ফরেক্স অবশ্যই এক জন ট্রেডার এর জন্য নিরাপদ,যদি কোন ট্রেডার ফরেক্স এর নিয়ম কানন মেনে চলে।আর যে সব ট্রেডার ফরেক্স মার্কেটের নিয়ে হেলে পনা করে ট্রে করতে যাবে তাদের জন্য ফরেক্স একধম নিরাপধ নয়।তাই ফরেক্স সমন্ধে ধারনা নিয়ে ট্রেড করলে ফরেক্স একদম নিরাপদ।
Printable View
ফরেক্স অবশ্যই এক জন ট্রেডার এর জন্য নিরাপদ,যদি কোন ট্রেডার ফরেক্স এর নিয়ম কানন মেনে চলে।আর যে সব ট্রেডার ফরেক্স মার্কেটের নিয়ে হেলে পনা করে ট্রে করতে যাবে তাদের জন্য ফরেক্স একধম নিরাপধ নয়।তাই ফরেক্স সমন্ধে ধারনা নিয়ে ট্রেড করলে ফরেক্স একদম নিরাপদ।
অন্যান্য ব্যবসার তুলনায় ফরেক্স অনেক বেশি নিরাপদ।ফরেক্স করতে আমাদের অনেক জ্ঞান এর প্রয়োজন । আমি মনে করি ফরেক্স মার্কেটে সবসময় নিজেকে যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হ কারণ প্রতিটি নতুন পরিস্থিতি নতুন শিক্ষা আমাদেরকে দেয় শেযার বাজার থেকে ফরেক্স বিনিয়োগ করা অনেক দিক থেকে লাভজনক।
প্রিয় সদস্য হাম ফরেক্স মূল তাবি এক এক ব্যবসায়ী ব্যবসায়ী বনেগা আর হামারা হর ট্রেড হামেন আচ্চা অধ্যাপক ভি দে শক্তি হ'ল জাব হামারে পাস জ্ঞান বহুত হাই আছা হোগা হুমনে এক নিরাপদ বাণিজ্য করতেন রাহেঙ্গে অর হামেন হারিয়ে বিলকুল ভী না হোগা আইসা আপনকে জ্ঞান অভিজ্ঞতা তারে নির্ভর কর্তা হ্যায়
ফরেক্স মার্কেট সার্বিক দিক থেকে বিবেচনা করলে অনেক বেশি নিরাপদ কারণ এখানে আপনার সবচেয়ে বড় পুঁজি হবে আপনার শ্রম এবং দক্ষতা আপনি যদি একটু পরিশ্রম করে ট্রেডিং মেথডটা আয়ত্তে নিয়ে আসতে পারেন তবে এটা আপনার জন্য বিরাট সাফল্য বয়ে আনবে ফরেক্স মার্কেটে আমি মনে করি ফরেক্স মার্কেটে সবসময় নিজেকে যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হয় কারণ প্রতিটি নতুন পরিস্থিতি নতুন শিক্ষা আমাদেরকে দেয় শেযার বাজার থেকে ফরেক্স বিনিয়োগ করা অনেক দিক থেকে লাভজনক !:::::
ফরেক্স ব্যবসাই ফরেক্স আমার মনে হই ফরেক্স ব্যবসা নিরাপদ। তবে ফরেক্সে কাজ করতে হলে প্রথমে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারি তাহলে নিরাপত্তার দিক থেকে ফরেক্স ব্যবসা অনেক উপরে।
নিরাপত্তার দিক থেকে এর চেয়ে ভাল আর কোন অনলাইন ব্যবসা পৃথিবীতে নেই তবে এখানে টিকে থাকাটাই কঠিন আমরা এত বেশি নতুন যে এখান থেকে উত্তরণের পথ খুঁজেই আমরা ক্লান্ত হয়ে পড়ি পথে হাঁটার তো প্রশ্নই উঠে না যদি আমরা এই ধরনের ফরেক্স অনলাইন ব্যবসাকে আয়ত্ব করতে পারি তাহলে আমি মনে করি ফরেক্স ব্যবসাটা হচ্ছে সবচেয়ে নিরাপদ মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেট হল বিশ্বব্যাপি অসংথ্যা ট্রেডার এর অনেক দিনের বিশ্বস্ত একটা মার্কেট ।
ফরেক্স অনলাইন নির্ভর হওয়ায় এখানে কোন ধরনের জালিয়াতি হয় না । ফরেক্স হলো ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷ নিজের মেধা ও শ্রম দিয়ে যা আয় করতে পারবেন তাই আপনার থাকবে ৷ এর জন্য কাওকে কোনো কৈফিয়ত দিতে হয়না, কোন কিছুই এই মার্কেট কে বন্ধ করতে পারবে না ৷ ফলে কোনো প্রভাবশালী ব্যাক্তিবর্গের কালো হাতের অন্যায় থাবা পড়বে না ৷ আপনি নিশ্চিন্তে নিজে নিজে এনালাইসিস করবেন ও ট্রেড করে প্রফিট তুলবেন ।
ভাই ফরেক্স ট্রেডিং নিরাপদ আপনি নিঃসন্দেহে ফরেক্স মার্কেটে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন কিন্তু তার পূর্বে আপনাকে কিছু বিষয় জেনে নিতে হবে । যখন ফরেক্স মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চাইবেন তখন আপনাকে বিভিন্ন বোকার এর মাধ্যমে আপনার অর্থ বিনিয়োগ করতে হবে সে ক্ষেত্রে বোকার রেগুলেটেড কিনা আপনাকে দেখে নিতে হবে । অনেকেই ভূয়া ব্রোকার এর মাধ্যমে অর্থ বিনিয়োগ করে তার সর্বস্ব হারায় । আপনি যদি চান আপনি ইনস্টা ফরেক্স ব্রোকার এর মাধ্যমে নিশ্চিন্তে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন ।
ফরেক্স নিয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে চাইলে অর্থ ইনভেস্ট করা জরুরী বলে মনে করি। ফোরাম পোস্টিং বোনাস দিয়ে ট্রেড ভালো শিখা যায় ও মুনাফা লাভ করা যায়। তবে দীর্ঘ মেয়াদে ভালো কিছু করার জন্য ইনভেস্ট করতে হয়। একজন সেন্টিমেন্টাল ট্রেডার পুরো ১০০% রিস্ক নিয়ে ট্রেড করে । তাহলে সেন্টিমেন্টাল ট্রেডার এর জন্য এটি নিরাপদ নয় । ফান্ডামেন্টাল ট্রেডারের জন্যও নিরাপদ নয় । একমাত্র টেকনিক্যাল ট্রেডার এর জন্য নিরাপদ ।
ফরেক্স সত্যিই নিরাপদ । কারণ ফরেক্স ব্যবসা করে কেহ এখন পর্যন্ত ধোকায় পড়তে হয় না । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য নিরাপদে থাকব । কোন প্রকার চিন্তা করব না । কারণ এ ব্যবসা চলে যাব না । এখানে ইনভেস্টমেন্ট বলতে আপনার মেধা আর শ্রম ই হবে মুল চালিকা শক্তি। সাথে যোগ করতে হবে ফোরাম পোস্টিং। আর শেয়ার বিজনেস এ সচ্ছতার অভাব আছে। কিন্তু ফরেক্সে সচ্ছতা আছে,আর অনেক বেশি নিরাপদ ও।