-
আমার এ্যাকাউন্ট সুদ মুক্ত । কারণ সুদমুক্ত এ্যাকাউন্ট থাকলে আমরা যা আয় করব তা সৎ হতে পারে । সুতরাং আমরা সব সময় এ্যাকাউন্ট করার জন্য সুদমুক্ত এ্যাকাউন্ট করব তাহলেই লাভবান হতে পারব । অতএব আপনারাও যদি এই ফরেক্স ব্যবসা সুদমুক্ত এ্যাকাউন্ট করেন তাহলেই লাভবান হতে পারব । আর লাভবান হতে পারলেই দেশও উন্নতি হতে পারবে ।
-
আমি যেহেতু একজন মুসলিম সেহেতু আমার জন্য সুদের দেনা এবং পাওনা অর্থ্যাৎ সুদের লেনদেন করাটাই সম্পূর্ণ নিষেধ । কেননা আমি একজন মানুষ হিসেবে সুদের কুফল বুঝতে পেরেই সুদ থেকে যথাসম্ভব দুরে থাকার চেষ্টা করি । আর আমি মনে করি যে লোভ হতে দুরে থেকে নিজেকে সেরা বানানোর অন্যতম উপায় হল সুদমুক্ত একাউন্ট খুলা । এটার সুবিধা রেখেছে ইন্সটাফরেক্স ব্রোকার ।
-
ফরেক্স এর মুল অর্থ হলো ফরেইন এক্সচেঞ্জ মার্কেট। এখানে আপনি বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় করতে পারেন যেমন আমেরিকান ডলার দিয়ে জাপানি ইয়েন কিনতে পারেন আবার স্বর্ণ, রোপা, তেল এবং বড় বড় কোম্পানির শেয়ার যেমন মাইক্রোসফ্ট, এইচ পি, আই বি এম এই ইত্যাদি। এই সব কিছু আপনি বিনিময় করতে পারেন সহজেই।
-
ফরেক্স মার্কেটের একাউন্ট খুলার সময় আমি আমার একাউন্ট সুদ মুক্ত করে খুলেছিলাম,ফরেক্স মার্কেটের একাউন্ট করার পরে আমাদের এনালাইসিস করে টট্রেডিং করতে হবে আর প্রতিটি ট্রেডে স্টপলস ব্যাবহার করে ট্রেডিং করতে হবে যাতে আমরা ফরেক্স মার্কেটে ভাল ভাবে ট্রেডিং করতে পারি।
-
আমাদের বাংলাদেশে অনেক আউট সোর্সিং ব্যবসা আছে যে ব্যবসায় কোন সরকারী অনুমতি নেই আর ফরেক্সও একটা আউট সোর্সিং ব্যবসা তাই ফরেক্স এও অনুমতি দরকার হয়নি। কিন্তু ফরেক্স বিশ্বের সব থেকে বড় একটা ব্যবসা এই ব্যবসার কথা সবাই জানে এবং বিশ্বের সবাই এ ব্যবসার সাথে জরিত্ব তাই এই ব্যবসাটা মানুষের কাজে নির্ভর যোগ্য হয়ে গেছে তাই এ ব্যবসায় সরকারের অনুমতি না থাকলেও কোন সমস্যা নেই। কিন্তু এটা যেহেতু অনেক বড় একটা ব্যবসা এবং এর চাহিদা বাংলাদেশের মানুষের কাছে আসতে আসতে অনেক বাড়ছে সে ক্ষেত্রে সরকারের উচিত ফরেক্সকে অনুমতি দেয়া।
-
হ্যাঁ। আমার অ্যাকাউন্ট সুদ মুক্ত। আমি জানি সুদ নেওয়া হারাম তাই আমি আমার অ্যাকাউন্ট সুদ মুক্ত রাখছি। অনেকে ফরেক্স থেকে সুদ নিয়ে থাকে আমি তাদের বলব তাদের ট্রেড হারাম হয়ে যায়। তাই আমি সবাইকেচ আনুরধ করবো আপনারা আপনাদের অ্যাকাউন্ট কে সুদ মুক্ত রাখুন।
-
হ্যাঁ আমার অ্যাকাউন্ট সুদ মুক্ত । কারণ আমি একজন মুসলমান আমি মনে করি আমার অ্যাকাউন্ট সুদ মুক্ত থাকা চাই । আপনি যদি ভাল কিছু করতে চান তাহলে আমি মনে করি সুদ মুক্ত অ্যাকাউন্ট থাকা ভাল । সুদ খাওয়া হারাম।
-
আমার অ্যাকাউন্ট সুদ মুক্ত । আমি জানি ইসলামী শরিয়তে সুদকে হারাম করা হয়েছে ার বাবসায় কে হালাল করা হয়েছে । আমি একজন মুস্লিম হয়ে সুদকে গ্রহন কর*্যতে পারি ন্সা । আপনাদের উচিৎ অ্যাকাউন্ট কে সুদ মুক্ত করা ।
-
আমি যে ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টি দিয়ে ফরেক্সে ট্রেড করি সেটি সুদ মুক্ত আর আমি যখন এই ট্রেডিং অ্যাকাউন্টটি প্রথম এপেন করি সেই সময়ই আমি এটিকে সুদমুক্ত অ্যাকাউন্ট হিসাবে চয়েজ করি এবং আমার ট্রেডিং অ্যাকাউন্টটি সুদ মুক্ত হয়ে যায়।
-
হ্যা ভাই আমার একাউন্ট সুদ মুক্ত্ আমি একাউন্ট খোলার আগে এই সুদটাকে লক করে রেথেছি। আমি সুদ নেই না ও দেইও না।
-
আমি যেহেতু মুসলমান সেহেতু আমাকে তো সুদ মুক্ত এ্যাকাউন্ট করতেই হবে। তাই আমার সব কয়টা এ্যাকউন্টই সুদ মুক্ত। কেননা ইসলামে সুদ কে হারাম করেছে। আর আমি পরিশ্রম করে কোন হারাম উপার্জন করতে চাই না। তাই প্রত্যেক মুসলমানদের উচিত সুদ মুক্ত এ্যাকাউন্ট করা।
-
হ্যাঁ একাউন্ট ওপেন করার সময় *সুদযুক্ত একাউন্ট করবেন, নাকি সুদযুক্ত একাউন্ট করবেন তা একাউন্ট ওপেন করার সময় নির্ধারন করে নিতে হয়। আমার একাউন্ট মুদযুক্ত নাকি সুদমুক্ত আমার অবশ্য এখন তা আর মনে নাই। তাতে আমার কিছু আসে বা যায় না। কারন আমি হিন্দু। যারা ইসলাম ধর্মের অনুসারি, তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ন বিষয় বটে।
-
হ্যা ভাই আামার একাউন্ট সুদ মুক্ত। আমি সুদ নেই না ও সুদ দেওনা। আমি যখন ফরেক্স মার্কেট এ একাউন্ট খোলেছি তখন আমি এই সুদ এর যে অপশন থাকে তা আমার একাউন্ট এ স্টপ করে দিয়েছি যা আমি সুদ করি না্ তাই আামার একাউন্ট সুদ মুক্ত।
-
আমার একাউন্ট সুদমুক্ত নয়। আমি সুদ দিতে বা নিতে পারি। এটা আমার কাছে কোন বিষয় নয়। তবে যারা ইসলাম ধর্মের অনুসারি তাদের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ন বিষয় বটে। ইসলাম ধর্মে সুদ নেয়া বা দেয়া হারাম। আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি না।
-
আমি সুদ মুক্ত ভাবেই ফরেক্স ট্রেডিং করে থাকি এই মার্কেট এ সুদ মুক্ত ভাবে ট্রেড করা যায় আবার সুদ নিয়েও ট্রেড করা যায় তাই সব থেকে নিরাপদ বেবস্থা হল সুদ মুক্ত ভাবে ট্রেড করা সব সময় আমরা চাইলেই পারব এই মার্কেট হতে সুদ মুক্ত ভাবেই ট্রেড করে যেতে এ জন্য আমাদের কে এই মার্কেট এ সয়াপ ফ্রি একাউন্ট খুলে ট্রেড করতে হবে ।:ok:
-
আমার একাউন্ট সুদ মুক্ত। আমরা যখন ফরেক্স একাউন্ট খুলি তখন আকটা অপশন আসে ফ্রি সোয়াপ। যে সুদ খাবে না সে সেখানে টিক দেয় আর যারা সুদ খাবে তারা ওখানে টিক দেয় না। আমি একজন মুসলমান আমি আমার একাউন্ট এ ফ্রি সোয়াপ এ টিক দিছি আমার একাউন্ট সুদ মুক্ত
-
আমি সুদ মুক্ত একাউন্ট এ ট্রেড করি কারন ফরেক্স করতে হলে আমাদের কে সুদ মুক্ত ভাবে করতয়ে হবে আমার জীবনে আমি কখনো কিছু থেকে সুদ নেই নি তাই আমি মনে করি এখানে আমি সুদ নিয়ে ট্রেড করব না আমাদের কে সুদ ছাড়া একাউন্ট দিয়ে ফরেক্স করতে হবে ।
-
আমি শুরু থেকেই এবং সর্বদা সোয়াপ ফ্রী একাউন্টে ট্রেড করে থাকি৷সোয়াপ বা সুদ হচ্ছে নোংড়া ও নিষিদ্ধ খাদ্য তাই সুদ না খাওয়াই উত্তম হবে৷আমি সবাইকে সুদ মুক্ত একাউন্টে ট্রেড করতে পরামর্শ দেই৷ফরেক্স মার্কেটে পর্যাপ্ত প্রফিট করা সম্ভবপর এটা নিশ্চিত এবং সবাই তা জানে৷এই বাড়তি কয়েক টাকা সুদ নেওয়ার কোনোও যুক্তিই আমি দেখিনা৷
-
হ্যা আমার এ্যাকাউন্ট সম্পূর্ণ সুদ মুক্ত। কারণ আমি যখন ফরেক্স মার্কেটে এ্যাকাউন্ট খুলি এ্যাকাউন্ট খোলার সময় দুইটি অপশন থাকে একটা হল সোয়াপ ফ্রি আরেকটা হলো সোয়াপ যুক্ত। আর আমি সোয়াপ ফ্রি নিয়েই এ্যাকাউন্ট খোলেছি। এবং এছাড়াও আরও একটা সুযোগ আছে আপনার যদি সোয়াপ যুক্ত এ্যাকাউন্ট থাকে তবুও আপনি সোয়াপ মুক্ত ট্রেড করতে পারবেন। যেমন আপনি যদি কোন ট্রেড ওপেন করেন তাহলে দিনেরটা দিনেই ক্লোজ করে দেন তাহলে আপনার এ্যাকাউন্ট সোয়াপ মুক্ত হতে পারে। কিন্তু যদি ২৪ ঘন্টার উপরে রেখে দেন তাহলে আপনাকে অবশ্যই সোয়াপ গ্রহণ করতেই হবে। এজন্য আমি মনে করি যে কোন নতুন ট্রেডার ফরেক্স মার্কেটে এ্যাকাউন্ট তৈরির সময় খেয়াল করে সোয়াপ মুক্ত এর জায়গায় যে টিক চিহ্ন দিয়ে খোলে তাহলে আপনার এ্যাকাউন্ট সম্পূর্ণ সোয়াপ মুক্ত হবে। ধন্যবাদ
-
হ্যাঁ আমি ফরেক্স মার্কেট এ যে অ্যাকাউন্ট এ ট্রেড করি সেই অ্যাকাউন্ট সুদ মুক্ত । বাংলাদেশ এর বেশির ভাল ট্রেডার সুদ মুক্ত অ্যাকাউন্ট এ ট্রেড করে থাকে তাই আপনি ফরেক্স মার্কেট এ আপনার ইছা মত অ্যাকাউন্ট এ ট্রেড করেতে পারেন । আমার কাছে সুদ মুক্ত অ্যাকাউন্ট ভাল মনে হয় তাই আমি ফরেক্স মার্কেট এ সুদ মুক্ত অ্যাকাউন্ট এ ট্রেড করি
-
হ্যা আমি সম্পূর্ণ সুদ মুক্ত এ্যাকাউন্ট ব্যবহার করি। কারণ আমি সুদ কখনই পছন্দ করি না আর সুদ খাওয়া হারাম। যেহেতু এটা ইসলাম বিরাধী সেহেতু আমি এইজন্যই সুদ মুক্ত এ্যাকাউন্ট ব্যবহার করি। আর আমার জানা মতে বাংলাদেশের অধিকাংশ সফল ট্রেডাররা সুদ মুক্ত এ্যাকাউন্টে ট্রেড করে থাকে তাই আপনিও ফরেক্স মার্কেটে সুদ মুক্ত এ্যাকাউন্ট দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করুন। এতে করে আপনার মনও ভাল থাকবে আর ট্রেড করে মজা পাবেন।
-
হা আমার একাউন্ত সুদ মুক্ত। মুসলিম হিসাবে সুদ আমাদের জন্য হারাম তাই আমি সুদ মুক্ত একাউন্ত এ বেবসা করতেই পছন্দ করি। আমি যেমন সুদ নিব না তেমন অন্য কে সুদ দিব না। এর ফলে মনের শান্তি পাওয়া যায়। বেবসা আমরা করব কিন্তু সেই বেবসা যদি সুদ মুক্ত হয় তাহলে এই বেবসাতে বরকত পাওয়া যাবে। তাই সুদ থেকে যত দূরে থাকা যায় ততই ভাল।
-
হ্যা ভাই ভাল কথা বলেছেন । আমরা অনেকেই আছি যারা এই বিষয়টা লক্ষ করিনা বা বুঝতে না পারার কারনে চোখের আড়াল হয়ে থাকে । তবে আমার একাউন্ট সুদ মুক্ত । আমি সোয়াপ প্রদান করিনা । আপনি কষ্ট করে ইনকাম করবেন তাহলে কেন সোয়াপ দিবেন বলেন ? তাহলেতো আমার কিছুই থাকবে না ।
-
ফরেক্স এ দুই ধরনের অ্যাকাউন্ট আছে।একটা সোয়াপ যুক্ত আর একটা সোয়াপ মুক্ত,হ্যাঁ আমার অ্যাকাউন্ট সোয়াপ মুক্ত...আমার অ্যাকাউন্ট এ কখন সুদ যোগ হবে না।আমি সব মুসলিম ভাই দের বলব ভাই সুদ খাওয়া হারাম তাই সবাই সুদ মুক্ত অ্যাকাউন্ট খুলবেন।
-
আমার একাউন্টের সাথে আরো একাউন্ট আছে এটাচ্ট করা যা সুদ মুক্ত্। এখানে ব্রোকার আমাদের একটি ভালো সুবিধা দিয়ে রেখেছ যার মাধ্যমে আমরা সুদমুক্ত একটি একাউন্ট পরিচালনা করতে পারি। তবে আমি মনে করি সুদমুক্ত হোক বা না হোক ট্রেড সম্পর্কে ধারনা থাকাটা খুবই জরুরী। যদি ফরেক্স মার্কেটের সম্পর্কে কেউ নাই ভালো বুঝে তবে সে কোন অবস্থাতেই ভালো ট্রেড করতে পারবে না। শুধু লস হবে আর ভুল ট্রেডের মা্ধ্যমে নিজের ডিপোসিটেড ব্যালেন্স শুন্য করে ফেলতে পারে।
-
আমি সুদ মুক্ত একাউন্ট এর মানে টা বুঝতে পারলাম না । দয়া করে যদি কেউ বুঝিয়ে দেন তাহলে খুব ভালো হতো ।
-
হ্যা ভাই আমার একাউন্ট সম্পূর্ণভাবে সুদ মুক্ত। কারন আমার ধর্মে সুদের লেনদেন করা এটা সম্পূর্ণভাবে হারাম। তাই আপনি যদি সোয়াপ ফ্রী একাউন্ট খুলেন তাহলে আপনার একাউন্ট হবে সম্পুর্ন ভাবে সুদ মুক্ত । আর এটা করার জন্য আপনাকে ট্রেডিং একাউন্ট খুলার সময় ওখানে সোয়াপ ফ্রী নামক অপসনে সিলেকশন করে দিলেই আপনার একাউন্টি সুদ মুক্ত একাউন্ট হয়ে যাবে।
-
ইসলাম ধরমে সুদ গ্রহন করা কে হারাম/ নিষিদ্ধ করা হয়েছে| তাই আমাদের ফরেক্স একাউন্টগুলো সুদমুক্ত করা উচিত| আর সুল মুক্ত একাউন্টে লাভ লসের হিসাব সঠিক পাওয়া যায়|
-
এই বিষয়টা আমার কাছে খু্ব বিরক্তি ছিল যখন আমি সুদযুক্ত একাউন্ট এ ট্রেড করতাম। কারন আপনার অনেক সময় দেখা লাভের ট্রেড সুদ আপনি দিচ্ছেন আবার অনেক সময় দেখা যায় লসের ট্রেড এ ব্রোকার আপনাকে সুদ দিচ্ছে। এর চাইতে সুদ ছাড়াই ভালো।
-
ফরেক্সে আমি নতুন তবে ফরেক্স সুদযুক্ত/সুদমুক্ত দুই পথই উন্মুক্ত ।আপনি যদি মুসলমান হন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে চান তাহলে ফরেক্সে সুদমুক্ত সুন্দর ব্যবস্তা আছে অর্থাৎ সুদমুক্তভাবে আপনি ফরেক্সে ট্রেড করে দুনিয়া ও আখেরাতে সফলতা পেতে পারেন।
-
আমরা মুসলিম তাই সুদ আমাদের জন্য হারাম. আর যেহেতু অনেক এ ফরেক্স এ টাকা দিয়া নিজের প্রজন মিটাই তাই হারাম তো কখনো গ্রহণ করা যাবে না. তাই যারা ফরেক্স এ নতুন একাউন্ট খুলবেন তারা সোয়াপ ফ্রি একাউন্ট খুলবেন. আর যারা একাউন্ট খুলে ফেলছেন তারা ও নিজের একাউন্ট কে সোয়াপ ফ্রি করতে পারবেন. এ জন্য আপনি কোনো ট্রেড ওপেন না করা অবস্থায় একাউন্ট সেটিং এ গিয়া পার্সোনাল ইনফরমেশন এ গিয়া সোয়াপ ফ্রি একাউন্ট করতে পারবেন.
-
আমি সোয়াপ ফ্রী একাউন্ট পছন্দ করি আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে সয়াপ ফ্রী একাউন্ট এ ট্রেড করা ভাল কারন এতে করে আমি ঠিক মত মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারি এবং এই মার্কেট হতে আমি ভাল আয় করে নিতে পারি বলে আমি মনে করি ।
-
যেহেতু আমি একজন মুসলিম এবং ইসলাম এ সুদ খাওয়া হারাম তাই আমি সুদ মুক্ত অ্যাকাউন্ট এ ট্রেড করি। কিছু কছু ব্রকার সুদ মুক্ত অ্যাকাউন্ট এ ট্রেড করার সুবিধা থাকে, ইন্সতা ফরেক্সএও এই সুবিধাটি আছে। তবে সব ব্রকার এ সুবিধাটি থাকেনা।
-
আমার ব্যক্তিগত অভিমত একজন ইসলামপন্থী হিসেবে অবশ্যই আমাদেরকে আমাদের আয় রোজগারের প্রতি খেয়াল রাখা দরকার। তাই আমি মনে করি আমাদের সকল মুসলিম ভাইদের একাউন্ট সুদ মুক্ত রাখা দরাকর। আমি নিজেও সুদ মুক্ত একাউন্ট ব্যবহার করছি। তাই আমি আমার ভাই দেরকে বলব আপনারা সবাই সোয়াপ ফ্রী একাউন্ট ব্যবহার করবেন। এ দিকটাতে আমাদের অবশ্যই ভাল করে লক্ষ্য রাখা উচিৎ।
-
আমার একাউন্ট সুদ মুক্ত , করণ আমি সুদযোক্ত একাউন্ট এ ট্রেড করি না । আমি একজন মুসলিম সুদ খাওয়া আমাদের জন্য হারাম । ইসলাম সমর্থন করে এমন কিছু করতে চান তাহলে অবশ্যই একাউন্ট খলার সময় সুদ মুক্ত একাউন্ট নির্ধারণ করুন আপনে ।
-
হ্যা ভাই আমার এ্যাকাউন্ট সুদ মুক্ত কারণ আমি যখন ইন্সটাফরেক্স এ এ্যাকাউন্ট খুলি তখন সুদমুক্ত এ্যাকাউন্ট সিলেক্ট করে এ্যাকাউন্ট খোলেছি। যেহেতু আমি মুসলিম সেহেতু সুদ খাওয়া হারাম বলেই আমি সুদমুক্ত এ্যাকাউন্ট খোলেছি। অতএব আমি মনে করি শুধু মুসলিম না বিশ্বের যত ট্রেডার আছেন তারা যেন সকলেই সুদমুক্ত এ্যাকাউন্ট খোলেন। কারণ উক্ত এ্যাকাউন্ট দ্বারা আপনি খুব আরামে ট্রেড করে মুনাফা উপার্জন করতে পারবেন। কেননা আপনার কোন ট্রেড লসেও থাকলেও সুদ দিবে না আবার লাভেও থাকলেও সুদ দিবে না। কারণ এই পন্থাটি আমার সবচেয়ে ভাল লাগে বলেই আমি সুদ মুক্ত এ্যাকাউন্ট ব্যবহার করি।
-
আমি ফরেক্স মার্কেট এ সুদ মুক্ত একাউন্ট ব্যাবহার করি কারন সুদ ছাড়া একাউন্ট এ ট্রেড করতে হলে আমাদের কে এই মার্কেট থেকে সয়াপ ফ্রি একাউন্ট গ্রহন করতে হবে । মুসলমানদের জন্য ফরেক্স ব্রোকার এ সকল সুজগ দিয়েছেন আমি মনে করি এতে করে আমাদের বেবসায় হালাল ভাবেই হয়ে থাকে ।
-
হা ফরেক্স মার্কেটে সুদ মুক্ত ভাবে একাউন্ট করে ব্যবসা করতে পারেন। আমি যেহেতু মুসলিম আমাদের ধর্মে সুদ হারাম তাই ফরেক্স মার্কেটে সুদ মুক্ত করে একাউন্ট করতে হয়।
-
আমি একজন মুসলমান। আর মুসলমান হিসেবে সুদ যেমন দেয়া হারাম তেমনি সুদ খাওয়াও হারাম। তাই আমি ফরেক্স মার্কেট এ সুদ মুক্ত একাউন্ট ব্যাবহার করি। কারন সুদ ছাড়া একাউন্ট এ ট্রেড করতে হলে আমাদের কে এই মার্কেট থেকে সেয়াপ ফ্রি একাউন্ট গ্রহন করতে হবে ।আর আমিও সেটাই করেছি।
-
আপনার একাউন্ট কি সুদ মুক্ত ? ফরেক্স মার্কেটে আপনি চাইলে সুদ ছাড়া একাউন্ড খুলতে পারবেন।যদি আপনি সুদ ছাড়া একাউন্ড খুলেন তাহলে আপনার একাউন্টি সুদ মুক্ত হবে।হা আমার একাউন্টি সুদ মুক্ত।