-
চার্ট বুঝার জন্য আপনি নিজস্ব একটি সিস্টেম তৈরী করে নিবেন এবং সেই সিস্টেম কেউ অন্তত একবছর টেষ্ট করে নিয়ে রিয়েল ট্রেড করবেন। এতগুলো নিয়ে অহেতুক সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। আমার গুরুজনরা বলেন সঠিক ট্রেডের জন্য কাস্টম ইন্ডিকেটরই যথেষ্ট। গুগল এ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকে। কিন্তু আমার মতে আমি যেটা ভাল বুঝি যে ফরেক্স এর যে টুলস গুলো আসে সেগুলো ভাল ভাবে ব্যবহার করলে অনেকটা লাভবান হবেন। এছাড়া আপনি অন্য টুলস গুলো ব্যবহার করে নিজের সময় নষ্ট না করে আপনি ফরেক্স এর যে টুলস গুলো আসে সেগুলো ব্যবহার করে।
-
ফরেক্স মার্কেট এ ইন্ডিকেটর এর অভাবে নেই। আমি নেট সার্চ করে কিছু প্রয়োজনীয় ইন্ডকেটর আমার চার্ট এ রাখি। টাইমিং একটা ইন্ডিকেটর আছে যেটা ক্যান্ডল ক্লোজ হতে কত সময় লাগবে তা দেখা যায়। কিছু নিউজ ইন্ডেক্টর আছে যেটা চার্ট এ সিগ্নাল দেয়। আর কখন কোন নিউজ প্রকাশ হবে তা দেখতে পাওয়া যায়।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অনেক ধরনের টুলস ব্যবহার করতে হবে। কারন আপনি যদি ফরেক্স মার্কেটে ভাল করতে চান তবে আপনার ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে হবে। ডেমোতে টুলস ব্যবহার করে প্রশিক্ষণ করলে আপনি খুব তাড়াতাড়ি ফরেক্স এ অভিজ্ঞ হতে পারবেন। এছাড়া মুভিং একটি নির্ভরযোগ্য টুল তবে সব ক্ষেত্রে নয়, ট্রেন্ড লাইন, চ্যানেল লাইন, আর.এস.আই ইত্যাদি। তবে সবচেয়ে ভাল এবং কার্যকর হলো প্রাইজ একশন যা কিনা অধিকাংশ প্রফেশলান ট্রেডারগন ব্যবহার করেন তাই আপনাকে এই সব বিষয় গুলো নিয়ে স্টাডি করতে হবে।
-
আমি মনে করি এটি প্রতিটি ব্যবসায়ী এবং তার ব্যবসায়ের কৌশল থেকে নির্ভর করে। এছাড়াও বাজারের mouvement সত্যিই অনেক পরিবর্তন। আমরা এখানে সদস্য হিসাবে আমাদের ট্রেডিং জার্নালগুলি থেকে তথ্য বিনিময় করার চেষ্টা করি এবং আপনি সেখানে কিছুটা ভাল ডিল পেতে পারেন।
উদাহরণস্বরূপ গত সপ্তাহে আমি একটি ভাল লাভ করেছি যা 180 টি পিপস পেরিয়ে গেছে, আপনারা উচিত সবসময় আমার ট্রেডিং জার্নালে বা অন্য কোনও সদস্যের ট্রেডিং জার্নালে আমার বিশ্লেষণটি একবার দেখে নিন এবং আপনার ধারণাগুলি দিন।ফরেক্স মার্কেট এ ট্রেডং করতে আমরা বিভিন্ন ধরনের টুলস ব্যাবহার করে থাকি কিন্তু কোন টুলস কিভাবে ব্যাবহার করে হয় তা আমাদের অনেকে জানেনা,তাই আমি বলি ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে আমাদের আগে টুলস চিনে নিলে ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে প্রফিট করা যাবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক রকমের টুলস পাওয়া যায়। আামর কাছে সফটওয়্যার টুলস হল নির্ভর যোগ্য। কারন নানা রকম টুলস ব্যবহারের চেয়ে সফটওয়্যার টুলস অনেক কার্যকারী।ফরেক্স মার্কেট এ এক একজন এক একধরণের টুলস ব্যবহার করে থাকে। আবার অনেকে টুলস ব্যবহার করেনা।এটা আপনার মন মানসিকতার উপর নির্ভর করে।আবার অনেকেই আছে তাদের ট্রেডিং চার্টে রং-বেরঙের ইন্ডিকেটর দিয়ে এনালাইসিস করে থাকে আবার অনেকেই তাদের ট্রেডিং চার্ট কে ঝকঝকা করে রাখে।আমরা বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে থাকি কিন্তু কোন টুলস কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা বুঝতে পারলেই লাভবান হতে পারব । অতএব আমরা জেনে শুনে টুলস ব্যবহার করার চেষ্টা করব ।ফরেক্স এর বাহিরে অনেক শত শত টুলস আছে। গুগল এ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকে। কিন্তু আমার মতে আমি যেটা ভাল বুঝি যে ফরেক্স এর যে টুলস গুলো আসে সেগুলো ভাল ভাবে ব্যবহার করলে অনেকটা লাভবান হবেন।