-
ফরেক্সে ইচ্ছা থাকলে উপায় হয় বলতে মনযোগ দিয়ে যারা ফরেক্স করে তারা সফল হয়।যা ট্রেডারদের আর্থিকভাবে স্বাবলম্বী করে।যারা ফরেক্স করার জন্য খুবই আগ্রহী, ফরেক্স বিষয়ক প্রচুর পড়াশোনা করে,ধৈর্য্য ধরে ট্রেডিং করে তাদের সফলতা ফরেক্সে নিশ্চিত বলা যায়।এজন্য আমরা বলি ফরেক্স এ ইচ্ছা থাকলে উপায় হয়।
-
মানুষের জীবনে সবথেকে বড় বিষয় হল যে কোন কাজে সফলতা পেতে হলে আগে তাকে ইচ্ছাশক্তি থাকতে হবে তা না হলে সে ঐ কাজে কোন দিনও সফলতা পাবেনা । আমি যখন ফরেক্স ব্যবসায় আসি তখন আমার অনেক ইচ্ছা শক্তি ছিল যে আমি এই মার্কেটে ভাল আমাকে করতেই হবে , অনেক লস করেছি তাও আমি হাল ছাড়িনি চালিয়ে গেয়েছি আমার শেখা , আজ আমি ভাল করে অনেকটা শিখে ফেলেছি এবং বুঝতে পারছি ইচ্ছা শক্তি সব ।
-
শুধু ইচ্ছা নায় ফোরেক্স এর জন্য দরকার ইচ্ছা স্ট্রাটেজি, ধৈর্য্য, অধ্যাবসায়। ইগুলোর সমন্বয় করতে পারলেই আপনি ফোরেক্স মার্কেটে ভালো ফলাফল করতে পারবেন। এই মার্কেটএর গতিবিধির উপর নজর রেখে সঠিক অ্যানালাই সিস করতে পারলেই আপনার লসের পরিমান কমে গিয়ে আপনার আত্ববিশ্বাস বাড়িয়ে দিতে পারে ফলে আপনার প্রোফিটের পরিমানও বেড়েযাবে।
-
অবশ্যই ফরেক্স এ ইচ্ছে থাকলে উপায় হয় ইভেন আপনি ইচ্ছে করলে আপনার ভবিষ্যৎ এখান থেকেই গুছিয়ে নিতে পারেন যদি আপনার প্রবল ইচ্ছা শক্তি এবং কাজের প্রতি স্রদ্ধ বোধ থাকে। আমি মনে করি আপনি যা চাবেন ফরেক্স আপনাকে তাই দিতে বাধ্য থাকবে। শুধু আপনাকে কিছু নিয়ম কানুন জেনে রাখতে হবে। আর ফরেক্স সম্পর্কে আপনার পুরনাঙ্গ ধারনা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তাহলেই আপনি আপনার কাঙ্খিত লক্ষে পৌছাতে সক্ষম হবেন।
-
বাংলা প্রবাদে একটা কথা আছে যে ইচ্ছা থাকলে উপায় হয় কথাটা ১০০% সত্যে।বিশেষ করে ফরেক্স মার্কেটে ইচ্ছা থাকাটা খুবই প্রয়োজন। ইচ্ছা না থাকলে ফরেক্স সফল হওয়া যায় না।অবশ্য শুধু যে ইচ্ছা থাকলেই সফল হওয়া যায় তা কিন্তু নয়।ইচ্ছার পাশাপাশি থাকা চাই অনেক ধৈর্য্য,অনেক পরিশ্রম,দক্ষতা ইত্যাদি।তবে সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো ইচ্ছা শক্তি।
-
ইচ্ছা না থাকলে কোন বিজনেস এ সফলতা পাওয়া সম্ভব না । ফরেক্স এ সফলতা অর্জন করতে হলে অবশ্যই ইচ্ছা পুরোপুরি থাকতে হবে । মনে মনবল নিয়ে এগিয়ে জেতে হবে । বার বার ভুল করলে তা সংশোধন করতে জানতে হবে । যাতে পরবর্তীতে এই রকম ভুল আর না হই । ইচ্ছা শক্তি না থাকলে ফরেক্স এ সফলতা পাওয়া সম্ভব না ।
-
ফরেক্স এ আপনি যদি ধরজ দরতে পারেন তবে আপনার শপ্ন পুরন হবে । মনে রাখবেন আপনি জত টা বেশি নিজের উপর বিশাশ রাকবেন আপনি তত টাই এগিয়ে যাবেন । মনে রাখবেন ফরেক্স এ ইচ্ছা থাকলে উপায় হয় ।
-
"ইচ্ছা তাহকলে উপায় হয়" এই প্রবাদটি অনেক ছোট বেলা থেকেই পরে আসছি । হ্যাঁ এটা ফরেক্স ব্যাবসার ক্ষেত্রেও ১০০% সত্য । কেউ যদি ফরেক্স ব্যাবসা করতে চাই এবং সে লোক যদি সফল হতে চাই তাহলে সেই বয়াক্তির ক্ষেত্রে এই প্রবাদটি অনেক বেশি প্রোজোয্য । কেউ যদি ফরেক্স করতে চাই তাহলে অবশ্যই তার প্রবল ইচ্ছাশক্তি থাকাটা একান্ত দরকার । যদি প্রবল এচ্ছা না থাকে তাহলে ফরেক্স এ টিকে থাকা সম্ভব হবে না । কারন ফরেক্স অনেক ধৈর্য নিয়ে শিখতে হয় আর ধৈর্য ধরার জন্য ইচ্ছা থাকা খুব জরুরী ।
-
ফরেক্স শিখতে অনেক সময় এবং পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন । কিন্তু আপনার ফরেক্স ব্যাবসা করারা যদি ত্রীব ইচ্ছা না থাকে থাহলে আপনি ফরেক্স শিখতে পারবেন না । ফরেক্স শিখার জন্য আপনার ইচ্ছা শক্তি থাকাই লাগবে । ফরেক্স এর খুটিনাটি বিভিন্ন বিষয় জানতে হলে আপনাকে দিনের পর দিন ফরেক্স এর পিছনে সময় দিতে হবে । আর এটা এতটা সঅজ নয় । বড় হবার প্রবল ইচ্ছা যদি আপনার মধ্যে কাজ করে তাহলেই কেবল আপনি ফরেক্স শিখতে পারবেন এবং ফরেক্স এ সফল হতে পারবেন।
-
হাঁ ফরেক্সে ইচ্ছে থাকলে উপায় হয় কথাটা ঠিক তবে ইচ্ছেটাকে ধরে রাখা পাশাপাশী পরিশ্রম করার মনমানুসিকতা রাখা ফরেক্স বিষয়ে অধিক জ্ঞান অর্জন করা, নিজেকে কন্ট্রোল করে ট্রেড করা, একটি মাত্র প্লানে ট্রেড করা সবই আপনার ইচ্ছে শক্তির উপর নির্ভর করে ফরেক্সে সফল ট্রেডার হতে হলে এনার্জি/ফরেক্সের প্রতি ভালবাসা রেখেই ট্রেড করতে হবে মনে রাখবেন, ভক্তি ছাড়া কোন পেশাই সফল হওয়া সম্ভব নয় ।
-
ফরেক্স মার্কেটে ইচ্ছে না থাকলে উপায় হবে না তাই ফরেক্স শিখতে হলে নিজের ইচ্ছা থাকতে হবে খুব বেশি এখানে সব থেকে বেশী প্রয়োজন আপনি যদি এই মার্কেট এ মনযোগী না হন তাহলে আপনি কিছুই করতে পারবেন না ইচ্ছে থাকলে সকল কাজেই সফলতা পাওয়া যাই এ জন্য দরকার হল অনেক চেষ্টা আমি মনে করব ফরেক্স মার্কেট এ আমরা অনেকেই আছি এখানে থেকে আয় করার জন্য এখানে সফল হওয়া অনেক সহজ এ জন্য সবার আগে দরকার হল আমাদের চেষ্টা তাহলেই আমরা এই মার্কেটে শফলতা অর্জন করতে পারবো ।
-
ফরেক্স ব্যবসা সফলতা পাওয়া যে রকম সহজ মনে হয় আসলে সেরকম সহজ না।মানুষ ইচ্ছে করলে কি না করতে পারে ইচ্ছে থাকলে উপায় হয়।ফরেক্স বিজনেস সফলতা অর্জন করতে অবশ্যই আপনার ইচ্ছে শক্তির প্রয়োজন রয়েছে।তাই ফরেক্স ব্যবসায় ভালো ট্রেডার হতে হলে দক্ষতার প্রয়োজন আছে।
-
হ্যাঁ ফরেক্সে ইচ্ছা থাকলে উপায় হয়। কিন্তু এতে আপনার সেই কাজের প্রতি শ্রদ্ধা বোধ, আত্মবিশ্বাস এবং পুরনাঙ্গ জ্ঞান থাকতে হবে। তাহলে আপনি খুব কম সময়ের মধ্যে যে কোন কাজেই দ্রুত এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ
-
একটা কথা আছে যে ইচ্ছা থাকিলে উপায় হয় তাই বলা যায় যে ইচ্ছে থাকলে সকল কাজেই সফলতা পাওয়া যায় । এ জন্য দরকার হল আপ্রাণ চেষ্টার আমি মনে করব ফরেক্স মার্কেট এ আমরা অনেকেই আছি এখানে থেকে আয় করতে ইচ্ছুক কিন্তু পারি না। ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান লাভ করে তবে কাজ করলেই আমারা সফলতা পাব ।
-
অনেক লোক আছে যারা ফরেক্স এ এক দুই মাস থেকে ধর্য হারা হয়ে চলে যায়। কিন্তু তাদর বুঝতে হবে যে ফরেক্স টিকে থাকা আর প্রবল ইচ্ছা নিয়ে এগিয়ে যেতে পারলেই সাফল্য। আপনি যখন আপনার ইচ্ছা শক্তি দিয়ে ফরেক্স কে চেলেন্জ হিসাবে নিতে পারবেন তখন আপনি এর সাফল্য পাবেন। এখানে আপনাকে ইচ্ছা শক্তির চরম পরিক্ষা দিতে হবে।
-
ছোটবেলায় পড়েছিলাম,,,, ইচ্ছা থাকলে উপায় হয়,,, কথাটা একদম সত্য,,,,, আমি মনে করি কোন কাজ যদি ইচ্ছা আর মন দিয়ে করা হয় তাহলে সে কাজে সফলতা আসবে,,,,, তাই আমরা যখন ফরেক্স এ কাজ করবো তখন ইচ্ছা এবং শিক্ষা কে কাজে লাগাতে হবে,,,, তাই আমারা যে কোন কাজ করি না কেনো সেটা মন থেকে করতে হবে,,,
-
আমার সবাই জানি ফরেক্স অনেক কঠিন এবং অনেক রিস্কি ব্যবসা তাই অনেকেই ফরেক্স ব্যবসা করতে ভয় পায়। তাবে এই রকম একটা লাভ জনক ব্যাবসা আর একটাও নাই। তাই যাদের ফরেক্স শিখার ইচ্ছা আছে তারা ভালো পরিশ্রমের মাধ্যমে ফরেক্স শিখতে পারে।
-
যেকোনো কাজেই সফল হওয়ার জন্য নিজের ইচ্ছা শক্তি প্রয়োজন । ইচ্ছা শক্তি প্রবল হলে সব কাজেই সফলতা আসে । কোন কাজই তখন আর খারাপ লাগেনা । ফরেক্সে কাজ করার জন্য অনেক ধৈর্য প্রয়োজন । এখানে অনেক বিষয় আছে যা নিয়ে পড়াশোনা করতে হয়, এনাল্ইসিস করতে হয় অনেক কিছু ্নিয়ে । এছাড়া ডেমো ট্রেডিং করে অনুশিলন করতে হয় । যদি ইচ্ছা না থাকে তাহলে এগুলো করা কষ্টকর হয়ে যায় তখন আর ট্রেড করতে ভাল লাগেনা , তাই সব কিছুর আগে নিজের মন কেই তৈরি করতে হবে ।
-
হ্যা এটা সত্য যে আপনি যদি প্রচুর পরিমানে চেষ্টা করেন আপনার নির্দিৃষ্ট লক্ষে পৌছানোর জন্য তবে একদিন না একদিন আপনি সে লক্ষে অভিষ্ঠ হবেন। তাই আজকের দিনথেকেই পরিস্রম শুরু করুন এবং আপনার নির্দিৃষ্ঠ স্থানে পৌছে যান।. ধন্যবাদ
-
ফরেক্স একটা ট্রেডিং মার্কেট যেখানে সফলতার জন্য অনেকদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।কেননা ফরেক্সে ইচ্ছা থাকলে উপায় হয়।পরিশ্রম করলে একদিন সে পরিশ্রমের মূল্য অবশ্যই পাওয়া যাবে।হাত গুটিয়ে বসে থাকলে ফরেক্স থেকে গুডবাই হওয়ায় ভালো।প্রচুর মনোবল নিয়ে প্রতিজ্ঞা বদ্ধ থাকতে হবে।তাহলে দেরিতে হলেও উপায় একটা হবে।
-
ফরেক্সে সফল হতে হলে অবশ্যই ইচ্ছাশক্তি থাকা প্রয়োজন। ইচ্ছা থাকলেই ফরেক্সে বেশ ভালো ভাবে মনোযোগ দেওয়া যায়। ফরেক্স শেখার জন্য ইচ্ছা শক্তি থাকতে হবে। প্রবল ইচ্ছাশক্তি থাকলে ফরেক্সে একসময় সফল হওয়া যাবেই।
-
ইচ্ছা থাকলে উপায় হয় । ইচ্ছা থাকলেই কাজে সফলতা অর্জন করা যায় ।
-
মানুষের ইচ্ছে শক্তিই যথেষ্ট কোন বিষয়ে সফল হওয়ার। কোন বিষয়ে আগ্রহ না থাকলে সে বিষয়ে সাফল্য লাভ করা যায়না। তাই এ ক্ষেত্রেও ইচ্ছা থাকতে হবে।
-
হা ফরেক্স এ খুব সহাজ ভাবে বাবশা শুরু করা যাই।বাংলাই একটা কথা আছে আছে ইচ্ছা থাকলে উপাই হয়।কথা তা প্রবাদ হলাও সথি।
-
মইনুদ্দিন আহ্মেদ
আপনি যে কোন কাজ করতে গেলে এবং সেটা সফল ভাবে শেষ ক্রতে হলে আপান্র যে জিনিস টা দরকার সেতা হল আপনার ইছছা শক্তি । এটার জর থাকলে আপনি যে কোন কাজ সফল ভহাবে সেস করতে পারবেন। ফরেক্স হল এক্তা মুদ্রা বাজার এখানে আমরা সবাই আশি কিছু আয় করার জন্নো তাই এখানে ও দরকার আপান্র সফল হঅয়ার এছ্যা সক্তি । যদি অ এখানে কাজ করতে হলে কিছু অভিজ্ঞতা অ দরকার তবে আপানার এছ্যা সক্তি থাক্লে সেতাও হবে। তাই ফরেক্স আ ইছছা থাকলে উপাএই হবে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বাবসা এবং বিশ্বের সব চেয়ে বড় মার্কেট হচ্ছে ফরেক্স মার্কেট। এখানে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হয়। ফরেক্স মার্কেট ভাল এনালাইসিস করতে পারলে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। ধন্যবাদ
-
হ্যাঁ আপনি যদি ইচ্ছে করেন দৈনিক ১০০ ডলার প্রফিট করবেন সেটাও সম্ভব কিন্তু এতে প্রথমে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। মার্কেট এনালাইসিস করতে হবে সাপোর্ট রেজিস্টান্ট দেখে ট্রেড করতে হবে নিউজ টাইম এ ট্রেড করা যাবে না ইত্যাদি। ধন্যবাদ
-
" ইচ্ছাই শক্তি ইচ্ছাই বল " এই কথাটির সাথে মিলিয়ে বলতে চাই যে, জীবনে যদি কিছু করতে চান তাহলে ইচ্ছা শক্তিটাই বেশি প্রয়োজন । কেননা , একটা কাজ করবেন আর সেটার প্রতি যদি আপনার কোণ ইচ্ছাই না থাকে তাহলে সেটা সফল ভাবে করতে পারবেন না । তাই বলতে চাই , ফরেক্স করার জন্য নিজের ইচ্ছাটাকে কাজে লাগাতে হবে এবং সফল হওয়ার জন্য লেগে থাকতে হবে ।
তাহলেই আপনার কষ্টের জন্য দারুণ ফল উপহার পাবেন।
ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট থেকে আমরা সবাই প্রফিট করতে চাই। কিন্তুূ ফরেক্স শেখার মত ইচ্ছা সবার থাকে না। আমরা যদি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান নিয়ে ফরেক্স এ ট্রেড শুরু করি তাহলে আমরা প্রফিট করতে পারবো। আমি অনেক ট্রেডার দেখেছি যারা ফরেক্স সম্পর্কে কিছুই জানে না কিন্তুূ ফরেক্স এ ট্রেড করে। তারা শুধু বাই আর সেল বোঝে। তারা ভাবে তারা এভাবেই প্রফিট করতে পারবে। কিন্তুূ আমি দেখেছি তারা বেশির ভাগ সময় লস করে।
-
মোঃ আনোয়ার হোসেন
ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই করা সম্ভাব । ফরেক্স এমন একটি মাধ্যম যেখান থেকে আপনি সামান্য পরিশ্রম এর বিনিময় অনেক সফলতা পেতে পারবেন। ফরেক্সে আপনার ইচ্ছা থাকলে আপনি নিজের ক্যারিয়ার উন্নতি করতে পারবেন ।
-
হ্যা এটি সত্য কথা যে ফরেক্স এ ইচ্ছা থাকলেই উপায় হয় কারন ফরেক্স এ অনেক কষ্টকার তাই কেউ যদি তার সম্পূর্ন ইচ্ছা দিয়ে এই ফরেক্স করা শূরু করে তাহলে অবশ্যই এই ফরেক্স সে অনেক টাকা ইনকাম করতে পারবে এবং সেই এই রকম উপার্জন হয়ত এই সময়ে অন্যান কোন যায়গায় থেকে ইনকাম করতে পারবেন। তাই আমি বলবো যে ফরেক্স এ ইচ্ছা থাকলেই উপায় হয়।
-
ইচ্ছা থাকলে উপায় হয়। সত্যি হয়, অফুরন্ত ইচ্ছাশক্তি যাদের আছে কেবল তারাই পারে ফরেক্স থেকে নিজেকে গেইনার করতে।
-
আমি মনে করি ফরেক্স এ ইচ্ছা থাকলে উপায় হয়। কিন্তু ফরেক্স এ শুধু ইচ্ছা থাকলেই হবেনা পুজিরও প্রয়োজন আছে পুজি বেশি আর ইচ্ছা বেশি থাকলে আপনি ভাল ট্রেড দিতে পারবেন। আবার পুজি ছাড়াও ট্রেড করা সম্ভব কিন্তু তার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর সেটা হলো বাংলা ফোরামে পোস্ট দিয়ে জমা করে সেই ডলার দিয়ে ট্রেড করতে হবে।
-
আসলে প্রথমে মনোবলটা থাকাটা দরকার আর মনোবল থাকলে যে কোনো কাজে সফল্য হওয়া যায় । তেমনি ভাবে ইচ্ছা থাকলে উপায় হয়। তদ্রপ ভাবে ফরেক্স এ কাজ করার ইচ্ছা থাকলে সে ব্যক্তি অবশ্যই জীবনে সাফল্য অর্জন করতে পারবো। তাছাড়া আমি বলবো ইচ্ছাশক্তি ছাড়া কোন কিছু হয় না । তাই ইচ্ছাটা প্রথমে জাগাতে হবে । তাহলে আমরা ফরেক্স এ ভালো টাকা পয়সা উপার্জন করতে পারবো বলে আশা করা যায়।
-
আপনি অবশ্যি দেখছেন ট্রেডিং স্ট্রাটেজি কি। মুলত আপনি কত মিনিট এর চার্ট এ ... আপনার যদি কম টাইম ফ্রেম এ ট্রেড করতে ইচ্ছে হয় তাহলে আপনাকে কম টার্গেট করতে হবে। সবের জন্য অনেকে আবার ইচ্ছেথাকলেও পরবর্তীতে আগ্রহ হারিয়ে ফেলেন। ... এগুলোর যেকোন একটি কাজ আপনি জানলে এবং বায়ারের সাথে যোগাযোগের মত ইংরেজী জানা থাকলে আপনি নিজেকে একটি নতুন জগতে
-
ফরেক্স মার্কেট কাজ করতে হলে আপনার ইচ্ছাই জতেঠা কারন আপনার আগ্রহ না থাকলে আপনি কখনই ফরেক্স কাজ করত এ পারবেন না । উদারন হিসেবে আমাকেই আমি বেছে নিয়েছি । আমি ফরেক্স আকাউন্ট খুলি জানুয়ারী মাসে কিন্তু আমার এখন রিয়াল ট্রাড করা হইনি । অলসতাই আমকে পিছিয়ে দিয়েছে । নানান কাজের জন্য কাজ শেখা হই নি । আসা করি খুব সিগ্রই কাজ শুরু করতে পারব ।
-
অন্যের প্রতি কুধারনা করাও অন্যায়। ক্ষমাই হচ্ছে সর্বাপেক্ষা বড় প্রতিশোধ। কারো প্রতি ভালবাসায় অন্ধ হওয়া এবং মতবিরোধ হলেই যা-তা সমালোচনা করা নিজের হাতে ঈমান ধ্বংস করার আলামত।
-
আসলেই সত্য কথা ফরেক্স ব্যবসায়ে ইচ্ছে থাকলে উপায় হয়। কারন যদি কেও ইচ্ছে করে যে সে ফরেক্স শিখবে আর এটাই হবে তার একমাত্র লক্ষ তাহলে সে যেভাবেই হোক ফরেক্স শিখবেই । কারন সে এর মাধ্যমে সে সব বাড়তি এবং তার সময়গুলো সে ফরেক্স ব্যবসায়ে খাটাবে আর সে একসময় তার এই অধ্যবসায়ের মধ্যমে ফরেক্স শিখে নেবে এবং এক সময় এর মাধ্যমে এস অনেক টাকা আয় করবে। ধন্যবাদ।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যাতে ইসচা থাকতে উপায় হয় কারন তাতে করে আপনার জানার আগ্রহ থাকে । আর আগ্রহ থাকলে আপনি অবশ্যই কোন কাজে সফল হবেন বলে আমি মনে করি
-
মানুষ এর ইচ্ছে শক্তিই হল সকল কিছুর মুল।বাংলায় একটি প্রবাদ আছে “ইচ্ছা থাকিলে উপায় হয়”।মনে দৃঢ় ইচ্ছা নিয়ে যদি কেও ফরেক্সে কাজ করে তবে সে ভালো কিছু অর্জন করতে পারবে। তাই মনের ইচ্ছা নিয়ে ফরেক্সে কাজ করলে কখনো পিছু থাকাতে হবে না।