ফরেক্স আমাদের জন্য লসের জায়গা নয়। কারণ কোন ব্যবসা লসের জন্য তৈরী হয়নি বরং প্রতিটি ব্যবসা তৈরী হয়েছে প্রফিটের জন্য। কিন্তু তারপরেও ফরেক্সে লস হয় । লাভ লস না থাকলে বৈধ ব্যবসা হত কিভাবে ? যেখানে রিক্স থাকবে সেখানেই ভাল কিছুর আশা করা যায়। তবে ফরেক্সে লসগুলো হয় আমাদেরই ভূলের কারণে। কারণ নিয়মানুযায়ী ট্রেড করলে লস হওয়ার কথা নয়। অল্প পরিশ্রমে আমরা অনেক লাভ করতে চাই তখনই লস হয়ে যায়।