একটা দারুন সুযোগ।
-
হ্য*া ফরেক্স মার্কেট খুবই জঠিল একটি ব্যবসা । মার্কেট থেকে ডলার আয় করা খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার । আপনার সাথে আমিও একমত যে ধিরে ধিরে ফরেক্স মার্কেট থেকে আমরা যা আয় করি তা যখন আমাদের হাতে আসে সত্যিই তখন অসম্ভব ভাল লাগে ।
-
ফরেক্স মার্কেট থেকে আমরা অনেক সহজেই ইনকাম করতে পারি ফরেক্স মার্কেট থেকে যদি ভাল ইনকাম করত্র হয় তার জন্য ফরেক্স মার্কেটে ট্রেডিং করার পুর্বে আমাদের টার্গেট নিয়ে ফরেক্স ট্রেডিং করতে হবে ফরেক্স মার্কেটে ভাল প্রফিট যাতে আসে তার জন্য আমাদের স্টপ লস ব্যাবহার করে ফরেক্স মার্কেটে ট্রেডিং করা।
-
ফরেক্স থেকে ধীরে ধীরে আয় হয়। কেউ একবারে অনেক আয় করতে পারে না। ফরেক্স ব্যবসা এমর এক ব্যবসা যা একটু একটু করে আয় হয়। তাই আমরা ফরেক্স থেকে একটু একটু করে ধীরে ধীরে আয় করব। যারা বেশী আয় করতে যায় তারা ফরেক্স থেকে আয় করব। আর এই ধীরে ধীরে ফরেক্স থেকে আয় করার মজা বা আনন্দটাই অন্য রকম।
-
ধিরে ধিরে ফরেক্স থেকে যা উপারজন হচ্ছে তা আমি যত্ন করে রাখি । কারন আমি জানি কোন না কোন দিন আমি লস করবো । তখন আমি যেন এই টাকা ইনভেষ্ট করতে পারি । আসলে আমি অনেক ধনী ব্যক্তি না , তাই ধিরে ধিরে ফরেক্স থেকে যা উপারজন হচ্ছে তা খুব ভাল করে রাখি । আর আমার মা আমাকে হেল্প করে জমিয়ে রাখার জন্য । আমার মা ফরেক্স কে খুব লাভ করে ।
-
আমরা যে কাজই করি না কেন ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব । আর ফরেক্স ব্যবসা ধীর ধীরে আগাতে হয় । যে ট্রেডার ধীরে ধীরে নিজেকে আগাতে চেষ্টা করে সে অবশ্যই সফলকাম হতে পারবে । আর যে ট্রেডার অধিক আয় করতে চায় সে জীবনে কখনোই সফলকাম হতে পারবে না । আমরা সব সময় আস্তে আস্তে আগানোর চেষ্টা করব ।
-
ফরেক্স এ একসাথে বা একবারে আয় করা যায় না। ফরেক্স এ ধীরে ধীরে আয় করা হয়। ফরেক্স এ অনেকটা ধৈয্য ও পরিশ্রম করে থাকতে হয় । যে দিনই হোক ফরেক্স থেকে আয় হবেই। তাই বলা যায় যে ফরেক্স ধীরে ধীরে আয় করা হয়।
-
আসলে ফরেক্স মার্কেট অন্যান্য ব্যাবসার মতই একটা ব্যবসা। যে কোন ব্যবসা মন দিয়ে করতে পারলে একদিন না একদিন সফলতা আসবেই। তাই ফরেক্স থেকে আপনি টাকা উপারজন করতে পেরেছে এবং তা উত্তলনও করেছে জেনে খুব ভাল লাগল।
-
আর আমি সেই আনন্দ উৎযাপন করার জন্যই অধীর আগ্রহে ধৈর্য্য ধরে অপেক্ষা করছি গভীরভাবে । কারণ প্রথম আয়ের আনন্দ সত্যিই অসাধারণ । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তাদের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য থাকে এখান থেকে ভাল একটা এমাউন্ট ডলার আয় করা । আর আয় করতে পারলে সেটা হবে অনেক বেশি আনন্দের ও সুখের । এই আয়ের জন্য আমাদের কতই না অপক্ষো আর কতই সাধনা । ইনশাআল্লাহ খুব দ্রুত আয় করতে পারব ফরেক্স মার্কেট থেকে ।
-
ফরেক্স মার্কেট থেকে যা অর্জন হয় তা ধীরে ধীরে আমরা উন্নতির দিকে যাব । বেশী লোভ করব না । যে ট্রেডার যত বেশী লোভ করবে সে তত বেশী লসে পড়ে যাবে । অতএব আমরা সব সময় ধৈর্য্য ধারণ করে ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও মার্কেট এ্যানালাইসিস করতে থাকেন তাহলেই সফলকাম হতে পারবেন ।