-
আমি মনে করি স্টপ ছাড়া ট্রেড করা ঠিক নয় , কারন স্টপ লস আমদের একাউন্ট কে জির করা থেকে হেফাজত করে । যদি কোন সময় আমাদের ট্রেড করার আমাদের বিপরিত দিকে যায় আর তার পরিমান আস্তে আস্তে বৃদ্দঅ হতে থাকে যদি আমরা স্টপ লস দিয়ে ট্রেড করে থাকি তাহলে অটমেটিক ট্রেড বন্ধ হয়ে যাবে এবং একাউন্ট জির হবে না ।
-
স্টপ লস হল এমন একটা যায়গা, ধরেন আপনি একটা এন্ট্রি নিলেন এখন দেখাগেল কি যে আপনি এমন একটা যায়গা দেখছেন যেখানে গেলে মার্কেট আর বেক না করে আপনার আনেক বপোরিতে চলে যেতে পারে। তাই তখন আপনি সেখানে স্টপ লস দিয়ে দিতে পারেন, আর যদি মার্কেট ঐখানে গেলে আপনার এন্ট্রি টা সেখানে গিয়ে লসে ক্লোজ হয়ে যাবে।
-
স্টপ লস কি? এটা ফরেক্স মার্কেটের প্রতিটা ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমারা মার্কেট এনালাইস করার পর একটি নির্দিষ্ট স্থানে স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহার করি জাএন আমরা মার্কেট এ না থাকলেও যেন খুব বেশি লস এর শম্মুখিন না হই এবং যেন আমাদের টার্গেট করা লক্ষে প্রফিতটি করতে পারি।
-
আপনি শুধু ট্রেড করে লাভ করবেন আর লস হবে না। এটা খুবই হাস্যকর ব্যাপার অন্তত ফরেক্স এর জন্য। যাই হোক আপনি একটা ট্রেড ওপেন করলেন কিন্তু স্টপ লস দিয়ে রাখেন নি। ধরাযাক আপনার একাউন্ট এ ১০০ ডলার আছে আর আপনি ট্রেড ওপেন করেছেন ১ ডলার দিয়ে । হয়ত বা মাকেট আপনার দেখার সুযোগ ছিল না ঠিক ঐসময় মার্কেট আপনার বিপক্ষে চলে গেছে আর আপনার একাউন্ট জিরো হয়ে গিয়েছে। যার জন্য আপনার একাউন্ট জিরো যাতে না হয় সেজন্য স্টপ লস ব্যবহার করা উচিত। এতে করে আপনার কিছু লস হবে কিন্তু কখনই একাউন্ট জিরো হবে না।
-
স্টপ লস হল এমন এটা টুলস যা আপনার ট্রেডের সাথে সেট করলে যদি হঠাৎ কোন কারনে মার্কেট বিপরীদ দিকে মুভ করে তাহলে আপনার ট্রেডটি নিদ্দ্টি প্রাইসে বন্ধ হয়ে যাবে এবং একাউন্ট বড় রকম ক্ষতি হতে বেচে যাবে। ধন্যবাদ।
-
আমারা মার্কেট এনালাইস করার পর একটি নির্দিষ্ট স্থানে স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহার করি জাএন আমরা মার্কেট এ না থাকলেও যেন খুব বেশি লস এর শম্মুখিন না হই এবং যেন আমাদের টার্গেট করা লক্ষে প্রফিতটি করতে পারি।
-
ফরেক্স মার্কেটে আমার জানা মতে স্টপ লস হল আপনি কি পরিমান লস খেতে ইছছুক সেটা নিরধারন করা।
-
স্টপ লস হল আপনি একটি ট্রেড এ কতটুকু লস নিতে পারবেন তার একটা সীমা। এটা দিলে সেই লস এ আপনার ট্রেড টি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আর এটা ব্যবহার না করলে লসের পরিমাণটা ক্রমেই বাড়তে থাকবে। যা এক সময় বিশাল আকার ধারন করবে।
-
আমার জানা মতে ফরেক্স মার্কেটে স্টপ লস হল আপনি যে পরিমান লস খেতে ইছ্ছুক সেটা সেট করে দেওয়া।
এই স্টপ লস সেট করে দিয়ে আপনি বাইরে ঘুরে আসতে পারেন।
-
আপনি ট্রেড করতে করতে বুঝতে পারছেন যে আপনি লস খেতে চলেছেন বা আপনার লস অবধারিত, তখন আপনি আপনার ক্ষতিকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে স্টপ লস পদ্ধতি ব্যবহার করতে পারেন। সে কারণে স্টপ লস ও ইহার ব্যবহার সম্পর্কে জানা সকল ট্রেডারের জন্য আবশ্যক।