-
বোনাস দিয়ে ফরেক্সে ট্রেড করাটা অনেক বেশি সুবিধাজনক হলেও আমি মনে করি ট্রেডারদের উচিত নিজেস্ব ডিপোর্জিটের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করা কারন নিজের ডিপোর্জিটকৃত অ্যাকাউন্টে আপনি যেমন ডিপোর্জিটের উপর বোনাস নিতে পারবেন ঠিক তেমনি প্রফিট ইচ্ছামত উঠাতে পারবেন কিন্তু ফোরামের প্রফিটের অংশ আপনি ছোট ছোট লটে ছাড়া কোন ভাবেই উঠাতে পারবেন না।
-
আমিও আপনার সাথে একমত। টাকার সমস্যা র জন্য ট্রেড করবেন না তা ঠিক না। এবং আমার মতে নতুন ট্রেডার হলে প্রথমে ঝুকি না নিয়ে বোনাস দিয়ে নিজেকে পরীক্ষা করা ভাল। এতে আপনার ক্ষমতা ও বোঝাযায় এবং আপনি লাভ এর পরিম্ান ও উত্তলন করতে পারবেন।
-
পরিশ্রম করে কাজ করে বোনাস নিয়ে ব্যবসা করা । যদি আপনার কোন মূলধন না থাকে তাহলে আপনি ফরেক্স ফরম পূরণ করে বোনাস পেতে পারেন।
-
আমরা জানি ফরেক্স ফোরাম যাদের ইনভেস্ট করার মত টাকা নাই তাদের পোস্টিং করার জন্য যে বোনাস দিচ্ছে তা দিয়ে ট্রেড করার সুযোগ তৈরি করে দিচ্ছে। এজন্য ফরেক্সকে অনেক ধন্যবাদ। আমরা ফোরামের মাধ্যমে অনেক না জানা বিষয়গুলো ও জানতে পারছি।
-
যাদের আরথিক সমস্যা আছ্র তারা ফোরামের নিয়ম মেনে পোস্ট করে বনাস অরজন করে ট্রেড করে সফল হতে পারেন । আমার যিনি ওস্তাদ তিনি প্রথম জিবনে অরথের অভাবে ফোরামের বনাস দিওয়ে ট্রেড করে তিনলক্ষ টাকা অরজন করে ছিল ।
-
আপনি ফরেক্স এ নতুন তাই না। অনেকের কাছেই শুনেছেন ফরেক্স হল টাকার মেশিন। যে যত ইচ্ছে ইনকাম করতে পারে। আপনি ডেমো করে দেখছেন ঠিক তাই। এখন আপনি ডিপোজিট করতে চাচ্ছেন। আসলে কিন্তু তা নয়। যে কয়দিন আপনি প্রফিট করেছেন সে কয়দিন মার্কেট আপনার অনুকুলে ছিল। কিন্তু আপনার মনে সংসয় আছে ডলার আপনাকে দিবে তো? তাই আগে ডিপোজিট না করে। বোনাস নিয়ে ট্রেড করে দেখুন। আপনি আয় করতে পারেন কিনা? আয় করতে পারেন কিনা বললাম এই কারনে ডেমো ট্রেড আর রিয়েল ট্রেডের ভিতর অনেক পার্থক্য রয়েছে। যদি ভাল মুনাফা আয় করতে পারেন তাহলে আপনার আয়ের অংশ উত্তোলন করুন।
-
মানুষের জীবনে টাকা পয়সার সমস্যা সবসময় থাকে।তাই আমরা যদি ফরেক্স মার্কেট এ বিনা পুঁজিতে ট্রেড করতে পারি তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো।ফরেক্স মার্কেট এ আমরা দুই ভাবে ট্রেড করতে পারি।বিনিয়োগ করে ও বোনাস দিয়ে।
-
আসলে ফোরাম পোষ্টিং এর মূল উদ্দেশ্য হল নিজে শিখা এবং অন্যকে শিখানো । আর এর মাধ্যমে যে বোনাস পাওয়া যাবে সেটি দিয়ে আমরা ট্রেডিং এ কাজে লাগাতে পারি । নিজের ট্রেডিং এর জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ । আর ফোরাম আমাদের এ বিষয়ে অভিজ্ঞতার দ্বার খুলে দিয়েছে । আমরা বোনাস দিয়ে রিয়েল ট্রেডিং করতে পারি ।
-
বোনাস দিয়েই ফরেক্স ট্রেডিং করা অনেক নিরাপদ। কারন, ফরেক্স জুকিপূর্ণ। তাই আমি মনে করি নতুনদের ক্যাশ দিয়ে ট্রেড করা উচিত নয়। ফোরামের মাধ্যমে আমরা একদিকে যেমন ফরেক্স শিখতে পারছি। অন্যদিকে কিছু বোনাস টাকা পাচ্ছি জা দিয়ে আমরা ডেমো করার পাশাপাশি রিয়েল ট্রেড করে টাকা আয় করতে পারছি। এটা নতুনদের জন্য একটা ভালো সুযোগ।
-
আমাদের দেশের বেশিরভাগ মানুষই দারিদ্র।তাই অনেকের ইচ্ছা থাকা সত্তেও ফরেক্স ব্যবসা করা সম্ভব হয়ে উঠে না।কিন্তু ফরেক্স কম্পানি আমাদের দেশের জন্য ভাল সুবিধা এনে দিয়েছে।ফরেক্স বাংলা ফোরাম এ মান সম্মত ফরেক্স বিষয়ক পোস্ট করে আপনি ডলার বোনাস পাবেন।আর সেই বোনাস দিয়েই ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে পারেন।