-
আমি সম্পূর্ণরুপেই একজন নতুন ট্রেডার আমি গত কয়েকমাস ধরেই ফরেক্স ট্রেড করছি তা পুরোপুরি নয় । আর এর পাশাপাশি আমি একজন ছাত্র । তবে আমি মনে করি যে একজন নতুন ট্রেডার এ্খানে আসার পরে সে ঠিক কোন পথে গেলে সহজেই গন্তব্য পৌঁছাতে পারবে তার সুস্পষ্ট নির্দেশনা থাকা উচিত । কেননা এতে করে সঠিক গাইডলাইনপ্রাপ্তর অনেক এগিয়ে যাবে এবং মুলত দেশের অর্থনীতির উন্নয়ন হবে ।
-
আসল ফরেক্স মার্কেটে আমি একেবারেই একজন নতুন সদস্য। মাত্র ছয় মাস হলো ফরেক্স মার্কেটকে চিনি।চিনার পর থেকে আমি ফরেক্স ডেমো ট্রেড করে যাচ্ছি রিতিমত।কারন আমি ফোরাম থেকে যতটুক জেনেছি ফরেক্স মার্কেট শিখতে হলে আগে ডেমো ট্রেড করতে হবে। এমন কি অনেকে বলে এটা ছয় থেকে এক বছর করা ভাল।
-
আমি ফরেক্স ট্রেডিং এ একেবারেই নতুন। আমি মাত্র দের মাস ধরে ফরেক্স ট্রেডিং এ কাজ করছি। তবে এখানে আমি নতুন হলেও কাজ করে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারছি। যা আমাকে আরো বিকশিত হতে সাহায্যে করবে।
-
ফরেক্সে আমি একদম নতুন। মাত্র ১৫ দিন হয়েছে ফরেক্সে কাজ শুরু করেছি। তবে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা অনেক দিন ধরে ফরেক্সে কাজ করছে। কেউ কেউ ৫-৬ বছর ধরে ফরেক্সে কাজ করছে। তবে যারাই কাজ করছে তারাই ফরেক্স থেকে নিয়মিত টাকা ইনকাম করছে। আমারও আশা ফরেক্স থেকে বাড়তি কিছু টাকা ইনকাম করা, এই জন্য ফরেক্সে কাজ করছি।
-
আমি ৪ মাস জাবত রিয়েল একাউন্ট এ ট্রেড করছি। ফরেক্স মার্কেটে কাজ করে আমি বিশ্ব অর্থনীতি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমি ফরেক্স এ দক্ষতার সাথে অবিজ্ঞতা অর্জন করে ফরেক্স ব্যবসা কে পেশা হিশেবে নিতে চাই।
-
আমি ২০১২ সাল থেকে ফরেক্স ট্রেড করি৷ তবে টানা ৩ বছর ধারাবাহিক ভাবে লস করে আসছি। কিন্তু ২০১৫ থেকে একজন লোভ বিহিন সফল ট্রেডার। এখন আর কোটিপতি হবার চিন্তা করি না উল্টো মাসে ডিপোজিট এর বিনিময়ে ১০% প্রিফিট আসলে খুশি থাকি। তবে আল্লাহর রহমত এ কোন কোন মাসে ৪০-৫০% এসে জায়।
-
আমো ছয় মাস যাবত ফরেক্স করছি. আমার একনো তেমন অভিগ্গতা হয় না।চেষ্টা করছি ভাল কি ছু করার।
-
আমি প্রায় ২০১৮ সালে ডিসেম্বর মাস থেকে ফরেক্স ট্রেডিং শুরু করি। এখন প্রায় সারে তিন বছর হয়ে গেছে। এখন আমার মটামটি ভালই অভিজ্ঞতা হয়েছে। ফরেক্স হছে অভিজ্ঞতার বিষয়। আপান্র যত বেশী অভিজ্ঞতা হবে তত বেশী আপনার জন্য ভালো হবে।
-
ফরেক্স বিজনেস বতর্মান সময়ে খুবই আলোচিত বিজনেস।এখানে ঠিকে থাকা খুবই কঠিন।আমি ফরেক্সে কাজ করছি খুবই অল্প দিন কয়েকমাস হবে।এখনও একবছর হয়নি তবে অনেককিছু শিখেছি এই অল্প দিনে।পেশা হিসেবে এবং অন্য সবদিক বিবেচেনা করে বলা যায় যে ফরেক্স হল অসাধারণ একটা ক্ষেত্র আমি একজন ছাত্র এবং পড়ালেখার পাশাপাশি ফরেক্স করে থাকি আমি মনে করি যে সঠিক গাইডলাইন এবং পরিশ্রম থাকলে ফরেক্স এর মাধ্যমে নিজের জীবন গড়ে তোলা কোন ব্যাপার নয় এছাড়া এখানে সীমাহীন আয়ের অনেক বড় একটা সুযোগ আমাদের রয়েছে আমার অনেক পরিচিত বড় ভাইয়েরা ফরেক্স করে থাকে আমি মনে করি যে তাদের মাধ্যমে আমি অনেক উপকৃত হচ্ছি এই সেক্টরে আমি লেখাপড়ার ফাকেফাকে কিছু সময় ফরেক্সে কাজ করি।২০১৯সালের ১৪এপ্রিল প্রথম ফরেক্সে আমার ট্রেড করা শুরু।এখনও বেশী দূর হয়নি যাওয়া। যাওয়ার চেষ্টা করছি সবাই পাশে থাকবেন আশা করি।আরও বেশী করে জানার জন্য হেল্প করবেন
-
ফরেক্সে আপনার এই জাতীয় এবং অন্যান্য সাইটের মতো ফোরামগুলি থেকে শেখার প্রাথমিক দক্ষতার চেয়ে বেশি দরকার। কারণ এটিই স্থির করে দেয় যে আপনি ব্যবসায়ের ক্ষেত্রে কতটা ভাল বেঁচে থাকতে পারেন। ভাগ্য আপনাকে অবিচ্ছিন্ন বিজয় আনতে পারে না। ভাগ্যের ছিলে বিশ্বাস না করে আপনার ফরেক্স ভাল এবং বাণিজ্য শিখতে হবে।