-
লাভ করলৈ রিক্সও কম লাগে । অামরা বেশী রিক্স নিয়ে কোন কাজ করতে গেলেই সেখানে বিপদের সম্ভাবনা থাকতে পারে । অার অামরা বিপদে পড়ে যাব এমন ধরনের কাজ থেকে সর্বদা দূরে থাকব । অামরা ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব । রিক্স নিয়ে কোন উপকারে অাসবে না । ফলে অামরা ভালোভাবে এই মার্কেটে টিকে থাকতে পারলেই লাভবান হতে পারব ।
-
অনেকের মতে ফরেক্স মার্কেটে কম লাভ করার মন মানসিকতা থাকলেই সে বেশী লাভবান হতে পারে । কেননা কম লাভ মানেই কম রিক্স । সুতরাং আমরা সব সময় ট্রেড করার সময় অবশ্যই আমরা রিক্স নেবই নয় তাহলেই সফলতা সম্ভব । আপনারা সব সময় চেষ্টা করবেন এবং ধৈর্য্য ধারণ করেন অবশ্যই সফলকাম হতে পারবেন । যখনই আমরা ট্র্রেড করব তখনই সবদিক খেয়াল করে তারপর করব তাহলেই উন্নতি আশা করা সম্ভব ।
-
ফরেক্স মার্কেট এ সবাই চায় কম ইনভেস্ট করে বেশী আয় করতে। প্রত্যক ট্রেডার এর মন এই রকম হয়ে থাকে। আমি নিজেও চাই কম ডলার দিয়ে বেশি প্রফিট করতে। যার ফলে লস রিকভার করতে যেয়ে বড় লসে পরে যাই। কারন লট সাইজ যেটা বড় করে দেই, সেই ট্রডটাই লস হয়।
-
প্রত্যক ট্রেডার এর এটা ভাবা উচিত যে কম রিস্ক নিলে কম লাভ হবে। আবার ট্রেড এর কোন ১০০% নিশ্চয়তা নেই যে প্রফিট হবেই। কম রিস্ক নিলে একাউন্ট এ বড় ধরনের ক্ষতি হতে পারবে না। তাই একাউন্ট এর পারসেন্টেজ হিসাব করে ট্রেড করুন।
-
কম লাভ কম রিস্ক অথবা কম রিস্ক কম লাভ। অপরদিকে বেশি লাভ বেশি রিস্ক অথবা বেশি রিস্ক বেশি লাভ। আমি বোঝতে চাইছি যে, এখানে একই বাক্য গুড়িয়ে বললে এর রুপ ভিন্ন রকম হয়। ফরেক্স ব্যবসায় যতি কম রিস্ক নেওয়া যায় তবে লাভ কম হয় এবং এই লাভ নিরাপদজনক। আমি মনে করি , কম রিস্ক বেশি লাভ। কারন , আমি প্রমান পেয়েছি যে বেশি আশা করা বা তৃপ্ত না হওয়ােই হচ্ছে লোভ তাছাড়া তাই আমি কম রিস্ক নিলে আমার লাভও বেশি হয়।
-
মাত্র ৩ বার ব্যালেন্স জিরো !আর আমার তো অসংখ্য বার ব্যালেন্স জিরো হয়েছে৷সঠিক ভাবে মানি মেনেজমেন্ট করা বুঝতে পারি নাই৷ব্যালেন্সের তুলনায় বড় লটে ট্রেড করেছি৷আবার বেশি লাভের আশায় লোভে পড়ে ওভার ট্রেডিংও করেছি বহুবার৷ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷তাই কম লাভ কম রিস্কই ভালো৷
-
ফরেক্স এ যারা বেশি লাভের চিন্তা করেন অল্প ব্যালেন্স এ তারা ফরেক্স এ অল্পদিনেই ঝরে পরেন। ফরেক্স মার্কেট এ কম রিক্স নিলে কম লাভ হবে। কিন্তু বেশি রিস্ক নিলে বেশী লাভ হবে তেমনি লস হলেও ঠিক সমান লস হবে। তাই দুইদিক ভেবে চিনতে ট্রেড নেওয়া উচিত।
-
ফরেক্স মার্কেটে যারা বেশি টাকার লোভ করে তাদের উচিত হবে টাকার লোভ না করে বরং একটা সুষ্ট পরিকল্পনা করে তার উপর নির্ভর।বেশি লোভ করলে একাউন্টাই চলে যেতে পারে।ফরেক্স মার্কেটে যারা নতুন প্রবেশ করে তারা অধিক হারে লোভ করতে চায় ফলে তারা ক্ষতির সম্মুখীন হয়। তায় কম লাভ করায় ভাল।তাই আমার কম ঝুকিতে কম টাকা আয় অনেক ভালো, তাই আমার মনে হয় কম ঝুকিতে কম টাকা আয় করাই ভালো।
-
ফরেক্স মার্কেটটি মূলত রিস্কি একটা মার্কেট। এখানে আপনাকে সর্বদা রিস্ক নিয়েই কাজ করতে হবে। তবে আপনার ফরেক্স এ টিকে থাকার পিছনে নির্ভর করে যে আপনি এখানে কি পরিমাণ রিস্ক নিয়ে ট্রেড ওপেন করছেন। যদি ফরেক্স মার্কেট এ একজন সফল ট্রেডার হিসেবে টিকে থাকতে চান এবং প্রফিট করতে চান তাহলে অবশ্যই কম কম রিস্ক নিয়ে ট্রেড করুন।
-
ফরেক্সে কঅম লাভ কম রিক্স এই মন্ত্র নিয়ে যদি ট্রেড করা যায় তবে এখানে টিকে থেকে আয় করা সম্ভব । তাই লোভ না করে অল্প রিক্স নিয়ে ট্রেড করা এবং অল্প লাভে বিরত থাকা । বেশি লাভের আশায় বেশি ট্রেড দিলে ভুল হতে পারে ।