-
ফরেক্স এমন একটি ব্যবসায় যা সম্পুন আপনার ধ্যান ধারনার অপর নিরভর করে। কারন ট্রেড করার সময় যদি আপনি অন্য মানুস্ক থাকেন তাহলে আপনি ফরেক্স এ লস করবেন। ট্রেড করার সময় আমাদের খুব সাবধানে ট্রেড করতে হবে। আমার মতে ফরেক্স করার সময় আপনাকে একটি ভিন্ন কক্ষ নিরধারন করে সেখানে ট্রেড করা উচিত।
-
ফরেক্সের ব্যবসার জন্য আলাদা কোন জায়গার প্রয়োজন হয়না এটা ঘরে বসেই করা যায়। তবে কিছু কিছু সময় মন স্হির করে ফরেক্সের কাজ করতে হয় তথন আলাদা কোন জায়গা হলে ভাল হয় । অনেক সময় দেখা যায় যারা ঘরে বসে কাজ করে তাদের পারিবারিক সমস্যার কারনে কাজে সমস্য ঘটতে পারে । এক্ষেএে আলাদা একটা রুম অথবা কোন অফিসে গিয়ে কাজ টা করলে ভাল হয় । কেননা খুব ঠান্ডা মাথায় ফরেক্সের কাজ করতে হয় একবার উলট পালট হয়ে গেলে ট্রেড করার ক্ষেএে লস হতে পারে । তাই আমি মনে করি ফরেক্সের ট্রেড বাসায় আলাদা রুম অথবা কোন অফিস থাকলে ওথানে কাজ করা সুবিদাজনক।
-
আমি একজন ছাত্র তাই লেখাপড়ার পাশাপাশি এই ব্যবসা করি। ফরেক্স মার্কেটে যারা ট্রেড করে সফল হয় এবং অনেক মূলধন বিনিয়োগ করে ব্যবসা করে তাদের উচিত আলাদা কোথাও এই ব্যবসা করা। কারন ঘরে পরিবারের মাঝে এই ব্যবসা করলে আপনার মনযোগ ট্রেডে সম্পূর্ন দিতে পারবেন না এবং বড় ধরনের লস করতে পারেন। তাই কোন অফিস ভাড়া করে সেখানে স্বাধীন ভাবে মাথা ঠিক রেখে ট্রেড করতে হবে। তাহলে এই ব্যবসায় সফল হতে পারবে। আমি ফরেক্স মার্কেটের ব্যবসা ঘরে বসে করি ।
-
রেক্স ট্রেডিং করার জন্য আমার কোন অফিস নেই তবে আমি আমার বাসাকেই অফিসের মত ব্যাবহার করে ফরেক্সে ট্রেড করে থাকি আমাদের অনেক বন্ধু রয়েছে যারা ফরেক্সে ট্রেড করে আর আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা অবশ্যই সবাই মিলে ফরেক্স ট্রেডিং একই জায়গায় বসে করার জন্য একটি অফিস তৈরি করব তবে তার জন্য সময় লাগবে।
-
ফরেক্স ট্রেড এমন একটা বিজনেস যা
ঘরে বসে আপনি করতে পারবেন। তবে
ট্রেড করার সময় আপনার মনোযোগ নষ্ট
হলে আপনি লস করতে পারেন। তাই
সবসময় ঠাণ্ডা মাথাই ট্রেড করা উচিৎ।
তাই কারো যদি বাসাই ট্রেড করার মত
ভালো পরিবেশ না থাকে তাহলে
আপনি অন্য কোথাও ট্রেড করতে
পারেন। আর বাসাই যদি ট্রেড করার
ভালো পরিবেশ থাকে তাহলে আমার
মনে হয় বাসাই ট্রেড করাই ভালো।
-
না আমি ফরেক্স করার জন্য আলাদা কোন কোর্স করিনি। যারা এ বিষয়ে অভিজ্ঞ তাদের কাছ থেকে শিখেছি এবং বেশী বেশী করে ডিমো প্রাকটিস করে এ বিষয়ে অভিজ্ঞ হয়েছি
-
ফরেক্স ব্যবসা বাসায় বসেই করা যায় এটা একটা উল্লেখযোগ্য বিষয়। কিন্তু আমি দেখেছি ফরেক্স ট্রেড করার জন্য মাঝে মাঝে খুবই মনোযোগী হতে হয়। তাই আমি মনে করি যারা উল্লেখযোগ্য মূলধন নিয়ে ফরেক্স ব্যবসা করেন তারা আলাদা কোন অফিস নিয়ে সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফরেক্স ট্রেডিং করা উচিত।কিন্তু আপনি যদি এইটাকে ব্যবসা বাণাতে চান তহলে আপনাকে অবশ্যই ফরেক্স ভলো করে জানতে হবে এবং এটার জন্য আপনাকে পরিবারের বাইরে করলেই ভালো হয়।তাই আম ফরেক্স করার জন্য বাড়িতেই ভালো মনে করে থাকি।
-
এটা আসলে আপনার ব্যাক্তিগত ধারণা কিংবা অভিজ্ঞতাও বলা যায় , কারণ আপনি অভিজ্ঞতা অর্জন করেই আমাদের সাথে তা শেয়ার করেছেন ফরেক্স মার্কেটে অসংখ্য ট্রেডার আছি সবার কি অফিস কিংবা আলাদা স্থানে গিয়ে ট্রেড করা সম্ভব ? আমারা সামাজিক জীব এবং পরিবারেই আমাদের সকল কাজের উৎস কিছু ট্রেডে মনোযোগ কিছুটা ব্যাঘাত ঘটলেও পরবর্তীতে তা সহজেই মানিয়ে যায় তাই ট্রেড করুন রিলেক্স মুডে
-
ফরেক্স ব্যবসা বাসায় বসেই করা যায় এটা একটা উল্লেখযোগ্য বিষয়। কিন্তু আমি দেখেছি ফরেক্স ট্রেড করার জন্য মাঝে মাঝে খুবই মনোযোগী হতে হয়; বিশেষ করে যখন মার্কেট উত্থান পতন বেড়ে যায়। সে সময় মনে হয় আমার হার্টবিট বেড়ে যায়। কিন্তু বাসায় যদি পরিবারের অন্য সদস্য থেকে থাকে, তাদের কারনে ট্রেডিং এ মাঝে মাঝে মনোযোগের ব্যাঘাত ঘটে থাকে। তাই আমি মনে করি যারা উল্লেখযোগ্য মূলধন নিয়ে ফরেক্স ব্যবসা করেন তারা আলাদা কোন অফিস নিয়ে সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফরেক্স ট্রেডিং করা উচিত। আপনাদের মতামত কি?
-
ফরেক্স ট্রেডিং কাজ খুব ধৈর্য সহকারে মাথা ঠাণ্ডা রেখে করতে হই। ফরেক্স ট্রেডিং আপনি আপনার পছন্দ মতো জাইগাই গিয়ে করতে পারেন। ফরেক্স ট্রেডিং কাজ আপনি যদি বারিতে করেন তাহলে নিজে একা ধৈর্য সহকারে করতে পারেন।