-
কোন কিছুতেই লোভ করা ভাল নয়। লোভ করে যারা কোন কাজ করে তাদের 90%ই লস হয় বা সাফলতা অর্জন করতে পারে না। তেমনি ফরেক্স মার্কেট এ এই লোভ করা মানে ফরেক্স মার্কেট থেকে লস করা। লোভ করে ফরেক্স এ যারা আসে তারা ফরেক্স মার্কেট এ বেশী দিন টিকে থাকতে পারে না। তাই আামরা যখন ফরেক্স মার্কেট এ কাজ করব তখন এই লোভ টাকে সামলে রেখে ফরেক্স মার্কেট এ কাজ করব।
-
কোন কিছুতেই লোভ করা ভাল নয়। লোভ করে যারা কোন কাজ করে তাদের 90%ই লস হয় বা সাফলতা অর্জন করতে পারে না। তেমনি ফরেক্স মার্কেট এ এই লোভ করা মানে ফরেক্স মার্কেট থেকে লস করা। লোভ করে ফরেক্স এ যারা আসে তারা ফরেক্স মার্কেট এ বেশী দিন টিকে থাকতে পারে না। তাই আামরা যখন ফরেক্স মার্কেট এ কাজ করব তখন এই লোভ টাকে সামলে রেখে ফরেক্স মার্কেট এ কাজ করব।
-
লোভের ক্ষেত্রে কিছু ট্রেডারের মন মানশিকতা এমন থাকে যে, সে মনে করে বা চায় ফরেক্সে প্রতিটি পিপ থেকেই সে প্রফিট তুলবে । আবার অনেক ট্রেডার মনে করে সে সব সময় লাভই করবে তার লস হবে না, আর লাভ এরক্ষেত্রে তার কোন লিমিট নেই। এধরনের ট্রেডারের কোন মানি ম্যানেজমেন্ট থাকে না, আবার অনেক সময় থাকলেও অতিরিক্ত লোভের কারনে সব ভুলে গিয়ে ভুল পথে পা বারায়। পরিশেষে এই অতিরিক্ত লোভের আশা অতিরিক্ত লস নিয়ে আসে।
-
আমরা জানি লোভ আমাদেরকে নিঃস্ব করে দেয়। তাই লোভ না করে আমাদেরকে ধীরে ধীরে ট্রেড করে প্রফিট করা শিখতে হয়। আমরা যত ধীরে ট্রেড করব ততই ভাল ট্রেডার হতে পারব। একজন প্রফেশনাল ট্রেডার অনেক শক্ত মানসিকতা নিয়ে ট্রেডে টিকে থাকেন। ফরেক্স একটি জটিল মানসিক শক্তির খেলা।
-
ফরেক্স মার্কেট এমন এক ধরনের মার্কেট যেখানে অল্প সময়ের মধ্যে অধিক লাভ করা সম্ভব আবার অধিক লস করাও সম্ভব ।ফরেক্স মার্কেট এ প্রায় লোক লোভের কারনে ক্ষতিগ্রস্থ হয় ।এই মার্কেট থেকে লাভবান হতে হলে লোভকে নিয়ন্তন এ আনতে হবে ।যখন একজন ব্যাক্তি লোভকে নিয়ন্ত্রনে রেখে কাজ করবে সে অবশ্যই লাভবান হবে ।তাই ফরেক্স এ লোভ না করে বুঝে শুনে ট্রেড করা উচিত ।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যেটা ঘরে বসেই আয় করা যায় । এই ব্যবসাতে লাভ লস আছে । তবে সবাই্ শুধুই রাভের স্বপ্ন দেখে । তাই লোভে পড়ে অনেকেই বড় বড় ট্রেড করে থাকে এবং বড় ধরনের লোস করে ব্যালেন্স হারায় ।অনেকে আবার বেশী লাভের আশায় সময় মত ট্রেড ক্লোজ করে না । ফলে রস হয় এবং ক্ষতিগ্রস্থ হয় ।
-
আমরা যারাই লোভ করব তারাই লসে পড়ে যাবো । আমরা কখনোই লোভ করব না । যদি আমরা লোব করি তাহলে অবশ্যই অকৃতকার্য হয়ে যাবো । সুতরাং আমরা কখনোই এই ব্যবসা করতে গিয়ে লোভে যেন না পড়ে যাই । সুতরাং আপনারাও খেয়াল রাখবেন যে কোন কারণে যেন লোভ না হয়ে যায় তাহলেই ক্ষতি হয়ে যাবে ।
-
লোভের পরিণাম মুলত ক্ষতি । আমরা লোভ করি এবং পরিণোমে অনেক বেশি পরিমাণে লস করি । অাসলে লোভের মধ্য আমরা আপতঃ দৃষ্টিতে কিছু অর্জন করার মত অবস্থা দেখতে পায় । কিন্ত মুলত লোভের কারণেই অনেকে আজ পর্যন্ত প্রচুর পরিমাণে লস করছে । তাই লসের হাত থেকে রক্ষার অন্যতম উপায় হল নিজেকে অভিজ্ঞ ও অনেক বেশি পরিমাণে দক্ষ করে গড়ে তোলা ।
-
ভাই ফরেক্স লোভ করা মানে বকামি ফরেক্স আপনি যত লোভ করবেন আপনি তত লস করবেন মনে রাখবেন লোভে পাপ আর পাপে মত্যু| ফরেক্স আপনি লাভ করতে পারবেন তখনি যখন আপনি ফরেক্স ক=দক্ষতা আজন করতে পারবেন তবে কোন সময় বেশি লোভ ভাল না এতে আপনার লস হবের সম্ভবনা থাকে |
-
অবশ্যই লোভ করে আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি । অামরা সব সময় দক্ষতা অর্জন করার চেষ্টা করব । যে যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী লাভবান হয়ে যাবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলে আমরা সফলকাম হতে পারব । আমরা ফরেক্স মার্কেটে কখনোই লোখ করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব ।