ফরেক্স এখন পর জন্তো শিখছি। তবে আমি নিজে অনেক স্টাডি করছি। অনেকে হেল্প চায় তাদের কে আমি হেল্প করি ফরেক্স এর ব্যপারে। আমি ব্যক্তিগত ভাবে কাউকে এখনও ফরেক্স শিখাই নি। তবে ভাবছি আমি ফরেক্স শিখাবো। ফরেক্স খুব ভালো যদি আপনি করতে পারেন।
Printable View
ফরেক্স এখন পর জন্তো শিখছি। তবে আমি নিজে অনেক স্টাডি করছি। অনেকে হেল্প চায় তাদের কে আমি হেল্প করি ফরেক্স এর ব্যপারে। আমি ব্যক্তিগত ভাবে কাউকে এখনও ফরেক্স শিখাই নি। তবে ভাবছি আমি ফরেক্স শিখাবো। ফরেক্স খুব ভালো যদি আপনি করতে পারেন।
ফরেক্স মার্কেটে আমি অনেক দিন যাবত কাজ করে অর্থ ইনকাম করছি আমি আমার ৪ থেকে ৫ জন ফ্রেন্ড কে এই ফরেক্স ব্যাবসা শিখাতে পরেছি,আমি আমার ফ্রেন্ড দের বলেছি অবসর সময় কে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট থেকে বাড়তি অর্থ ইনকাম করা যায়।
আমি নিজেই ফরেক্স ট্রেডিং শিখেছি আমার খালাতো ভাইয়ের কাছ থেকে। এরপর আমার মামাতো ভাইকে ফরেক্স ট্রেডিং শিখিয়ে ছিলাম। ওকে জাস্ট বেসিক ধারনা দিয়েছিলাম। এরপর আমার ভার্সিটির এক বড় ভাইকে ফরেক্স ট্রেডিং শিখিয়েছি।
আপনি অনেক ভাল কাজ করেছেন। আলহামদুলিল্লাহ। আমি ইনশআল্লাহ এখনো পর্যন্ত কাউকে শিখাইনি। কেননা সাপ দেখলে যেমন হাতে লাঠি নেয় আমার বন্ধুরা আমাকে তেমন দেখে। ওরা ভাবে আমি বোধ হয় পাগল। আমি আর মাত্র একটি বছরের জন্য অপেক্ষা করছি। ওরা নিশ্চয়ই আমার কাছে ফরেক্স শিখতে আসবে।
এই পর্যন্ত কতো জনকে ফরেক্স
শিখিয়েছেন? আমি মাত্র কয়েক মাস হলো ফরেক্স শিখে ৫ জনকে শিখিয়েছি আমি। আপনারা মাসে কত ইনকাম করেন। আমি মাত্র ১০-১৫ ডলার। আপনারা কে কে ডেমো করে ফরেক্স করেছেন।
ফরেক্স মার্কেট সম্পরকে ফরেক্স শিখিয়েছি এই পর্যন্ত আমি আমার ভাইকে ফরেক্স শিখিয়েছি এবং আমার এক বন্ধুকে আমি ফরেক্স শিখিয়েছি তবে আস্তে আস্তে আমি আর অনেক্কে আমি ফরেক্স শিখাব কারন ফরেক্স মার্কেট যেহেতু ভাল এক্তি ব্যবসা এই ব্যবসা করে আমি ভাল করছি এই জন্য আমি আর অনেক কে ফরেক্স শিখাব ।
আমি ফরেক্স ট্রেডিংয়ের সাথে এই প্রায় ২ বছরের মত আছি আর এই সময়ে আমি ফরেক্স ট্রেডিংয়ের উপর বেশ ভালই অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি আর আমি এই প্রর্যন্ত আমার সেই অভিজ্ঞতার আলোকে আমার ৩ জন ব ন্ধুকে ফরেক্স ট্রেডিং শিরখিয়েছি এবং বর্তমানে তারা ফরেক্স ট্রেডিং করে ফরেক্স মার্কেট থেকে বেশ ভালই প্রফিট লাভ করতে পারছে।
আমি মূলত আজও কাউকে ফরেক্স শিখার পারিনি।কেননা প্রথমত আমি কাউকে ফরেক্স শিখাতে আগ্রহী না কেননা আমি নিজেও সামগ্রিক ফরেক্স বিষয়ে দক্ষ হতে পারিনি।আর দ্বিত্বীয়ত আমার কাছে আজও কেউ নিজে থেকে ফরেক্স শেখার আগ্রহ প্রকাশ করেনি।তবে অদূরে ফরেক্স সামগ্রিক শিখতে পারলে অনেককে ফরেক্স শিখানোর চেষ্টা করবরবো।
আমি নতুন তাই কাওকে শিখাতে পারিনি।জখন আমার সিখা শেষ হবে তখন অন্ন জন কে সিখাব
আমি বেশী জনকে এই ব্যবসা শিখাতে পারিনি । কিন্তু যে কয়জনকে এই ব্যবসা শিখেয়েছি তারা খুব সন্তোষ্ট । তারা চাচ্ছে তাদের আত্নীয় স্বজনকেএই ব্যবসা শিখাবে । সুতরাং অামরা সব সময় এই ব্যবসার মান বৃদ্ধি করার জন্য অন্যদেরকে উৎসাহ প্রদান করব ।
যেহেতু আমি আমার বন্ধুর কাছ থেকে শিখছি সেহেতু আমার খেয়াল আছে অন্য কাউকে শিখাবো। অনেক রে কেবল ধারনা দিয়েছি আসা করছি খুব শিগ্রই কাউকে শিখাবো
আমার কাছ থেকে বাস্তবে কেই এখনো ফরেক্স শিখেনি। আমি অনলাইনে ২ জনকে ফরেক্স শিখিয়েছি। এখন তারা ভাল অবস্থানে আছে। তাদেরকে আমি সবসময় সাহায্য করি। পেমেন্ট নিয়ে কোন সমস্যা হলে আমি তাদেরকে পরামর্শ দেই। কিন্তু আমি নিজেকে এখনো ভাল ফরেক্স ট্রেডার হিসেবে দেখতে পারিনি।
আমি মোট ৩ জন কে শিখেয়েছি। আরো ওনেক আছে শিখতে চাই তবে আমি সময় পাই না তার জন্য শিখাতে পারি না।তবে সময় পেলে আমি তাদের ফরেক্স সম্পর্কে শিখীয়ে দেবো।আমি মনে করি ফরেক্স শিখা খুভ ভাল।
ফরেক্স মার্কেটে অনেক ধরনেত চার্ট রয়েছে আর আপিনি এত চার্ট নিয়ে গবেষনা করলে আপনার মাথা ব্যথা হয়ে যেতে পারে তাই আমি মনে করি বেশি বেশি না নিয়ে দুই একটা চার্ট নিয়ে ধারনা নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারলে অনেক ভাল হবে বলে আমি মনে করি। সবছেয়ে ভাল হচ্ছে কেন্ডেল স্টিক।
আমি ফরেক্স খুব বেশি দিন হল শিখিনি । এ কারণে আমি মাত্র ২ জনকে ফরেক্স শিখিয়েছি । আমার আশা পরে আরো অনেকে আমি ফরেক্স শেখাব । এবং আমি নিজেও ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান লাভ করব
আমি ফরেক্স মার্কেটে নিজে ট্রেডিং করে যাচ্ছি তাই আমি কাউকে শিখাতে পারিনাই। কিন্তু আমি আমার বন্ধুদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আয় করা যায় তাই আমি বলে আসছি ফরেক্স মার্কেটে ট্রেডিং শেখার জন্য আমার বড় ভায়ের সাহায্য নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আসছি যাতে ভাল করতে পারি।
ভাই আমি ফরেক্স এ নতুন জয়েন করেছি। আমি ফরেক্স কেবল মাত্র শিখতেছি যার কারনে আমি কাওকে শিখাতে পারছি না। আামি যখন ফরেক্স এর অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে কাজ করব তখন আমি আমার পরিবারকে বা আামার রিলেটিভ যারা আছে তাদের কেউ এই ফরেক্স এর কাজ শিখাবো।
আমি ফরেক্সে নতুন । আমি ফরেক্সে কেবল ৩ মাস হল যোগ দিয়েছি। আমি বর্তমানে ডেমোতে ট্রেড করছি। আমি জবি নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারি তাহলে আমি নতুন্দেরকে ফরেক্স ভালভাবে শিখানর চেষ্টা করবো। আমি চাই আমাদের দেশের সবাই যেন ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারে।
আমি নিজে ঠিকমত এখনো ফরেক্স করতে পারি নি । কারণ আমি হলাম একজন নতুন ফরেক্স স্টুডেন্ট যার কারণে আমি এখনো শিখার স্তরেই আছি । আমি জানি যত বেশি পরিমাণে আমি শিখব তত বেশি পরিমাণে এগিয়ে যাওয়ার একটা চান্স আছে । সে ক্ষেত্রে অব্যশ্যই আমি অনেক বেশি পরিমাণে এগিয়ে যেতে চায় । এবং নিজের একটা অবস্থান সৃষ্টি করেই অন্যকে শিখাতে চায় ।
আমি এখনও ভাল করে ফরেক্স শিখতে পারি নাই। তাই অন্য কাউকে ফরেক্স শিখনোর প্রশ্নই আসেনা। তবে আমার পরিচিত অনেক বন্ধু আছেন যারা ফরেক্স করার আগ্রহ প্রকাশ করেছেন। আমি অভিজ্ঞ হলে তাদেকেও ফরেক্স শিখাব।
আমি তো ফরেক্স ব্যবসায়ে নতুন। আমি এখনো কাউকে ফরেক্স ট্রেডিং শিখাইনি, তবে ইচ্ছা আছে আমার বন্ধুদের শিখানোর জন্য।
ফরেক্স মার্কেট এ আমি একজন নতুন ট্টেইনার। ফরেক্স মার্কেট এ আমি নতুন তাই আমি এখনো কাউকে ট্টেডিং দিতে পারি নি। তবে আশা করছি আমি একজন ভাল ট্টেইনার হয়ে আমি আমার রিলেটিভ এবং আামার ফ্রেনদেরকে এই ফরেক্স ট্টেডিং করাব।
আসলে ফরেক্স হল আমাদের জন্য এখন অনেক আধুনিক একটি বেবসা আমরা চাইলেই ফরেক্স করে এ থেকে অনেক অর্থ উপারজন করতে পারি তাই আমাদের ফরেক্স সিখতে হলে ভাল করে ট্রেড করতে হবে বলে আমি মনে করছি । আমি এখনো কাউকে ফরেক্স সিখাতে পারি নি তবে আমি নিজে ফরেক্স সিখতে পারলে আমি চেস্তা করব কাউকে ফরেক্স শিখানোর জন্য ।
নিজেও এখনো ভাল করে ফরেক্স শিখতে পারিনি,
চেষ্টায় আছি ইনশ্আল্লাহ শিখা হয়ে যাবে।।
ফরেক্স শেখার শেষ নেই। মার্কেট এ প্রতিনিওয়ত নতুন নতুন ভাবে চেঞ্জ হছে। মার্কেট এর সাথে তাল মিলিয়ে আমাদের ট্রেড করতে হয়। আমি ব্যক্তিগত ভাবে কয়েক বছর ধরে ফরেক্স ট্রেড করে আসছি। আমি একজন কে ফরেক্স বিষয়ে হেল্প করেছি। সে এখন ফরেক্স ট্রেড করছে।
আমি একজন নতুন ফরেক্স ট্রেডার আমি কয়েকমাস যাবৎ এখানে ট্রেড করছি । আমি আপাতত ফোরাম পোস্টিং করছি কারন আমি একজন স্টুডেন্ট আমি কলেজে পড়ালেখা করি । আমি যখন সফল ট্রেডার হব তখন আমি লোকজনকে ফরেক্স ট্রেড শেখাব এখনও পর্যন্ত আমি কাউকে ফরেক্স ট্রেড শেখায় নাই ।
এখন পর্যন্ত আমি নিজেই শিক্ষার্থী । যতটুকু শিখেছি ততোটুকু শিখাতে পারবো। তবে কাউকে শিখানোর চেষ্টা করিনি। আমি যতটুকু শিখেছি তা আমার বড় ভাই কে শিখাতে চাইলাম তো অামার বড় ভাই বলছে তুই আগে ইনকাম করে টাকা হতে পেয়ে দেখা তারপর আমি শিখা শুরু করবো।
আপনার কথা শুনে মনে হয় আপনি একজন সফল ফরেক্স ট্রেডার। যদিও আমি দীর্ঘ দিন ধরে ফরেক্স করে আসছি কিন্তু এখন পর্যন্ত ভাল কোন ফলাফল পাইনি। আমি চাই আরো ভাল করতে। আপনি যদি আমাকে ফরেক্স শিখাতেন খুবই খুশি হতাম। তবে আমি এখন পর্যন্ত কাউকেই ফরেক্স শিখাইনি। তবে যারা আগ্রহ নিয়ে এসেছে তাদেরকে যতটুকু পেরেছি আমার সাধ্যমত সাহায্য করেছি।
না ভাই আমি এখনও কাউকে ফরেক্স শিখাতে পারিনি কারন আমি নিজেই এখন দেমু অ্যাকাউন্ট দিয়ে ফরেক্স শেখার চেষ্টা করতেছি আমার ইছে দেমু দিয়ে ১ বছর প্রাকটিস করার পর লাইভ অ্যাকাউন্ট দিয়ে শুরু করবো আর হে যদি অবশ্যই দেমুতে সাকসেস হতে পারি আর না হলে কখনো লাইভ এ আসবনা
আমি এই পর্যন্ত ৫ জনকে ফরেক্স শিখিয়েছি,ফরেক্স এমন একটা কাজ এটা কিন্তু কারোকে পুরপুরি শিখানো যাবে না,শুধু ফরেক্স মার্কেট এর মুল কাজ গুলো বুঝিয়ে দিতে হবে, তার পর থেকে তিনি নিজে নিজেই ফরেক্স মার্কেট এর সব কিছু বুঝতে হবে,আসল কথা ফরেক্স শিখাটা হচ্ছে একেবারে নিজের ভিতর,আমি যাদের কে শিখিয়েছে তাঁদের কে এমন করেই শুধু ফরেক্স সম্পর্কে ধারনা দিছলাম, তার পর থেকে তারা নিজের চেষ্টাই শিখছে,আর আমি নিজেও ঠিক এমন একজনের কাছ থেকে শিখছিলাম...।
আমি ফরেক্স মার্কেট এ নতুন। আমি ফরেক্স মার্কেট এ এখনো আয় করতে পারি নি। তাই আমি ফরেক্স মার্কেট এখনো করো শিখাতে পারি নি। তবে আমার ইচ্ছে যে আমি ফরেক্স মার্কেট এ ভাল একজন ট্টেইনার হলে আমি নতুন গ্রাহকদেরকে এই ফরেক্স মার্কেট এর কাজ শিখাবো। আমি এখন বর্তমানে ফরেক্স শিখাচ্ছি না। তবে ফরেক্স করতে উৎসাহিত করি।
আমি ফরেক্স মার্কেটে কাজ করছি ৪ মাস হল কিন্তু আমি এখনো কাউকে ফরেক্স ব্যবসা শিখায় নি কারন আমি মনে করি ফরেক্স একটা ঝুকি পুর্ন ব্যবসা।তাই কাউকে এই ব্যবসা সম্পর্কে বলি না।তবে ইচ্ছা আছে আমি যদি এই মার্কেট সম্পর্কে দক্ষ হতে পারি তাহলে আমার বন্ধুদের শিখাবো।
আমি ফরেক্স নতুন আমি ফরেক্স শিখি আমার আশা আছে ফরেক্স যদি আমি থিক মত শিখতি পারি তবে আমি ফরেক্স আমার ছোট ভাইকে শেখাব ধন্যবাদ|
ব্যক্তিগতভাবে আমি আমার দুই বন্ধুকে প্রথমে ফরেক্স সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম। তারা এখন ফরেক্স থেকে ইনকাম করে। এখন আমি আমার এক ছোট ভাইকে ফরেক্স সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করছি। আমার বিশ্বাস সে ও ফরেক্স থেকে ইনকাম করতে পারবে। অন্যকে ফরেক্স শেখালে আমার নিজেরও অনেক উপকার হয়। তাই ভবিষ্যৎ এ সুযোগ পেলে আমি ফরেক্স আরও অন্যদের শেখাবো।
এভাবে টার্গেট করে ফরেক্স করা যায় না। তবে আপনি ট্রেড জানলে আর ভাল করে করতে পারলে আপনি মাসে ১৫% গেইন করতে পারেন। ফরেক্স থেকে বেশি আসা করা থিক না যে আপনি এটা করে বড়লোক হবেন। আমি তো আসা ক্রতাম প্রতিদিন ১০ করে পাব কিন্তু তা আর পুরন হয় নাই। কি আর করার।
আমি এই পর্যন্ত দুই জনেক ফরেক্স শিখিয়ছিলাম। তাদের মধ্য একজন টিকে থাকতে পারেনি। আর একজন এখনো সফল হওয়ার জন্য অনেক চেষটা করে যাচ্ছে। সে অনেক ব্যালেন্স করে ট্রেড এ লাভ করছে। তবে ফরেক্স শেখার ভালো কিছু সাইত আছে। তাহলোঃ babypips.com
আমার ২ জন বন্ধু কে ফরেক্স এর কাজ শিখাচ্ছি।তবে আমি নিজে এখন ও ভাল ভাবে ফরেক্স এর কাজ পারিনা তবে যত টূকু পারি তত টুকু ই তাদের আমি খুব ভাল ভাবে শেখাচ্ছি যাতে তারা পরে খুব ভাল ভাবে ফরেক্স এ কাজ করতে পারে।আমি চাই সকলেই ফরেক্স শিখুক এবং এ থেকে সকলে ভাল আয় করুক তাই আমাকে এই মার্কেট থেকে ফরেক্স শিখার জন্য চেষ্টা করতে হয়।আমাকে বেশী করে এই মার্কেট হতে ভাল করে ট্রেডিং শিখতে হবে ট্রেডিং শিখতে না পারলে আমি এই মার্কেট হতে ফরেক্স করে কোন লাভ করতে পারব না।
আমি এখন পর্যন্ত তিন জনকে ফরেক্স সম্পর্কে জানাতে পেরেছি এবং তারা সবাই ফরেক্স এ কাজ করছে। তারা ফরেক্সের কাজ করে ভাল মুনাফা অর্জন করতে পারছে। আমার ইচ্ছে আছে আমি আমার আরও কয়েক জন নিজস্ব লোকদের ফরেক্স সম্পর্কে যানাব এবং তাদেরকে ফরেক্সে নিয়মিত করে তুলব।
আমি ফরেক্স এ নুতুন তাই আমি কাউকে ফরেক্স শিখায় নাই । কারন আমিই আর একজনের কাছ থেকে ফরেক্স শিখেছি আর বুঝেছি ফরেক্স শিখার কোন শেষ নাই এর পর যে যত সময় দেবে সে ততই শিখবে । তাই আমি ফরেক্স এ অনেক সময় দিই এবং আমি ফরেক্স সর্ম্পকে অনেক জানতে চাই।
লাভ লস হল তারা দুই ভাই । অামাদের এটাও বুঝতে হবে অার অাল্লাহর ইশারা ছাড়া কিছুই হয় না । অতএব কাজ অামরা চালিয়ে যাব অাশা করা যায় পরিশ্রম অনুযায়ী ফল ভোগ করতে পারব । কিন্তু লাভের অাশায় যেন চালান শেষ না হয়ে যায় । অামরা মনোবল নিয়ে এ কাজ নেমে যাই ফল পাবই ।