কত ভলিউম নিয়ে ট্রেড করা উচিত এটা নির্ভর করে একাউন্ট ব্যালেন্সের উপর। তারপরেও একেকজনের একটা নির্দিষ্ট ব্যপার স্যাপার থাকে। আমার মনে হয় ১০০ ডলারের একাউন্টে সর্বোচ্চ ৫ সেন্ট ভলিউমে ট্রেড করা যায়। অবশ্য ক্ষেত্র বিশেষে ১০ সেন্টেও ট্রেড নেয়া যায়। আবার একাউন্ট যদি ৫০০ ডলারের হয় তাহলে ২০ সেন্ট ভলিউমেও ট্রেড নেয়া যায়। আমি মনে করি একাউন্ট ব্যালন্সের ২০ ভাগের এক ভাগ কে সেন্টে প্রকাশ করে ট্রেড করা উচিত।