-
আমি ফরেক্স মার্কেট এ রিয়েল এখনো লাভ করতে পারি নি। তবে আমি ডেমোতে অনেক লাভ করেছি। আমি প্রত্যেকটা ট্টেডে 20% করে লাভ করেছি আবার কিছু সময়তে লস ও করেছি। আমার এখন লসের দিকটা অনেক কম হবে কারন আমি ডেমোতে অনেকটা ক্লিয়ার হয়ে গেছি যে কীভাবে ফরেক্স থেকে লাভ করা যাবে।
-
আমি ফরেক্স মার্কেটে প্রথম অবস্থায় একটু বেশি বেশি লস খেতাম আসলে তখন আমার ফরেক্স সম্পর্কে তেমন একটা ধারণা বা অভিজ্ঞতা ছিল না। এমনকি তখন আমি ডেমো অনুশীলনও করতাম না। তাই আমি মনে করি প্রত্যেক ট্রেডার যেন আগে ডেমো অনুশীলন করেন তাহলে অনেক বেশি ফরেক্স সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠা যাবে। এখন আমি নিয়মিত ডেমো অনুশীলন ছাড়াও বিভিন্ন ধরনের নিউজ ও মার্কেট এনালাইসিস নিয়ে ব্যাপক পর্যালোচনা করার চেষ্টা করি। আর এসকল অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বর্তমানে মোটামুটি ফরেক্স মার্কেট থেকে নিয়মিত প্রফিট অর্জন করতে পারছি।
-
আমি অধম গত সাড়ে চার বছর যাবৎ ধরে ফরেক্স মার্কেটে নিয়মিত ট্রেডিং করার কৌশল গুলো ব্যাপক ভাবে জানার চেষ্টা করছি এবং পাশাপাশি সেগুলো ডেমো ও রিয়েল একাউন্টে ট্রেড করে করে ট্রেডিং অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করার চেষ্টা করছি৷গত সাড়ে চার বছর পর এখন মনে হচ্ছে আমার ট্রেডিং স্ট্রাটেজি মোটামুটি মজবুত হয়েছে৷তাই মাত্র কয়েকদিন হলো আমি নিয়মিত কম-বেশি সাফল্য দেখতে পারছি৷এতে আমি নিশ্চিত হয়েছি যে ফরেক্স মার্কেটে সফল হতে হলে বেশ কয়েক বছর সময় লেগে যায়৷সম্ভবত সেই লম্বা সময়টুকু আমি পাড়ি দিয়ে এসেছি৷তাই এখন আমি পূর্বের তুলনায় বেশ ভালই সফলতা পাচ্ছি,এখন আর আগের মতো তেমন লস হচ্ছে না বরং খুব অল্প অল্প করে হলেও প্রফিট হচ্ছে৷পূর্বের লসগুলো এখন রিকোভার হচ্ছে৷
-
ভাই এই মার্কেটে আমি প্রায় অনেক বছর ধরে রয়েছি এবং অনেক লসও হয়েছে বলা যায়, তবে অনেক কিছুই পেয়েছি, অনেক অভিজ্ঞতাও হয়েছে এবং সবকিছু হিসাব করলে এখন পর্যন্ত বেশ লাভের মধ্যেই দিন কেটে যাচ্ছে। তাই আশা করছি ভবিষ্যতে যেন আরও বেশি প্রফিট নিতে পারি।আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে টিকে থাকার জন্য প্রচুর দক্ষতার প্রয়োজন, যেটা একটু একটু করে আমাদের সকলকে অর্জন করে যেতে হবে সারাজীবন। কারন এই মার্কেটে শেখার কোন শেষ নেই।
-
আমি লাভ এবং লস দুটোতেই আছি। তবে লসের পরিমাণ সবচেয়ে বেশি। ফরেক্সে লাভ করতে হলে মার্কেট সম্পর্কে ভাল ধারনা থাকা চাই। কেননা অভিজ্ঞতা ছাড়া আমরা কখনোই এখান থেকে লাভ করতে পারব না। তাই ডেমো ট্রেড করে আমাদেরকে বিভিন্ন কৌশলগুলো আয়ত্ব করতে হবে।
-
আমি মোটামোটি পযায়ে পড়ে রয়েছি।আশা করি ভবিষ্যতে ভাল পর্যায়ে যাব।যেটা একটা ভাল দিন উন্মোচন করবে।আমরা চাইলে চেষ্টার মাধ্যমে সফলতা পেতে পারি।যেটা একটা বড় দিক উন্মোচন করবে।সুতরাং এটার মাধ্যমে আমরা ভবিষ্যতে বহু দূর যাব বলে আশা রাখছি।দেখি সামনে কতদূর যেথে পারি।
-
আমি দির্ঘদিন ধরে ফরেক্স ব্যবসা এর সাথে জড়িত। এখান থেকে আমার লসের তুলনায় লাভের পরিমান অনেক বেশী
-
আমি লাভ এবং লস দুটোতেই আছি। তবে লসের পরিমাণ সবচেয়ে বেশি। ফরেক্সে লাভ করতে হলে মার্কেট সম্পর্কে ভাল ধারনা থাকা চাই। কেননা অভিজ্ঞতা ছাড়া আমরা কখনোই এখান থেকে লাভ করতে পারব না। তাই ডেমো ট্রেড করে আমাদেরকে বিভিন্ন কৌশলগুলো আয়ত্ব করতে হবে। তবে ডেমোতে প্রায় সময় আমি লস করি । কেননা শুরুতে আমি লাভ লসের কথা চিন্তা না করে ভালভাবে ফরেক্স শিখার উপর গুরুত্ব দিচ্ছি । আর নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে কোন ধরনের প্রফিটের অভাব হবে না ।
-
আমি ফরেক্স মার্কেট এ রিয়েল এখনো লাভ করতে পারি নি। তবে আমি ডেমোতে অনেক লাভ করেছি। আমি প্রত্যেকটা ট্টেডে 20% করে লাভ করেছি আবার কিছু সময়তে লস ও করেছি। আমার এখন লসের দিকটা অনেক কম হবে কারন আমি ডেমোতে অনেকটা ক্লিয়ার হয়ে গেছি যে কীভাবে ফরেক্স থেকে লাভ করা যাবে।
-
আমি দীর্ঘদিন ধরে ফরেক্স ব্যবসায় এর সাথে জড়িত। আমি এখান থেকে সফল। প্রথম দিকে একটু লস বেশী হত। কিন্তু যখন আমি ফরেক্স ব্যবসায় দক্ষ হলাম , তখন থেকে আমার লস পরিমান ৮০% কম। তবে আমি বলব, ফরেক্স ব্যবসায় করতে হলে এবং লাভবান হতে হলে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে ।