-
ইন্ডিকেটর কে ব্যবহার করবেন ট্রেড বা অর্ডারের পারফেকশন বাড়াতে অর্থাৎ আপনি যে সব স্ট্রেটিজি জানেন সেই অনুসারে অর্ডার করতে ইন্ডিকেটর আপনাকে সাহায্য করবে এবং আপনার ডেসিশন মেকিং এ হেলপিং হ্যান্ড হিসেবে কাজ করবে। যে ইন্ডিকেটরই ব্যবহার করবেন প্রথমে অবশ্যই তার বিহেবিয়ার বুঝে ভালোভাবে ডেমোতে প্র্যাকটিস করে ইন্ডিকেটর এর সাকসেস রেইট বুঝে তারপর লাইভ মার্কেটে এপ্লাই করবেন। যেহেতু ইন্ডিকেটর টেকনিক্যাল এনালাইসিস বেস একটি ইন্সট্রুমেন্ট তাই ফান্ডামেন্টাল নিউজ এর কারনে ইন্ডিকেটর কখনো তার স্বাভাবিক নির্দেশনার ব্যাতিক্রম করতে পারে।
-
ইন্ডিকেটর মার্কেটের দিক নির্দেশনা দেখায় ,তবে এর উপর সব সময় নির্ভর হওয়া যায় না ।ভাল ভবে মার্কেটে এনালাইসিস করে ইন্ডিকেটর ফলো কার উচিত ।মার্কেট কখন আপে যাবে না, ডাউনে যাবে তা ইন্ডিকেটর দেখে বোঝা যায় না, মার্কেটে এনালাইসিস করে মার্কেট আপে যাবে না, ডাইনে যাবে তা বোঝা যায় তাই মার্কেটে এনালাইসিস করে ট্রেড করুন ইন্ডিকেটর দেখে নয়। ইন্ডিকেটর দেখে ট্টেড করা বোকামি কাজ হবে। কারন ইন্ডিকেটর মার্কেট উঠানামার চার্ট এর গতিবিধি গুলো দেখিয়ে দেয়। তবে আপনি এনালাইসিস দেখে ট্টেড করতে পারেন। কারন এনালাইসিস আমাদের অনেকটা ধারনা করে দেয় যে মার্কেট কোন দিকে যেতে পারে।
-
ইন্ডিকেটর মার্কেটের দিক নির্দেশনা করতে সাহায্য করে। তবে ইন্ডিকেটরের দিক নির্দেশনা সব সময় ঠিক হয় না। ইন্ডিকেটরের সাথে মার্কেট এনালাইসিস করতে হবে। মার্কেট কোন দিকে যাবে তা ইন্ডিকেটক দেখে বোঝা যায় না। মার্কেট এনালাইসিস করে বোঝা যায়। তাই আমরা ইন্ডিকেটরের উপর নির্ভর না হয়ে মার্কেট এনালাইসিস করে ট্রেড করি।
-
ফরেক্স মার্কেটের গতিবিধি বুঝার জন্য ইন্ডিকেটরের প্রয়োজন অনেক বেশী তাই শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও খুব একটা ভাল না ।আপনাকে ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে।
-
ইন্ডিকেটর ফরেক্স ট্রেডের ক্ষেত্রে অনেক বেশী সহায়ক। তবে এখানে আপনি ট্রেডের পৃর্ববর্তী দিকনির্দেশনা পাবেন কিন্তু পরবর্তীতে মার্কেট কোন দিকে ধাবিত হবে তার কোন দিক নির্দেশনা আপনি পাবেন না পৃর্ববর্তীর আলোকে আপনাকে পরবর্তীতে মার্কেট কোন দিকে ধাবিত হবে তা বিবেচনা করতে হবে।তাছাড়া একজন সফল ট্রেডআর কখনই ইন্ডিকেটর এর উপর নির্ভর হয়ে ট্রেড করে না।
-
ইন্ডিকেটর মার্কেটের দিক নির্দেশনা দেখায় ,তবে এর উপর সব সময় নির্ভর হওয়া যায় না ।ভাল ভবে মার্কেটে এনালাইসিস করে ইন্ডিকেটর ফলো কার উচিত ।মার্কেট কখন আপে যাবে না, ডাউনে যাবে তা ইন্ডিকেটর দেখে বোঝা যায় না, মার্কেটে এনালাইসিস করে মার্কেট আপে যাবে না, ডাইনে যাবে তা বোঝা যায় তাই মার্কেটে এনালাইসিস করে ট্রেড করুন ইন্ডিকেটর দেখে নয়।
-
ফরেক্স এ এই ইন্ডিকেটর ফরেক্স এর ভবিষ্যৎ এ কি হবে বা মার্কেট কোন পজিশনে যাবে তা ইন্ডিকেটর এর মাধ্যমে জানা যাই যা খুবই গুরুত্ব পূর্ণ । ফরেক্স মার্কেট এর গতি বিধি বুঝার জন্য ফরেক্স এ ইন্ডিকেটর দরকার আছে । আমরা নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না ।
-
ইন্ডিকেটর নির্ভর হওয়া কি ভাল?
ফরেক্স মার্কেটরে ডিফল্ট(ফ্রী) সহ অনেক কমার্শিয়াল ইন্ডিকেটর পাওয়া যায়। কখনো পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করবেন না। ইন্ডিকেটর কে ব্যাবহার করবেন ট্রেড বা অর্ডারের পারফেকশন বাড়াতে অর্থাৎ আপনি যে সব স্ট্রেটিজি জানেন সেই অনুসারে অর্ডার করতে ইন্ডিকেটর আপনাকে সাহায্য করবে এবং আপনার ডেসিশন মেকিং এ হেলপিং হেন্ড হিসেবে কাজ করবে। যে ইনডিকেটরই ব্যাবহার করবেন প্রথমে অবশ্যই তার বিহেবিয়ার বুঝে ভালোভাবে ডেমোতে প্র্যাকটিস করে ইন্ডিকেটর এর সাকসেস রেইট বুঝে তারপর লাইভ মার্কেটে এপ্লাই করবেন। যেহেতু ইন্ডিকেটর টেকনিক্যাল এনালাইসিস বেস একটি ইন্সট্রুমেন্ট তাই ফান্ডামেন্টাল নিউজ এর কারনে ইন্ডিকেটর কখনো তার স্বাভাবিক নির্দেশনার ব্যাতিক্রম করতে পারে। তাই সাবধান থাকুন। কিছু কমন এবং ভালো ফলাফল প্রদান করে এমন ইন্ডিকেটর শিখে ট্রেড করুন।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
শুরুতে কিছুটা ইন্ডিকেটর নির্ভর ট্রেডিং করা যেতে পারে, তবে পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর ট্রেডিং করা উচিত নয়। ইন্ডিকেটর আপনাকে কখনোই শতভাগ সঠিক ট্রেডিং সিগন্যাল দিতে পারে না। এটি একটি ধারণা মাত্র। চার্টে যতো বেশি ইন্ডিকেটর থাকবে আপনি ততো বেশি দ্বিধায় পড়ে যাবেন। কারণ একেক সময় একেক রকম ইন্ডিকেটর আপনাকে একেক রকম সিগন্যাল দেবে। দেখা যাবে কোন ইন্ডিকেটর আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে আবার একই সাথে কোন ইন্ডিকেটর সেল সিগনাল দিচ্ছে তাতে করে আপনাকে কনফিউশনে ফেলে দিবে।
আবার একটি ইন্ডিকেটর সব ধরনের মার্কেটে কাজ করবে এমন নয়। নতুনদের জন্য ইন্ডিকেটর গুলি গাইডলাইন হিসেবে কাজ করতে পারে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এর উপর থেকে নির্ভরতা কমাতে পারবেন ততই ভালো। একাধিক ইন্ডিকেটর চার্টে থাকলে বিপরীতমুখী ট্রেডিং সিগন্যাল পেতে পারেন, তাতে করে আপনি দ্বিধায় পড়ে যাবেন এবং ভুল এন্ট্রি নিয়ে বসবেন। তাই আমাদের ততোটা সম্ভব নিজের এনালাইসিসের উপর ভিত্তি করে ট্রেড করা উচিত।
-
পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করবেন না। ইন্ডিকেটর কে ব্যাবহার করবেন ট্রেড বা অর্ডারের পারফেকশন বাড়াতে অর্থাৎ আপনি যে সব স্ট্রেটিজি জানেন সেই অনুসারে অর্ডার করতে ইন্ডিকেটর আপনাকে সাহায্য করবে এবং আপনার ডেসিশন মেকিং এ হেলপিং হেন্ড হিসেবে কাজ করবে । যে ইনডিকেটরই ব্যাবহার করবেন প্রথমে অবশ্যই তার বিহেবিয়ার বুঝে ভালোভাবে ডেমোতে প্র্যাকটিস করে ইন্ডিকেটর এর সাকসেস রেইট বুঝে তারপর লাইভ মার্কেটে এপ্লাই করবেন। যেহেতু ইন্ডিকেটর টেকনিক্যাল এনালাইসিস বেস একটি ইন্সট্রুমেন্ট, তাই ফান্ডামেন্টাল নিউজ এর কারনে ইন্ডিকেটর কখনো তার স্বাভাবিক নির্দেশনার ব্যাতিক্রম করতে পারে । তাই সাবধান থাকুন । কিছু কমন এবং ভালো ফলাফল প্রদান করে এমন ইন্ডিকেটর শিখে ট্রেড করুন ।
-
ইন্ডিকেটরের প্রয়োজন অনেক বেশী তবে শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও বকামি। আমরা নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না । ইন্ডিকেটর কে ব্যাবহার করবেন ট্রেড বা অর্ডারের পারফেকশন বাড়াতে অর্থাৎ আপনি যে সব স্ট্রেটিজি জানেন সেই অনুসারে অর্ডার করতে ইন্ডিকেটর আপনাকে সাহায্য করতে পারে।
-
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর এর ব্যবহার সম্পর্কে আমি দুই ধরনের মত প্রকাশ করে থাকি।এক হল আপনি যদি ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর এর ব্যবহার সঠিক ভাবে জানেন তাহলে ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করতে পারবেন।এতে কোন সন্দেহ নেই।আর যদি ইন্ডিকেটর এর ব্যবহার ভালো ভাবে না শিখেই ট্রেড করেন তাহলে বলবো আপনি এখনি ইন্ডিকেটর ব্যবহার বন্ধ করুন।আপনি ইন্ডিকেটর এর ব্যবহার ভালো ভাবে না শিখেই ট্রেড করে লস করবেন আর ইন্ডিকেটর এর দোষ দিয়ে বেরাবেন এটা ঠিক না ।ফরেক্স মার্কেটে হাজার হাজার ট্রেডার খুজে পাবেন যারা ইন্ডিকেটরের এর উপর নির্ভর করে ট্রেড করে থাকে ।
-
ইন্ডিকেটর এমন একটি বিষয় যা নিজ দক্ষতাকে ধ্বংস করে দেয়। ইন্ডিকেটরের উপর নির্ভর করা কখনোই ঠিক নয় । যে এই ফরেক্স ব্যবসা করার জন্য ইন্ডিকেটরের উপর নির্ভর করবে সে জীবনে সফলতা অর্জন করতে পারবে । সুতরাং আমরা কখনো এই ইন্ডিকেটররে উপর নির্ভরশীল হয়ে ট্রেড করব না তাহলেই সফলকাম হতে পারব ।
-
সব ইন্ডিকেটর সব সময় ভাল কাজ করে না । একটা ইন্ডিকেটর আপনাকে সারা জীবন প্রফিট দিতে পারবে না কোন কারন এ ইন্ডিকেটর এ যদি সমস্যা হয়। তখন আপনি কি করবেন। আপনি কি ট্রেড করবেন না ? আপনাকে ইন্ডিকেটর নির্ভর হওয়া যাবে না তবে আপনি এমটি ৪ এ কিছু ইন্ডিকেটর পাবেন সে গুলো ব্যাবহার করে। বিভিন্ন ইন্ডিকেটর এর ব্যবহারও বিভিন্ন রকম হয়ে থাকে তবে ইন্ডিকেটরের মুল কাজ হল কোন পেয়ারের মার্কেট নিকট ভবিৎষতে কোন দিকে যেতে পারে তার সম্পর্কে ধারনা প্রদান করা তবে ইন্ডিকেটর হতে পাওয়া তথ্য সব সময় কাজ করেনা।
-
ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করি। কেননা কাস্টম ইন্ডিকেটরের উপর প্রাকটিস করে আমি ট্রেড শিখেছি। তাই আমাকে সব সময় ইন্ডিকেটর দিয়েই ট্রেড করতে হয়। আমি ইন্ডিকেটর ছাড়া মার্কেটের মোভমেন্ট বুঝতে পারি না। টেকনিক্যাল এনালাইসিস ছাড়া প্রফিট প্রায় অসম্ভব।
-
ফরেক্স মার্কেটের গতিবিধি বুঝার জন্য ইন্ডিকেটরের প্রয়োজন অনেক বেশী তবে শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও বকামি।আপনাকে ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে।
-
কেউ বলেন ইনডিকেটর নির্ভর ট্রেডিং সিস্টেম আপনাকে গোল খাওয়াবে। আবার কেউ বলেন আপনি রোবট ব্যবহার করুন আর বসে বসে প্রফিট এর টাকা গুনেন। আমি বলি কি আপনার সিস্টেম আপনি খুজে বের করুন। কেউ বলুক আর না বলুক তাতে কার কি আসে যায়। কারন ইন্ডিকেটর সব সময় নিভূল ভাবে আপনাকে মার্কেট মুভমেন্ট সম্পর্কে সংকেত দিবে না অনেক সময় আপনি ইন্ডিকেটরের মাধ্যমে এমন কিছু সংকেত দেখতে পাবেন যার সাথে প্রকৃত মার্কেত ট্রেন্ডের কোন মিল পাওয়া যাবে না আর আপনি যদি সেই ইন্ডিকেটরকে অনুসরন করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করেন।
-
ইন্ডিকেটর একধরনের নিদের্শক।যা আপনাকে প্রাইস বাড়বো কি কমবে নিদের্শকরে।যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে তবে ইন্ডিকেটর আপনাকে সেক্ষেত্র সাহায্য করে।ইন্ডিকেটর নিদির্ষ্ট কিছু ফমুর্লা দিয়ে কাজ করে। পুরোপুরিভাবে ইন্ডিকেটর নির্ভর না হয়ে আপনি যে ইন্ডিকেটরটির ব্যবহার ভালভাবে শিখেছেন টেকনিক্যাল এনালাইসিসের সময় শুধুমাত্র সেগুলোই ব্যবহার করুন। অন্যের চার্ট কপি করা বন্ধ করুন নতুবা ফলাফল আশাব্যঞ্জক হবে না।
-
ইনডিকেটর আমাদের এনালাইসিস এর সাহায্যকারী হতে পারে।কিন্তু নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না। ইন্ডিকেটর কে ব্যাবহার করবেন ট্রেড বা অর্ডারের পারফেকশন বাড়াতে অর্থাৎ আপনি যে সব স্ট্রেটিজি জানেন সেই অনুসারে অর্ডার করতে ইন্ডিকেটর আপনাকে সাহায্য করতে পারে।তবে পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করবেন না।