মারকেটের এন্ট্রি থেকে ট্রেড নিন। মারকেট ট্রেন্ড এর পক্ষে থাকুন। মানিমেনেজমান্ট করুন। ডেইলি কেন্ডেল ফেলো করুন। নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নিন। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করুন। রিস্ক মেনেজমান্ট করুন। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করুন।
Printable View
মারকেটের এন্ট্রি থেকে ট্রেড নিন। মারকেট ট্রেন্ড এর পক্ষে থাকুন। মানিমেনেজমান্ট করুন। ডেইলি কেন্ডেল ফেলো করুন। নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নিন। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করুন। রিস্ক মেনেজমান্ট করুন। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করুন।
ফরেক্সে বাই সেল করার জন্য আমি অ্যানালাইসিসের ওপর নির্ভর করি।অর্থাত প্রতিটি ট্রেড ওপেনের পূর্বে আমি অ্যানালাইসিস করে নিই এবং সেই মোতাবেক ট্রেডিং প্লান তৈরি করি। এবং ট্রেডিং প্লানঅনুযায়ী প্রাইসে মার্কেট গেলে ট্রেড ওপেন করি অর্থাত বাই অথবা সেল করি। এভাবে নিয়ম করে ট্রেডিং করার সর্বোচ্চ চেষ্টা করে থাকি
কখন বাই সেল নিতে হবে বা নেয়া উচিত সেটা নির্দিষ্ট করে বলা যায় না। এটা মূলত মার্কেটের উপর নির্ভর করে। আপনাকে মার্কেট দেখে বুঝতে হবে। মার্কেট এনালাইসিস করে বুঝতে হবে বাই না সেল নেয়া উচিত। যেমন সাপোর্টে গিয়ে নামতে থাকলে সেল নিতে হয় আর উঠতে থাকলে বাই নিতে হয়।
প্রিয় সদস্য, আপনি যদি একটি ভাল সুযোগ জানতে চান তবে আপনি যখন জ্ঞান অর্জন করবেন তখনই আপনি ব্যবসায়ের একটি ভাল সুযোগ পাবেন এবং আপনি বাজারের চলাচলকে ভালভাবে বুঝতে পারবেন। তারপরে আপনি কেবল বাণিজ্য করতে সক্ষম হবেন এবং যতক্ষণ না আপনার সম্পর্কে ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা থাকে আপনি যেকোন জুড়ে ব্যবসা করতে পারবেন। এবং এতে কোনও সময় নেই, আপনি যে কোনও সময় সারণিতে বাণিজ্য করতে পারেন
বাই সেল করার সঠিক সময় কোনটি এটা কেউই বলতে পারে না । কারন এটি যে বলতে পারবে সে মিলিয়নিয়র হবে এতে কোন ভুল নেই । বাই সেল করার জন্য এনালাইসিস কাজে লাগাতে হবে । আপনাকে সত্যিকারের ট্রেডার হতে গেলে আপনাকে আরও অনেক জ্ঞান অর্জন করতে হবে শুধু বাই বা সেল করতে জানলে হবে না। এর জন্য ফরেক্স এর ব্যপারে জ্ঞান অর্জন করতে হবে।
বাই সেল কখন দেওয়া যায় সেটা মার্কেটের উপর নির্ভর করে। সেটা পূর্বে থেকে কোন ভাবেই বলা যায় না। মার্কেটের গতিবিধি ও এনালাইসিস করে সেটা নির্ণয় করতে হয়। বাই সেল সহজ কথা মনে হলেও এটা মোটেও সহজ ব্যাপার নয়। কোন পেয়ারে বাই বা সেল দিয়ে ট্রেড করা উচিত তার উপর ভিত্তি করে নির্ভর করে আমাদের প্রফিট বা লস। তাই ট্রেড করার পূর্বে সময় নিয়ে বিশ্লেষণ করা উচিত।
ফরেক্সে বাই সেল করার জন্য আমি অ্যানালাইসিসের ওপর নির্ভর করি।অর্থাত প্রতিটি ট্রেড ওপেনের পূর্বে আমি অ্যানালাইসিস করে নিই এবং সেই মোতাবেক ট্রেডিং প্লান তৈরি করি। এবং ট্রেডিং প্লানঅনুযায়ী প্রাইসে মার্কেট গেলে ট্রেড ওপেন করি অর্থাত বাই অথবা সেল করি। এভাবে নিয়ম করে ট্রেডিং করার সর্বোচ্চ চেষ্টা করে থাকি।
ফরেক্সে বাই সেল করার সঠিক সময় হল যখন ফরেক্সে মুদ্রার দাম বৃদ্ধি হবে এবং বাজারের চাহিদা থাকবে মুদ্রার দামের তখন বাই সেল করার সঠিক সময় মাধ্যমে একজন ফরেক্স ট্রেডার চাহিদা বৃদ্ধি হয় এবং তার একাউন্টে ভালো ধরনের ট্রিক অ্যামাউন্ট তৈরি হয় শুধু বাই সেল এর মাধ্যমে।
ফরেক্স এ বাই সেল করার জন্য ট্রেন্ডের দিকে ফলো রাখতে হয় ট্রেন্ড হল একটি দিক নির্দেশনা হিসেবে কাজ করে একটি কারেন্সি পেয়ার উপরের যাবে কিংবা নিচে যাবে তা ফ্রেন্ড এর মাধ্যমে বোঝা যায় তাই আপনি ট্রেন্ডের দিকে তাকালে বুঝতে পারবেন যে আপনার প্লেয়ার গুলির মূল্য কোন দিকে যাচ্ছে এবং সেই অনুযায়ী আপনি ট্রেড করতে পারবেন।এছাড়াও বিশ্বের অর্থনীতির উপর নির্ভর করে অনেক সময় কারেন্সি পেয়ার গুলো মুভমেন্ট করে তাই সেদিকে লক্ষ রাখুন ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন 😊
বাই সেল করার সঠিক সময় কোনটি এটা কেউই বলতে পারে না । কারন এটি যে বলতে পারবে সে মিলিয়নিয়র হবে এতে কোন ভুল নেই । বাই সেল করার জন্য এনালাইসিস কাজে লাগাতে হবে । এটাই ফরেক্স ট্রেডিংর এর আসল রহস্য ।