লস করে হাল ছারলে হবেনা। কারন লস করে লাভের দেখা মেলে।
Printable View
লস করে হাল ছারলে হবেনা। কারন লস করে লাভের দেখা মেলে।
আপনি আজকে লস করে শিখতে পারলেন যে আপনার ভুল কি
ব্যবসাতে লাভ লস হবেই। তার জন্য কেউ হাল ছারবে না।
লস ফরেক্স ব্যবসার একটা অংশ। কোন ট্রেড এ লাভ হবে কোন ট্রেডে লস হবে এভাবে চলতে থাকে। লস কে মেনে নিয়ে ট্রেড এ এন্ট্রি নিতে হবে। লসের ভয়ে ট্রেড না নিলে তো এখান থেকে কিছু করা যাবে না। আজকের লস থেকে শিক্ষা নিয়ে আগামি দিনে সেই শিক্ষাই লাভ এনে দিতে পারে। তাই আজকে যারা লস করে সেই ট্রেড থেকে শিক্ষা নিচ্ছে আগামি দিনে তারাই অনেক প্রফিট করতে পারবে বলে আমি মনে করি।
আজ জারা লস করেছে কাল লাভ করবে এই কথায় আমি এক মত হতে পারলাম না , কারন ফরেক্স ট্রাডিং লাভ লস হতেই পারে । যদি আপনি বেসি বেসি লস করেন তাহলে আপনকে সময় নেয়া উছিত , কম লস ট্রাড করা উছিত । আপনাকে আস্তে আস্তে আগাতে হবে । আপনি ভুল ট্রাড করেচেন তাই হয়ত লস এ পরেছেন । মনে রাখতে হবে ফরেক্স কাজ করে আপনি লাফ দিইয়ে কোটিপতি হবেন এই আশা বাদ দেন ।আমি বলব তাহলে ফরেক্স আপনার জন্য না ।
বেবসা মানেই লাভ এবং লচ এই দুটো মিলেই বেবসা আজকে যারা লস করছেন আগামীতে তারাই লাভ করবেন সেটা অস্বাভাবিক কিছু না কিন্তু কথা হচ্ছে যিনি লস করছেন মন খারাপ করার কোনও দরকার নেই লচ থেকেই তো শিখা হয় কারন কি কারনে আমার লচ হয়েছিল সেই ভুলটা সংশোধন কিভাবে হয় তা ভুল থেকেই বোঝা যায় আর লচটা বুঝতে পারলে অবশ্যই সামনে তারাই লাভ করবে এটাই স্বাভাবিক।
প্রতিটি বাবসাই এ লাভ ক্ষতি বিদ্যমান আজ দেখা যাসছে সে কোন ভুলের জন্য লস খেল কিন্তু সে ভুল তা করার মাধদমে বুঝে গেল যে এমন ভুল করা যাবে না করলে লস হবে সুতরাং এটি এড়িয়ে যেতে হবে আজ লস হসছে তাই দেখে নতুন পদ্দতিতে বাবসা পরি চালনা করবে।তেমনি ফরেক্স মার্কেট এ যদি ভাল ভাবে শিখে ট্রেড করবে তারা নিশ্চয়ই লাভবান হবে ইনশাল্লাহ
লাভ এবং লস হচ্ছে একটি মুদ্রার এপিট/ ওপিট আপনি যদি ট্রেড করতে চান তাহলে আপনাকে লস মেনে নিতে হবে সেটা অনলাইন ট্রেড হক আর অফলাইন ট্রেড হোক, আর ফরেক্সের লস কে লস বলা যাবে না যদি আপনি একজন দক্ষ ট্রেডার হতে চান তাহলে প্রত্যেকটি লসের কারণ বের করে সমাধান করুন যাতে পুনরাভিত্তি না হয়।
ফরেক্স মার্কেট আজকে যারা লস করেছে তারা যে ভবিষ্যৎ লাভ করবেন সেটাতে আমি একমত হতে পারলাম না।আপনে যদি ফরেক্স ব্যবসা না বুজে ট্রেড করেন তাহলে লস করবেন এটাই স্বাভাবিক তাই আমি মনে করি,আমদেরকে আগে ফরেক্স সম্পর্কে ভালভাবে যানতে হবে ফরেক্স বিষয় ভাল অবিজ্ঞতা জ্ঞান এবং ধ্যর্য অবশ্যই থাকতে হবে।আর আপনে ফরেক্স মার্কেট এনালাইসিস করে যদি ভাল ট্রেড করতে পারেন তবেই আপনে ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করতে পারবেন।
মানুষ ভুল করতেই পারে, আর যারা উক্ত ভুল থেকে সুশিক্ষা অর্জন করতে পারে। যারা আজকে ফরেক্স করতে গিয়ে লসে পড়ছেন তারাই আগামিতে ফরেক্স থেকে লাভ করবে এটাই স্বাভাবিক। কারণ, তাদের ভুলগুলো তারা আখন থেকেই সুদ্ধ্রে নিবে এবং সেখান থেকে সুশিক্ষা নিবে। তাই তারা ফরেক্সে ট্রেড করে প্রচুর প্রফিট করতে পারবে। ধন্যবাদ
ফরেক্স একটা ধৈযশীল ব্যবসা। আপনি যদি ফরেক্স শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈযশীল হতে হবে। আপনি যদি ধৈয ধরে ফরেক্স করতে থাকেন তাহলে আপনি অবশ্যই সফলতা পাবেন। ফরেক্স এ যেমন লসের সম্ভাবনা আছে তেমনি লাভ ও করা যায়
আমরা সবাই অবগত যে, আমাদের লাভ লস উভয় নিয়ে ই আমাদের এই ফরেক্স বিজনেস। এখানে যে শুধু আমরা সবসময় লাভই করে যাব তা কিন্তু নয়। লাভের পাশাপাশি আমাদের অনেক সময় লসের বুঝা ও টেনে নিতে হয়। এটা আমাদের সবাইকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে হবে। তবে লসের মাধ্যমে আমরা নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারব এবং একসময় নিজেকে দক্ষ একজন ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারব। তখন লাভ ও গুনতে ভালো লাগবে। তাই আমি ও মনে করি, আজ যারা লস করছেন, সামনে উনারাই লাভ করবেন।
আজকে যারা লস করছেন সামনে তারাই লাভ করবেন এটাই স্বাভাবিক হওয়ার কথা। তবে কথা হচ্ছে যিনি লস করছেন তিনি কি এর থেকে শিক্ষা গ্রহণ করছেন কিনা। যদি সে সঠিক শিক্ষা গ্রহণ করে থাকে তবে সে অবশ্যই পরবর্তীতে লাভ করতে পারবে ।
আসলে সব সময় সবাই একরকম থাকে না এটাই স্বাভাবিক। আখন ফরেক্সে যারা ট্রেড করে লস করছে তারা আগামীতে ঠিকই ফরেক্স থেকে প্রচুর প্রফিট করতে সক্ষম হবে। কারণ, তার যে সব এনালাইসিস গুলো ভুল হচ্ছে তা সে এখন থেকেই যদি এড়িয়ে চলে তাহলে সে নিঃসন্দেহে আগামীতে প্রফিট করবেই। ধন্যবাদ
ফরেক্সে এখন যারা লস করছেন তারা সারাজীবন অবশ্যই লস করবেন না। আজ তারা হারছে কিন্তু কাল তারা জিতবেই। ফরেক্স শিখতে হলে আপনাকে লস করতেই হবে। আপনি যতক্ষণ না লস করবেন ততক্ষন পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। লস করার পর আপনি দক্ষ ট্রেডার হতে পারবেন। এজন্য আজ যারা লস করছেন তারা আগামীতে ঠিকই প্রফিট করবে। ধন্যবাদ
প্রিয় বন্ধু আপনি একদমই ঠিক বলেছেন কারন আ্জকে যারা লস করবে তারাই আগামিতে লাভ করবে কারন আপনি লস করছেন এটা যেমন ঠিক তেমনি আপনি লসের মধ্যো দিয়ে কেন আপনার এমন লস হল বা হচ্ছে সেই বিষয়ে কিছু বাস্তব ধারনা লাভ করছেন যা্ আগামিতে আপনার অভিজ্ঞতা হিসাবে আপনাকে লাভ উপহার দিবে আশা করি। ধন্যবাদ।
কথায় আছে হারতে হারতে শিখা যায়। আপনি যদি লস করেন তাহলে অবশ্যই সেটি ভাল ভাবে মনে থাকবে।আমি মনে করি এখন লস খেলেও আপনি এক সময় লাভবান হবেন যদি ধৈয্য ধরেন।কারন ফরেক্ফরেক্স এ সফলতার চাবিকাাঠি হল ধৈয্য।তাই বলবো লসের ভয় পেয়ে ফরেক্স শিখা বন্ধ রাখবেন না আজ লস খেলেও কাল আপনি সফল।
লাভ লস নিয়ে ফরেক্স মার্কেট,,,,, ব্যবসায় লস হতেই পারে তাই বলে মন খারাপ করলে চলবে না,,,, আমার এটা দেখতে হবে যে কোন জায়গায় আমার ভুল হয়েছে,,,, সেই ভুল গুলো দেখে ঠিক করতে হবে,,,, সেই ভুল গুলো ঠিক করে নতুন করে আবার কাজ শুরু করতে হবে,,, ধন্যবাদ
যেকনো ব্যবসাতেই লাভ লস থাকবেই। ফরেক্স এর ব্যতীক্রম নয়। অনেক অভিগ্য ফরেক্স ট্রেডারা বলে থাকেন যে ফরেক্সে ৯৫% বিনিয়োগকারীর তাদের প্রথম বিনিয়োগ লস করে থাকেন।আমিও নিজেও এই ৯৫% বাহিরে না। তবে যথাযথ জ্ঞান আর অভিগ্যতা আমাদের ফরেক্সের লস থেকে বাচতে পারে।
আজ যার লস করছে আগামীতে তারাই লাভের মুখ চোখ দেখবে এটাই স্বাভাবিক । কারণ একজন ট্রেডার যখন লস করে তখন সে লসের কারন গুলো ভালো করে মনে রাখে যাতে পরবর্তিতে এরকম লস না হয়। আর তাই সে পরবতীতে যখনই ট্রেড করে তখনই পূর্বের যাওয়া লসের দিকে মন দেয় আর সেই দিকগুলো এড়িয়ে চলে যার ফলে আর লস হয় না বিপরীতে লা্ভ হয়। তাই আজ যারা লস করছে তারা আগামী দিনে বা সামনে তারাই লাখ করবে। ধন্যবাদ।
কোন কাজে এক্সপার্ট হতে গেলে দু একবার হোঁচট খেতেই হবে । এখান থেকেই শিক্ষা নিয়ে সামনে ভাল করার চেষ্টা করতে হবে । ট্রেড মার্কেটে লস থাকবে এটাতে হতাশ না হয়ে সফল হওয়ার আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে । আজকে যে জিরো আগামীতে হিরো হতে কতক্ষণ । এই সফলতা টা আসবে শুধুমাত্র নিজের প্রতি বিশ্বাস রেখে লসটাকে লাভের পথ হিসেবে ধরে এগিয়ে গেলে ।
লাভ লস এটা সব ব্যাবসা তেই সাভাবিক।আর ফরেক্স মার্কেট এ লস করা আরও স্বাভাবিক।আপনি যত বড় ট্রেডার ই হন না কেন আপনার লস হবেই।আপনার যদি মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকলে আপনি কখনই ফরেক্স এ এগোতে পারবেন না।যেটা সব থেকে বড় সত্ত। আর একটা কথা আমি সবাই কে সব সময় বলে থাকি সেটা হল টিকে থাকার জন্য লরাই করা।আপ্নি যদি মার্কেট এ টিকেই না থাকতে পারেন তাহলে আপনি লাভ করবেন কিভাবে। তো মার্কেট এ টিকে থাকার চেষ্টা করেন।তাহলে লাভ আজ না হলেও কাল হবে এটা নিশ্চিত।
প্রতিটা ব্যবসাতেই লাভ এবং লস পাশাপাশি চলে। লাভ লস নিয়েই ব্যবসা, কখন উত্থান কিংবা কখনো পতন এই হলো ব্যবসা। ফরেক্স মার্কেটেও তেমনি লাভ লস আছে। কিন্তু এখানে টিকে থাকার মূলমন্ত্র হলো লস করে ভেঙ্গে না পড়ে লস থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়া। আজ হয়তো আপনি লস করছেন কিন্তু যদি নতুন উদ্যমে এগিয়ে যান তবে এই আপনিই কাল লাভ করবেন।
যারা ফরেক্সে লস করেন তারা খুব কঠোর ভাবে ফরেক্স এনালাইসিস করতে সক্ষম হয় তাই যারা প্রথমে লস করেন তারা ভবিষ্যতে ফরেক্সে লাভ করতে সক্ষমতা অর্জন করতে পারেন। এর বাস্তব উদাহরন আমি নিজেই। আমি যখন ফরেক্স ট্রেডিং আরম্ভ করি তখন আমি ফরেক্সে লস করি এবং আমি তার পর থেকেই লাভ করা শুরু করি।
হ্যা, এটা অনেকাংশে সঠিক বলবো।কেননা ফরেক্সে শতকরা ৯৫% বিগেনার ট্রেডার লস করে।কিন্তু তারপরও এই কারনে দিন দিন ফরেক্স জনপ্রিয়তা পাচ্ছে।যারা লস করছে আজ তারা ধৈর্য্য ধরে ভবিষ্যতে লাভ করার আশা করতে হবে।সঠিক পথ অবলম্বন করে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে।তাহলে ভবিষ্যতে অনেক ভালো করার সম্ভবনা থাকে।
আমি মনে করি না যে ফরেক্স মার্কেটে এমন কোন রুলস্ আছে যে আজকে যদি আমরা লস করি তবে কালকে আমাদের লাভ হবে। তবে এটা ঠিক যে কোন ট্রেডার যদি ভাল ভাবে শিখে ট্রেড করে তবে পরবর্তিতে তার লাভ করার সম্ভাবনা বেশি থাকে... ধন্যবাদ
হ্যাঁ এই কথাটির সাথে আমি এক মত। কারণ, ভুল করলে কিছু শেখা যায়। আপনি যখন ফরেক্সে লস করবেন আপনি তখন যদি আপনার কোথায় ভুল হল সেখানটা যদি ভাল করে দেখে নেন তাহলে আপনি খুব কমই ভুল করবেন। ধন্যবাদ
প্রতিটি ব্যবসায় লাভ লস থাকবেই । ব্যবসায় লাভ করতে হলে ঝুকি নিতেই হবে । ফরেক্স ব্যবসায় ঠিক তেমনি লাভ লস থাকবেই । আর লস টাকে মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে জেতে হবে । আপনি যদি ফরেক্স মার্কেট এ সব সময়ই লাভ করেন তবে মাঝে একটু লস হতেই পারে আর এই লস টাকে মেনে নিতে হবে । লস করে ধৈর্য হারিয়ে ফেলা যাবে না । ফরেক্স ব্যবসায় ভালো অনুশীলন করলে লাভ এক সময় হবেই ।
প্রতিটা বিজনেস এ লাভ লস থাকবেই। তেমনি ফরেক্স এ লাভ লস আছে। তাই ফরেক্স এ ট্রেড করতে গেলে লস হতেই পারে। তবে যারা লস করে তারা যদি সবসময় লস এর পর কি জন্য লস করল সেটা খুজে বের করার চেষ্টা করে তাহলে তারা আস্তে আস্তে লস কম করবে। কারন এভাবে তারা তাদের ভুল গুলো বুঝতে পারবে। ফলে তারা কিছু দিন পরেই লাভ করতে পারবে।
প্রতিটি ব্যবসাতে লস আর লাভ বিদ্যমান তো আমরা যেহেতু জানি যে ফরেক্স এক প্রকার ব্যবসা তো এই ব্যবসাতেও আপনি আপনার অর্থ লস করতে পারেন কিন্তু আপনি যদি একটু ধৈর্যশিল হন তো আপনিই একদিন এক ফরেক্স ব্যবসা থেকে লাভ করতে পারবেন।
ফরেক্স এ আজ যারা লস করছেণ আগামীতে তাইর লাভ করবে কথাটা সঠিক। কারণ ব্যবসা বানিজ্য করতে গেলে লাভ লস থাকবেই আর লস না করলে আপনি বুঝতে পারবেন না আপনার কোথায় ভূল হচ্ছে। লস করার মাধ্যমেই আপনাকে শিখতে হবে। কিভাবে লাভ করতে হয়। আমি একজন ফরেক্স ট্রেডার হিসেবে বলব আপনারা যারা প্রথমে লস করছেণ তাদের চিন্তার কিছু নেই এক সময় তারই বেশি বেশি লাভ করবেন।
ব্যাবসা করতে হলে লাভ লোকসান থাকবেই এটাই স্বাভাবিক , আপনি যদি লস করার পর ভেঙ্গে পরেন তাহলে আর সফলতা সহজে পাবেন না তাই লাভ এর পর আপনার কাজ চালিয়ে জেতে হবে তাহলেই আপনি সফলতা পাবেন। তাই লস করলে আপনি এর চেয়ে বেশি লাভ করতে পারবেন ।
আজকে যারা লস করছেন সামনে তারাই লাভ করবেন এই ব্যাপারে আমি আশাবাদি ১০০% । কারন লস করে একটি বড় অভিজ্ঞতা অর্জন হয়েছে আর অভিজ্ঞতা যে যতো বেশী অর্জন করবে লাভ / সফলতা তার ততো বেশী ।
ফরেক্স মার্কেটে আমরা লস করি ফরেক্স সম্পর্কে ভাল ধারনা না থাকার কারনে। ব্যবসা করতে গেলেই লাভ লস একটা না একটা থাকবেই। এতে ভেগ্ঙে পড়ার কোন কারণ নেই।স্টপ লস হল একটি সিস্টেম, মার্কেটের অতিরিক্ত মুভমেন্ট থাকলে লসের আশঙ্কা হলে স্টপ লস ব্যবহার করে থাকা হয়।স্টপ লস ও টেক প্রফিট আমাদের বর ধরনের লস এর হাতে থেকে আমাদের কে রক্ষা করে থাকে । অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না । ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।
আমার মনে হয় না যে এমন কোন ট্রেডার নেই যারা এই মার্কেটে তাদের অর্থ লস করেনি । আমার মতে যারা তাদের অর্থ শুধু শুধু অপচয় না করে এই মার্কেটে ফরেক্স শেখার জন্য লস করেছে তারা অবশ্যই একদিন এই মার্কেটে ভাল ফলাফল করবে । কারন একজন ট্রেডার যে কখোন লস করেনি সে তার ভুল উপোলব্ধি করতে পারেনা বরং যে লস করেছে সে তার ভুল বুঝতে পারে।
আসলে লাভ লোকসান নিয়া ব্যবসা। লাভ লস সবটিতে আছে। তেমনি ফরেক্স মার্কেট এ আছে। আর যারা আজ যেখান থেকে লস করেছে তারা পরবর্তীতে সেখান থেকে লাভ করতে পারবে। কারন তারা বজতে পেরেছে যে ওখানে গেলে লস হবে। এজন্য যারা লস করে তাদের শিক্ষা হয়ে যাই। সুতারাং যত লস করবে তত শিকতে পারবে।
আজকে যারা লস করেছেন তারা সবমময় লস করতেই থাকবেন এরকম ভেবে বিচলিত হবার কোন কারণ নেই। আজকে লস হলে কাল লাভ হবে এটাই মার্কেটের নিয়ম। আজ দিনটা হয়ত আপনার ছিল না কাল যে দিনটা আসবে সেটা হয়ত আপনার দিন। সবসময় চেষ্টা করুর নিজের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাতে। আপনার ভুলটা কোথায় ছিল টা বুঝার চেষ্টা করুন। নিজের উপর আত্মবিশ্বাস হারাবেন না ।
আশলা লস না করলে আপনি কিছু শিকবেন না । আপনি জখনি ভুল করবেন তখনি আপনি কুজবেন আপনার ভুলের কারন ার ভুলের কারন কজা মানে নিজের ভুল কে শুধ্রে নেওার ছেস্তা করা । আপনি ফরেক্স এ ডেমো এবং নিজের ফরেক্স গেয়ান ব্রিধি করার মাধম্মে নিজেকে ফরেক্স এ তয়রি করবেন এবং প্রথমে যে লস করেছেন তাতে হতশ হন নি বলে আপনি ধিরে ধিরে লাভ করতে সুরু করবেন ।
আজকে যারা লস করেছেন আগামীকাল তারাই লাভবান হবেন এটা একাটা সত্যি কথা। একটা দিন খারাপ যে কারো যেতে পারে তাই বলে মানসিক ভাবে ভেংগে পরার কোন কারন দেখি না। মানুষ হারতে হারতেই জিততে শিখে। প্রতিটা লসে নিজেকে নতুন করে আবিষ্কার করতে শিখুন। ভাবুন কি করলে আর লস হবে না। মার্কেট এনালাইসিস ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হলেই লসের সম্ভাবনা কমে আসবে।
আমি এখনো ট্রেড করা শুরু করিনি তাই আমি কোন লস করিনি। আর যারা আজ লস করেছে তাদেরকে বলব লসটা কি ভাবে হল সেটা দেখা এবং এটাকে ভাল করে এনালাইসিস করা। এবং লস করে আপনি যদি মূখ ভার করে বসে থাকেন তাহলে হবেনা আপনার লসকে পুসিয়ে ওঠার জন্য আপনার সামকে ভাল করতে হবে।