ব্যবসা করতে গেলে লাভ লস দুইটাই আছে। ব্যবসায় সব সময় লাভ হবে বিয়টি এমনা মাঝে মাঝে লস হওয়াট স্ভিবিক। কিন্তু লসটা কিন্তু এমনি এমনি হয়না এর পিচনে অনেক কারণ থাকে, কারণ ফরেক্স লস তখনই করে যখন ট্রেডার ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান না রেখে ট্রেড করে, মার্কেট এনালাইসিস না করে ট্রেড করে, মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করে।অতি লোভ করে ট্রেড করে। আসলে লসের কারণ কিন্তু আমরা নিজেনাই, আমরাই যদি একু সচেতন হয়ই জয়ত লস এডানো যাবে।