মার্কেট সবসময় উলটপালট হয়ে থাকে। কখন উঠবে কখন নামবে এর সঠিক ভাবে বলা খুবই কঠিন। খুব এক্সপেরিয়েন্স করা লোকেরা ছাড়া বলতে পারবেনা যে এখন মার্কেট উঠবে আর এখন নামবে। তাছাড়াও তাদের থেকেও ভুল হয়ে যায়। এবং এই জন্য প্রতিটা ট্রেড আমাদের কাছে চ্যালেঞ্জ স্বরূপ হয়ে যায়।

