আমি মোটামুটি অনেক দিন ধরেই ট্রেড করি তাই আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, যে কাজ যে সময়ে করার প্রয়োজন সে কাজ সেই সময়েই করাটা উচিৎ অর্থাৎ অসুস্থ অবস্থায় ট্রেড করা উচিৎ নয়। কারণ, অসুস্থ অবস্থায় মন মানুসিকতা স্বাভাবিক থাকে না। ধন্যবাদ
Printable View
আমি মোটামুটি অনেক দিন ধরেই ট্রেড করি তাই আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, যে কাজ যে সময়ে করার প্রয়োজন সে কাজ সেই সময়েই করাটা উচিৎ অর্থাৎ অসুস্থ অবস্থায় ট্রেড করা উচিৎ নয়। কারণ, অসুস্থ অবস্থায় মন মানুসিকতা স্বাভাবিক থাকে না। ধন্যবাদ
কোন কাজ অসুস্ত থাকা অবস্থাই করলে সঠিক ভাবে করা যাই না ফরেক্স মার্কেট ট্রেড করতে হলে অবশ্যই ফ্রেশ মন নিয়ে কাজ করতে হবে তা না হলে ভুল করে ট্রেড করলে বাবসা এ লস হবে সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে সুস্ত অবস্থাই ট্রেড করতে হবে
আমি মনে করি শুধু অসুস্তাবস্থায় নয় যখন আপনার মন মানসিকতা ভাল থাকেনা , মনের উপর চাপ থাকে তখন ট্রেড না করাটা ভাল । করলেও সমস্যা নেই । তবে এই অবস্থায় লস করার সম্ভাবনা বেশি থাকেও । কারণ এই অবস্থায় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবেন ।
কোন মতেই অসুস্থ অবস্থায় ট্রেড করা উচিত নয়, কারণ ট্রেড করতে হলে আপনার মানুসিক অবস্থা ভালো রাখতে হবে মাথা ঠাণ্ডা রেখে এনালাইসিস করে ট্রেড করতে হবে যেটা অসুস্থ অবস্থায় সম্ভব নয়, ফরেক্স ট্রেড করার সময় প্রত্যেকটি ট্রেডারই দুশ্চিন্তা করে থাকে ট্রেড কোনদিকে যাবে লাভ না লস আর প্রেসার একজন অসুস্থ ট্রেডারের পক্ষে নেওয়া ঠিক হবে না। যদিও করেন তাহলে স্টপলস/টেকপ্রফিট ব্যবহার করে ট্রেড করতে পারেন।
ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি ইফেক্ট করে মানসিকতা। আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনার ব্রেন খুব দ্রুত এমনকি নির্ভুল সিদ্ধান্ত দিবে। কিন্তু আপনি যখন অসুস্থ থাকবেন তখন আপনি নির্ভুলভাবে ট্রেড করতে বার্থও হতে পারেন। তাই আমি মনে করি অসুস্থ অবস্থায় ট্রেড করা উচিৎ নয়। ধন্যবাদ
অসুস্থ অবস্থায় ট্রেড করা আসলেই উচিৎ নয়। অসুস্থ অবস্থায় ট্রেড করলে আপনার ট্রেড ভুল হতে পারে। আপনি যখন শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই সুস্থ থাকবেন তখনই মুলত ট্রেড করবেন। কারণ, সবসময় যে ট্রেড করতে হবে এমন কোন কথা বা ধরা বাধা নিয়ম নেই। তাই আমি বলব, পুরনাঙ্গ সুস্থতায় ট্রেড করলে আপনি অনেক প্রফিট করতে পারবেন। ধন্যবাদ
মানুষের মন আর শরীর দুইটা ভালো থাকলে সব কিছু করতে ভালো লাগে,,, তেমনি কাজের সময় ও মন ভালো থাকতে হবে,, শরীর ভালো থাকতে হবে,,,, ফরেক্স এ কাজ করার জন্য ভালো মন মানোসিকতা দরকার যা অসুসথ হলে আপনি পারবেন না,,,,
আমার মনে হয় অসুস্হ অবস্হায় ট্রেড করা ঠিক নয় কারন অনেক সময় ট্রেড করা কিছুটা জটিল হয়ে দাড়ায়। আবার আমাদের মাথার উপর পেসার পড়লে আমরা অসস্হি মনে হয়। আবার আমাদের যেহুতু মাথা ঠিক রেখে কাজ করতে হয় তােই আমাদের অসুস্হ অবস্হায় ট্রেড করা ঠিক নয়। আমরা অসুস্হ অবস্হায় ট্রেড করলে লস হতে পারে ৮০% তাই অসুস্হ অবস্হায় ট্রেড না করায় ভালো। :ধন্যবাদ।
আমার মতে অসুস্থ অবস্থায় কোন ভাবেই টেড ওপেন করা ঠিক নয় কারন অনেক সময় মার্কেট এর অবস্থার উপর নির্ভর করে কম বা বেশি লটে টেড নিয়ে থাকি তো ধরন আপনি অসুস্থ থাকা কালে একটু বেশি লটে ট্রেড নিয়ে নিলেন এবং অনাকাংখিত ভাবে আপনার মার্কেট ট্রেন্ড বিপরীদে যাওয়া শুরু করলো তবে সেক্ষেত্রে আপনি কি আরও বেশি অসুস্থ হবেননা?। ধন্যবাদ।
আসলে ট্রেড করতে হলে সুস্থ মানষিকতার অবশ্যই প্রয়োজন একজন সুস্থ ব্যাক্তি যেভাবে ট্রেড করতে পারবে একজন অসুস্থ ব্যক্তি পক্ষে সেটা সম্ভব নায়। আর আমার মনেহয় অসুস্থ অবস্থায় ট্রেড করাই উচিত না। যদি আপনি অসুস্থ থাকেন বা মন খারাপ থাকে তাহলে আমার পরামর্শ হল আপনি মার্কেট থেকে সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এটা আপনাকে আরোভালো টেড করত সাহাজ্য করবে।