টাকা আয়ের সবচেয়ে কষ্টকর মাধ্যম হলো ফরেক্স
Quote:
Originally Posted by
zaman
আমাদের দেশের বর্তমান পরিস্থিতে চাকুরী পাওয়া অনেক কষ্টের তাছাড়া চাকুরী পেলেও ভালো বেতন পাওয়াটা দুস্কর।এমতবস্থায় বাংলাদেশের ফরেক্স বাংলাদেশের বেকারদের জন্য আয়ের খুবই ভালো একটা পথ।তারা চাইলে এটাকে ভালোভাবে শিখে ঘরে বসেই অনেক টাকা আয় করতে পারবে।
ভাই, এই পোষ্টটির জন্য আপনাকে ধন্যবাদ। আপনি পোষ্টটি দিয়েছেন বিধায় আমি একটু মন্তব্য করতে চাই, দয়া করে আপনি মন খারাপ করবেন না। আমরা যারা ফরেক্স করি তাদের প্রকৃত সত্য এটাইা যে প্রায় ৯০% থেকে ৯৫% ট্রেডার মার্কটে লস করে থাকেন। ভাই, টাকা আয় খুব সহজ নয়। আমি মনেকরি, যারা ফরেক্স না বুঝেন তারা ফরেক্স করতে আইসেন না। কারণ যে ফরেক্স সম্পর্ক একটু বেসিক বুঝেন তারাই মনে করে যে ফরেক্স থেকে অল্প সময়েই প্রচুর টাকা ইনকাম করা সম্ভব । কিন্তু ব্যাপারটা সম্পুর্ণ উল্টা। আর যারা ফরেক্স ব্যবসায় আছেন তার যেন কোন অবস্থাতেই হাল ছেড়ে বের হয়ে না যান। আর ছাত্র অবস্থায় কথনো কেউ ফরেক্স না করেন এটাই কামনা করি।