-
আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে কণ কিছু না জানেন তবে আমি মনে করি আপনার ফরেক্স ব্যবসাটা অনকে কঠিন হয়ে পরবে। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে অবিজ্ঞতা অর্জন করেই তবে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারেন। আপনি যদি একটি অ্যাকাউন্ট এ পূর্ণ মনোযোগ সহকারে আপনার দক্ষতা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম করে যান তাহলে অবশ্যই আপনি একটি অ্যাকাউন্ট থেকে সফলতা অর্জন করতে পারবেন।
-
একাধিকা একাউন্ট থাকার কোন দরকার নেই আর সেই সাথে একাধিক একাউন্ট থাকলে সেটা এন্টিফ্রড ডিপার্ট্মেন্ট ক্লোজ করে দেয়। তাই একটি একাউন্ট নিয়েই ভালো ভাবে ট্রেড চালিয়ে যাওয়া দরকার। শুধু ধু মনে হয় না যে একাধিক একাউন্ট নিয়ে ট্রেড করে সব গুলো একাউন্ট ব্লক করে নেয়ার কোন দরকার আছে। একটি একাউন্ট থেকে যদি অল্প পরিমানে লাভ হয় তাহলে সেটাই সঠিক হবে বলে আমি মনে করি। দুই মাস দুইটা আইডিতে পোষ্ট করে বোনাস জমিয়ে ট্রেড করতে যাবেন পরে এন্টিফ্রড ডিপার্ট্মেন্ট সেটা ক্লোজ কএ দিবে তাহলে আপনার সে কষ্টের কোন দাম থাকলো কি ?
-
আমি আপনার সাথে সম্পূর্ণ একমত কারণ আমি মনে করি যে সফল হওয়ার জন্য এক বা একাধিক একাউন্ট থাকাটাই জরুরি কোন বিষয় না। মূল বিষয় হলো দক্ষতা অর্থাৎ কেউ যদি ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে দক্ষ হয়ে থাকে তাহলে সে একটি মাত্র একাউন্ট দিয়ে ট্রেডিং করেও সফলতা অর্জন করতে পারবে। তবে কেউ চাইলে একাধিক অ্যাকাউন্ট করেও ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারবে তবে তার জন্য আলাদা আলাদা ডকুমেন্ট ব্যবহার করে ভেরিফাই করতে হবে নাহলে অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যায় যেতে পারে।
-
একাধিক একাউন্ট করা কোন দরকার আছে বলে আমার মনে হয় না। ফরেক্স এ একটি একাউন্ট এ বাজিমাত করা যায়। আপনি যদি মনে করেন যে একাধিক একাউন্ট করে আমি ফরেক্স থেকে আয় করতে তাহলে সেটা ভুল হবে। কেননা, আপনি দক্ষ ও অভিজ্ঞ হন তাহলে আপনি একটি একাউন্ট এ অনেক টাকা আয় করতে পারবেন। আর যদি একাধিক একাউন্ট করে দক্ষ ও অভিজ্ঞ না হন তাহলে আপনি সাফলতা অর্জন করতে পারবেন না। এছাড়া একাধিক একাউন্ট করলেও আপনার সব একাউন্ট ভেরিফাই এক হলে আইডি ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটি একাউন্ট ই শ্রেয়।
-
আসলে একাধিক একাউন্টের কোন দরকার নেই কারণ একাধিক একাউন্টে কাজ না করে তার চেযে বরং একটা একাউন্টে ভালভাবে কাজ করলে অনেক বেশি ফললাভ করা যায় আর একজন নতুন ট্রেডারের কখনো উচিত হবেনা একাধিক একাউন্টে কাজ করা কারণ সব একা্*উন্ট একত্রে সামাল দিতে কষ্ট হয়ে যাবে তাছাড়া লস হলে অনেক বেশি লসের বোঝা বহন করতে হবে তাই একটা ভাল ব্রোকারে একটা একাউন্ট নিয়ে তা থেকে অনেক লাভ করা যায় যদি আপনার একাগ্রতা আর ধৈর্য্য থাকে কারণ ফরেক্সে ধৈর্য্যশীল ব্যাক্তি দেরিতে হলেও অনেক বেশি লাভবান হয়
-
একাধিক একাউন্ট খোলার দরকার আছে কি না?
আপনি চাইলেই একাধিক একাউন্ট খোলে ট্রেড করতে পারবেন। তবে এখানে কিছু বাধ্যবাদকতা রয়েছে। আপনি যে আই ডি কার্ড দিয়ে একাউন্ট ওপেন করেছেন সেই আই ডি কার্ড দিয়ে একাউন্ট খোলতে পারবেন না। আপনি যে ব্যাংক স্টেটম্যান্ট দিয়ে একাউন্ট ওপেন করেছেন সেই ব্যাংক স্টেটম্যান্ট দিয়ে একাধিক একাউন্ট খোলতে পারবেন না।
আপনার যদি অভিজ্ঞতা বা দক্ষতা থাকে তাহলে একাধিক একাউন্ট খোলেও লাভবান হতে পারবেন। কিন্তু দক্ষ না হলে আপনি এক একাউন্ট থেকেও পারবেন না।
-
আমার মনে হয় যে পারে সে একটি একাউন্ট থেকেই পারে । আর যে পারে না তাকে আপনি যত একাউন্টই দেন না কেন কোন কাজ হবে না । এটা আসলে যার যার দক্ষতার ব্যাপার । তবে আমি মনে করি দক্ষতার সাথে সাথে আপনাকে ঝুকিঁ মুক্ত থাকতে একাধিক একাউন্ট ব্যবহার করতে পারেন । তাহলে সমস্যা হবে না ।
-
আপনি যদি লাভ করেন তাহলে আপনি একটা দিয়ে লাভ করেতে পারবেন আর যদি ন্না পারেন আপনি অনেক গুলা দিয়ে ও কিছু করতে পারবেন না । একেধিক আকাউন্ত এ ট্রেড করকার চেয়ে এক আকাউন্ট ট্রেড করা অনেক ভাল । আর জারকা করেন তারা অনেক অভিজ্ঞ মানুস । একাধিক এ্যাকাউন্ট থাকলে সমস্যায় পড়তে হয় । সুতরাং আমরা একাধিক এ্যাকাউন্ট ব্যবহার না করি তাহলে কোন প্রকার সমস্যায় পড়তে হবে না । ট্র্রেড করতেও খুব ভালো হবে চিন্তামুক্ত থাকা যাবে।
-
আমার মনে হয় আসলে একাধিক একাউন্টের কোন দরকার নেই।কারণ একাধিক একাউন্টে কাজ না করে তার চেযে বরং একটা একাউন্টে ভালভাবে কাজ করলে অনেক বেশি ফললাভ করা যায়।আর একজন নতুন ট্রেডারের কখনো উচিৎ হবেনা একাধিক একাউন্টে কাজ করা।কারণ সব একাউন্ট একত্রে সামাল দিতে কষ্ট হয়ে যাবে।সফলতা লাভের পেছনে অ্যাকাউন্টের কোন ভূমিকা থাকে না মূল ভূমিকা হল ফরেক্স ট্রেডিং জ্ঞান আপনি যদি সঠিক েট্রডিং জ্ঞানে জ্ঞানী হয়ে থাকেন তা হলে আমি মনে করি সেই জ্ঞানের আলোকেই আপনি অনেক বেশি সফলতা লাভ করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট এর ভাল ব্রোকারে দুইটি একাউন্ট থাকলে অনেক ভাল,তাই ফরেক্স মার্কেটে অনেক ভাল ইনকাম করা যাবে,তাই আমি ট্রেডার ভাইদের বলি বেশি একাউন্ট করার দরকার নেই,তাই আমি ফরেক্স মার্কেট এ বেশি একাউন্ট না করে ২টি একাউন্ট করি।