-
হ্যা আপনি থিক বলেছেন, দক্ষতা ছাড়া আসলে প্রফিট করা খুব কঠিন কাজ। দক্ষতা ছাড়া হয়তো একজন ভাগ্যক্রমে কখনো কখনো লাভবান হতে পারে কিন্তু সবসময় লাভবান হবে মনেকরা উচিত না। তাই ফরেক্সে লাভবান হতে হলে আমাকে আপনা কে ভাল ভাবে দক্ষতা অরজন করে তারপর ট্রেডে লাভের আশা করা উচিত । আমি আপনার সাথে একমত|
-
হ্যা কথাটা একদম সত্য যে দক্ষতা ছাড়া ফরেক্স থেকে লাভ করা খুবি কস্টকর। আবার দক্ষতা বাড়াতে গেলে লাগবে অধিক পরিশ্রম আর প্যাকটিস। আপনি যত ডেমো একাউন্টে প্যাকটিস করবেন আপনার দক্ষতা ততো বৃদ্ধি পাবে। আর অনকেক পড়া লেখাও করতে হবে। মনে রাখবেন আপনি যত জানার চেস্টা করবেন ফরেক্স আপনাদের ততো বেশি জানাবে। এটাই ফরেক্স এর নিয়ম।
-
আমি মনে করি দক্ষতা ছাড়া আসলে প্রফিট করা খুব কঠিন কাজ। দক্ষতা ছাড়া হয়তো একজন ভাগ্যক্রমে কখনো কখনো লাভবান হতে পারে কিন্তু সবসময় লাভবান হবে মনেকরা উচিত ন । বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, মানি ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোলের মাধ্যমেই একজন ট্রেডার লংটার্ম প্রফিট করতে পারে।
-
দক্ষতা ছাড়া ট্রেড ওপেন খুব কঠিন কাজ ঠিক আছে, মানলাম । কিন্তু যদি প্রশ্ন করি দক্ষতা আসবে কিভাবে ? তখন কি উত্তর দেবেন? ট্রেড ওপেন না করেয় দক্ষতা অর্জন করতে বলবেন? আমি মনে করি ট্রেড ওপেন করতে করতেয় দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে ডেমোতে।
-
ফরেক্সে আপনি দক্ষতা ছাড়া হয়তবা দুই একবার লাভ করতে পারবেন কিন্তু সবসময় লাভ করতে পারবেন না।লসের পরিমান অনেক বেশি হবে।কারন ফরেক্স মার্কেট লটারী বা জুয়া খেলার জায়গা না। এখান থেকে ভাল সাফল্য পেতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক এনালাইসিস করে ট্রেড করতে হবে।
-
আপনি জীবনে যাই করেন না কেন আগে সেই কাজ সম্পর্কে আপনাকে দক্ষ হতে হবে। তবেই না আপনি জীবনে সার্থক হতে পারবেন। ফরেক্স ট্রেডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে আগে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা নিতে হবে এবং একজন দক্ষ ট্রেডার হিসেবে নিজেকে প্রতিষ্টা করতে হবে। তবেই আপনি সফল হতে পারবেন।
-
দক্ষতা ছাড়া প্রফিট করা খুব কঠিন কাজ ফরেক্স ফোরামে। কখনো কখনো হয়তো অনেকে ফরেক্সে হঠাৎ করে লাভবান হয়ে যায় তবে এটা সবসময়ের জন্য না ভাল ও অভিজ্ঞ ট্রেডার ছাড়া ফরেক্স মার্কেট এ লাভ করা যায় না। তাই ফরেক্স এ ট্রেড করতে হলে আপনাকে অনেক বেশি অভিজ্ঞ হতে হবে।
-
ফরেক্স সফর ট্রেডার হতে হলে প্রথমত জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে দিতে হবে এবং দক্ষ হতে হবে । যত বেশী আপনি জ্ঞান অর্জন করে দক্ষ হবেন ,তত বেশী সফল ট্রেডার হওয়ার সম্ভনা থাকে । এই মার্কটে কাজ করতে গিয়ে কখনো লোভ করা যাবে না এবং তাড়া হুঢ়ো করা যাবে না । প্রথমেই রিয়াল ট্রেড না করে ডেমোতে অনুশীলণ করে দক্ষ হতে হবে । তাহলে লসের সম্ভনা থাকে কম এবং এক সময় সফল টেড্রার হওয়া যাবে ।
-
ফরেক্স মার্কেটে আপনি দক্ষতা আর নিজের কিছু কলা কৌশল ছাড়া আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না।ফরেক্স মার্কেট থেকে সাফল্য পেতে গেলে আপনার এই মার্কেট থেকে অনেক দক্ষতা অর্জন করতে হবে অন্যথায় আপনার লসের পরিমান অনেক বেড়ে যাবে।আপনাকে মার্কেট এনালাইসিস করা ভাল ভাবে শিখতে হবে।
-
কথাটি সত্য। ফরেক্স মার্কেটে দক্ষতা ছাড়া প্রফিট করা একেবারেই অসম্ভব। তবে ফরেক্স মার্কেটে দক্ষতা ছাড়াও প্রফিট করা যায় এই প্রফিট টা হলো “ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে” এই রকম প্রফিট। ফরেক্স এ ব্যবসা করতে হলে অবশ্যই দক্ষ হতে হবে।