-
ফরেক্স মার্কেটিং একটা আন্তযার্তিক বিজনেস। প্রতেক ব্যাবসায় লাভ লস আছে । ঠিক তেমনি ফরেক্স বিজনেস এ লাভ লস আছে। ভাল টাইম মত দক্ষতার সাথে ট্রেড করতে পারলে এ ব্যবসাই লাভ হয়। আর সাধারনত বেশি লাভ করতে গেলে লস হয়। ফরেক্সে দক্ষতা অর্জন করতে হলে কিছু লেখাপড় দরকার রয়েছে । আপনি সঠীক ভাবে ট্রেড করে খুব সহজেই ফরেক্স থেকে আয় করতে পারেন। সুতরাং এ কথা বলা যায় যে, ফরেক্সে যারা একদম নতুন তাদের কিছু দক্ষতা অর্জনের জন্ন্য লেখাপড়া করা দরকার রয়েছে। লেখাপড়ার মাধ্যমে ফরেক্স মার্কেটিং সম্পর্কে অনেক কিছু যানা যেতে পারে।
-
আমার মনে হয় আমাদের দেশের বেশিরভাগ মানুষ ফরেক্স সম্পর্কে জানে না , আর যারা জেনে ফরেক্স করতে উৎসহিত হয় ঠিক তখনই তাদের সামনে বাঁধা হয়ে দাড়ায় ফরেক্স শিখাটা আমাদের দেশের ফরেক্স ট্রেডাররা যদি উপযুক্ত গাইড লাইন পেয়ে থাকে তবে অনেক দূর এগিয়ে যাবে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা কেনাবেচা করার ব্যবসা । এই ব্যবসা সকলের করার অধিকার রয়েছে । কেউ যদি ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং করে ভালো দক্ষতা অর্জন করতে পারে তাহলে সে এই মার্কেট থেকে প্রচুর পরিমাণ মুনাফা আয় করতে সক্ষম হবে । সেই জন্য আগে তার ফরেক্স ট্রেডিং ভালো ভাবে শিখতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে । তাই আমি মনে করি যারা বেকার বসে রয়েছে তাদের উচিত ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে দক্ষ হয়ে ট্রেডিং পরিচালনা তাহলে এই ফরেক্স মার্কেট থেকে মুনাফা আয় করে সাবলম্বি হতে সক্ষম হবে ।
-
আমরা জানি একটা সময় এদেশে ফরেক্সের কোনো অস্তিত্বই ছিল না। আস্তে আস্তে এখানে ট্রেডাররা আসতে শুরু করে। এখন টুকটাক ছড়িয়ে যাচ্ছে ফরেক্স। আসলে এটা সম্ভব হচ্ছে আমরা যারা ফরেক্সে ঢুকেছি তারা অন্যদের উৎসাহিত করছি। আমি নিজেও কয়েকজনকে ফরেক্সের ব্যপারে বলেছি। অন্যরাও জানতে চায়।
-
অামি নতুন হয়েও অনেক বেকারদেরকে এই কাজে যোগদান করেছি অনেককে । নতুনদেরকে ভালোভাবে বুঝিয়ে কাজে লাগাতে হবে । তারা অবশ্যই ভালো ফল ভোগ করতে পারবে । অামরা তাদেেরকে ডেমো শিখিয়ে দেব তাহলেই তারা বুঝতে পারবে অল্পতেই । অার লোভকে সামলাতে বলব ।
-
ফরেক্স করে লাভবান হতে চাইলে অনেক বেশি পরিমাণে ফরেক্স এর সাথে লেগে থাকতে হবে । ফরেক্স নিয়ে বেশি পড়লেখা করতে হবে এবং ফরেক্স বাংলা ফোরাম এর মত সাইটগুলোতে এসে নিজের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করতে হবে । যে যত বেশি পরিমাণে ফরেক্স এর সাথে নিজের ভালো একটা সম্পর্ক তৈরী করতে পারবে সে তত বেশি পরিমাণে সফলতা লাভ করতে পারবে । তাই আমরা নতুনরা কোন ভাবেই হতাশ হলে চলবে না ।
-
এখন আমাদের হাতের কাছে আছে ফরেক্স ,কন টেন্সন নই। যারা ফরেক্স এ নতুন তাদের জন্য আমাদের খুব ভাল পোস্ট দিতে হবে এই টা দেখে ২তাদ্বের যেন ফরেক্স এর প্রতি একটা আজ্ঞহ আসে ।নতুন দের ভাল করে তুলতুলতে হবে ।তাদের শেখাতেহবে ফরেক্স থাকে কিভাবে ইনকাম করতে হই ।
-
ফরেক্স থেকে কিভাবে টাকা ইনকাম করতে হই এক বার যদি তাদের বিলে দেয়া হই এবং শিখিয়ে দেয়া হই তাহলে তারা তাদের ,সময় এই ফরেক্স এর জন্য ব্যয় করতে পারে তাই তদের উতসাহ দিতে হবে এই ফরেক্স করতে ্যাতে তাদ্র এই ফরেক্স প্রতি গুরুতব আসে ।
-
আমরা জানি আসলে একটা সময় এদেশে ফরেক্সের কোনো অস্তিত্বই ছিল না। আস্তে আস্তে এখানে ট্রেডাররা আসতে শুরু করে। এখন টুকটাক ছড়িয়ে যাচ্ছে ফরেক্স। আসলে এটা সম্ভব হচ্ছে আমরা যারা ফরেক্সে ঢুকেছি তারা অন্যদের উৎসাহিত করছি। আমি নিজেও কয়েকজনকে ফরেক্সের ব্যপারে বলেছি। অন্যরাও জানতে চায়।
-
ফরেক্স এ যারা নতুন তাদের কে উতসাহিত করতে হলে আমদের ফরেক্স বিষয় এ জন্তে হবে জতে ও রা এই কাজ করতে পারে এবং চাই । তাদের বলতে হবে যে আমাদের এই ফিওরেক্স মার্কেট টা অনেক ভাল এখানে অনেক ভাল ভাল হহান পাওয়া যাই,এ থেকে আবার টাকা ইনকাম করা সম্ভভ।