-
প্রতিটি ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। স্প্রেডের মাধ্যমে ব্রকাররা তাদের লাভ নিয়ে নেয়। আর যেসব ব্রোকারে স্প্রেড সিস্টেম নেই সেসব ব্রোকার কমিশনের মাধ্যমে নিজেদের
-
ফরেক্স মারকেট খুব গতিশীল সব সময় কিছু না কিছু পিপ্স নড়াচড়া করে আবার নিউজ এর সময় গুলো খুব বেশি মুভ করে সে টা দিনেও করে এবং রাতেও করে তা আমি সব সম্য ণিয়জ গুলো অনুসরণ করে ট্রেড করে থাকি । এতে আমি লাভবান হই মাঝে মাঝে লস ও করি কিন্ত তাতে কি ট্রেড করি মার্কেট এনালিসিস করে ।
-
আমি মনে করি দিনের চেয়ে রাতে মাের্কট বেশি আপ-ডাউন করে তাই দিনের চেয়ে রাতে ট্রেড করা ভাল। রাতে ট্রেড করার জন্য উপযুক্ত সময় কারন আপনে রাতে অনেকেই অনলাইনে পাবেন । আর রাতে আপনে সব কাজ শেষ করে তার পর ট্রেড করতে বসবেন এতে আপনার মাথায় অন্য কোন কাজের চাপ থাকবে না ।
-
হ্যা, আমি রাতে ট্টেড করি। কারন আমি দিনে অন্যন কাজে অনেকটা ব্যস্ত থাকি এবং অনেকটা ক্লান্ত থাকি যার কারনে ফরেক্স এ আশা হয় না। তাছাড়া ফরেক্স এ কাজ করতে গেলে নিরবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয় যাতে আমার লাভ হয়। এবং রাতে কিছু কিছু সময়তে ফরেক্স মার্কেট অনেকটা ভাল থাকে এর জন্যও রাতে ফরেক্স করে থাকে।
-
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।
-
ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে।
-
ফরেক্সে দিন রাত ২৪ ঘন্টা ঈ ট্রেড করা যায়। ফরেক্সে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোনো সময় ধরাবাঁধা নেই। ফরেক্সে আমি বেশির ভাগ সময় ঈ লং টাইম ফ্রেমে ট্রেড করে থাকি। ফরেক্স করার জন্য আমার সেজন্য প্রায় বেশির সময় দিন রাত সব সময় ফরেক্সে সময় দিতে হয়।
-
আমি ফোরামে নতুন এবং আমি এর থেকে সাফ্যলতা আনবো বলে আমি মনে করি তাই আমি এটিতে অনেক সময় ব্যায় করে থাকি। আমি রাতেই কাজ করি কারন আমি একজন চাকুরিজীবি মানুয় তাই আমি রাতে সময় পাই আর সেই সময় টুকো আমি ফরেক্স এর ফোরামে ব্যায় করে থাকি।
-
লাভ বান হয় আপনি ডিপোজিট করতে পারবেন খুব সহজেই এ জন্য আপনাকে ইনস্টাফরেক্স এর ডিপোজিট । না যদি আমরা লস করি তাহলে কি রকম হবে বলেন আপনারা । ব্রোকার লাভ বান হবার গেলে আমাদের আগে অনেক কিছু করতে হবে।
-
ট্রেডার কখন ট্রেড করবে এটা নিভর করবে তার ট্রেডিং কৌশল এর উপর । আপনার ট্রেডিং কৌশল এর উপর নিভর করে আপনি ট্রেড এর সময় বেছে নিবেন । যেমন আপনি যদি স্ক্যাল্পার হন তবে আপনি অবশ্যই দিনের যেকোন সময়ই ট্রেড করতে পারেন । আবার আপনি যদি নিউজ ট্রেডার হন তবে সন্ধ্যাবেলা আপনাকে অবশ্যই ট্রেড করতে হবে ।
-
না আমি রাতে ট্রেড খুব কম করি । কারন রাতে ফরেক্স মার্কেট খুব কম কম নড়াচড়া করে । তাই আমার রাতে ট্রেড করতে ইচ্ছা করে না । তবে আমি জানি অনেক ট্রেডার আছে যারা রাতে ফরেক্স মার্কেটে ট্রেড করে । আমি চিন্তা করি রাতে ট্রেড করলে লস কম হয় এবং লাভ ও কম হয় । তাই আমি রাতে ট্রেড করা ও পছন্দ করি । কিন্তু আমি রাতে ট্রেড খুব কমই করি ।
-
বাংলাদেশের ট্রেডারদের জন্য ইটা একটা আশীর্বাদ যে, আমাদের যখন ঘুমানোর সময় হয় ফরেক্স মার্কেটেরও তখন ঘুমের সময় হয়। আবার শুক্রবার বৃহস্পতিবার যেই দুই দিন আমরা একটু রাত জেগে আড্ডা মারি ওই দুই দিনেই মাঝে মধ্যে ফরেক্স মার্কেটও জেগে থাকে। আর বাকি দিনগুলোতে রাতে ফরেক্স মার্কেট চলে খুব ধীর গতিতে। মূলত স্কাল্পেররা এই সময়ে ট্রেড করে। ডেটরেদেররা এই সময়কে একদমই এড়িয়ে যায়। আর লং টার্ম ও সুইং ট্রেডাররা ট্রেডের সেটআপ থাকলে ক্যান্ডল ওপেনের সময় একবার চোখ বুলায়। আমি শেষ দুই প্রকারের মধ্যে।
-
আমি আমার মত করে যে কোন সময় ট্রেড করি , যখন ইচ্ছা করে তখন ফুল টাইম ট্রেড করি আর যখন খুব বেস্ত থাকি তখন ট্রেড করি না । যখন ফরেক্স এর মার্কেট ভাল দেখি যখন প্রফিট দেখি তখনি ট্রেড করা সুরু করে দেই , কখনও রাতে করি আবার কখন সকালে ট্রেড করি ।
-
আমি রাতে এবং দিনে ২ সময়ে ট্রেড করে থাকি । ত্রেড করার জন্য রাত দিন লাগে না । ফরেক্স মার্কেট যখন ভাল থাকের তখন ফরেক্সে ট্রেড করা যায় । ফরেক্সে ট্রেড ভাল করতে পারলে সে ট্রেড থেকে অনেক প্রফিট করা যায় । ফরেক্সে লাভ করতে হলে ত্রেডের উপর ভাল দক্ষতা অর্জন করতে হয় । ভাল ট্রেড করতে পারলে ফরেক্স থেকে অন্বেক টাকা আয় করা যায় । তাই ফরেক্স শিখে ফরেক্সে কাজ করতে পারলে অনেক লাভ আছে ।
-
হ্যাঁ আমি রাতে ট্রেড করি | আমি মনে করি ফরেক্স করার সথিক সময় হল সকাল ৮ টা থেকে রাত ২ টা প্রজন্ত | ফরেক্স মাকেটে কখন দাম উথানামা করে সথিক বলা যায় না তাই আপনি এ সময় এর মধ্যে ট্রেড কোড়ে থাকেন তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন ২০ থেকে ৫০ ডলার|
-
ফরেক্স এ আমি আমার মত সময় বেছে ট্রেড করি , আমার যখন ফরেক্স এ ট্রেড করতে ইচ্ছা করে তখনি আমি ট্রেড সুরু করে দেই , কেননা আমার সারা দিন অনেক কাজ থাকতে পারে তাই নিজের সুবিধা মত সময় বুজে কাজ করে থাকি । যখন বেস্ত থাকি না তখনি ফরেক্স এ ট্রেডিং করি ।
-
হ্যা আমি রাতে ট্রেড করি। তবে ওভার নাইটে ট্রেড করিনা। আমি ট্রেড করা শুরু করি সন্ধা ৬ টা থেকে এ মসয় মার্কেটের পরিস্থিতি অনেক ভাল থাকে এবং ট্রেডে ভাল ফলাফল আসে। সন্ধার পর থেকে বাইয়ার আর সেলার দের ভিতরে একটি জমজমাট কমপিটশনের সময় চলে আসে, ফলে অধিকাংশ ট্রেডেই প্রচুর লাভ হয়। কিন্তু গভির রাতে আবার ট্রেড করা উচিৎ না।
-
হ্যা ভাই আমি ফরেক্স রাতে ট্টেড করি। কারন আমার দিনে অনেকটা ব্যস্ত থাকি যার কারনে ফরেক্স এ সময় দেওয়া যায় না। তাই আমি রাতে ফরেক্স এ মাথা ঠান্ডা সুন্দর নিরিবিলি পরিবেশ এ এই ফরেক্স এ কাজ করে থাকি। এতে ট্টেড করতেও সুবিধা হয় এব রাতে ফরেক্স মার্কেট অনেকটা উঠানামা করে থাকে যা ট্টেড করে অনেকটা সুবিধা পাওয়া যায়।
-
আমি আমার মত করে যে কোন সময় ফরেক্স ট্রেডিং করে থাকি কেননা ফরেক্স এ আমি সব সময় সময় দিতে পারব না বলে তাই আমি কখনও সকালে সময় দেই আবার কখনও রাতে ফরেক্স এ ট্রেডিং করি । ফরেক্স তো আমরা আমাদের মত করে যে কোন সময় করতে পারব তাই আমিও আমার মত করে সময় দিয়ে থাকি ।
-
আমি রাতে ফরেক্স করি না আমি মনে করি রাতের চেয়ে দিনের বেলা ফরেক্স করা ভাল হবে আপনি আপনার সামনে দেখতে পাবেন | আপনার ফরেক্স মাকেট ফরেক্স মাকেটে আয় করতে হলে আমি মনে করি দিন থিক হবে |
-
ফরেক্স এ আমি কখনও রাতে ট্রেড করি আবার কখনও দিনে ট্রেড করি , আমি আমার সুবিধা মত সময়ে ট্রেডিং করে থাকি , কেননা আমার সব সময় থাকে না ফরেক্স এ সময় দেওয়ার জন্য তাই আমি আমার সবিধার সময় বুজে ট্রেডিং করে থাকি । তবে ফরেক্স এ রাতে ট্রেড করতে বেশি সুবিধা কেননা রাতে ফরেক্স এর মার্কেট এর অবস্তা খুব ভাল থাকে ।
-
ভাই ফরেক্স করি ফরেক্স থেকে আয় করব বলে ফরেক্স থেকে আয় করতে হবে সে রাতে বা দিনে ফরেক্স থেকে আমি ট্রেড করি আয় এর জন্য সব সময় | ফরেক্স থেকে আয় করার জন্য ফরেক্স মাকেটে থাকতে হবে তবেই ফরেক্স থেকে আয় করা সম্ভব হবে | আপনি যদি পারতিস না করেন তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন না |
-
মার্কেট এ্যানালাইসিস করার পর যদি মনে হয় এখন ট্রেড টা ওপেন করা যাবেনা রাতে করলে নিশ্চিত প্রফিট পাবো তখন রাতের জন্য অপেক্ষা করি। রাত বা দিন কোন ব্যপার নয় এ্যানালাইসিস ব্যপার। আপনি যদি মোটামুটি ফরেক্স বুঝেন তাহলেও মার্কেট এর অবস্থা দেখার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে কখন ট্রেড টা ওপেন করলে প্রফিট হবে।
-
আমরা জানি ফরেক্স মার্কেট সোম থেকে শুক্র,
সপ্তাহের ৫ দিনই দিবা-রাত্রি ২৪
ঘণ্টার জন্য খোলা থাকে। আর তাই,
আপনি ব্যাবসায়ি হোন বা
চাকুরিজীবী, ফরেক্স মার্কেটে
আপনি আপনার সুবিধামত ট্রেড করতে
পারবেন।
-
ভাই ফরেক্স মার্কেট ট্রেড করার কোন নির্দিষ্ট কোন সময় নেই।তবে মার্কেট যখন বেশি মুভ করে তখন ট্রেড করা বেশি লাভ জনক বলে আমি মনে করি।আমি বিশেষ করে রাত ৭ থেকে ১০ টার মধ্যে ট্রেড করি কারন এই সময় মার্কেট বেশি মুভ করে।
-
এখন শীতের দিন দিন। নিউয়র্ক সেশোন শুরু হয় 7.30 pm বাংলাদেশ সময়। তাই এসময় মার্কেট প্রচুর মুভ করে। আর এ সময় অনেক USD নিউজ ও থাকে। তাই মার্কেট এ অনেক ভোলাটাইল থাকে। ফরেক্স এ আমি রাতেও ট্রেড করে থাকি।
-
আমার মতে ফরেক্স একটি আন্তর্জতীক মুদ্রার বাজার এই মার্কেট রাত দিন ২৪ ঘন্টা ওপেন থাকে, আপনার যে সময় দিন সেই সময় অন্য কোন দেশে রাতার আপনার যে সময় রাত সেই সময় অন্য কোন দেশে দিন, সুতারাং ফরেক্সে রাত আর দিন বলে কোন কথা নাই, আপনি যখন উপযুক্ত সময় পাবেন এবং ভাল মনে করবেন তখনই ট্রেড করবেন।
-
ট্রেডে রাত কিংবা দিন বলতে কোন কথা নেই। যখনই সময় পাই ট্রেডে সময় ব্যয় করি। মার্কেট এ্যানালাইসিস করে কিংবা ফোরামে পোষ্ট দিয়ে। তবে আমি সাধারনত লং ট্রেড করে থাকি। তাই সব সময় মার্কেট পর্যালোচনা করি। পর্যবেক্ষন করতে থাকি। মার্কেট এর মুভমেন্ট বুঝে ট্রেড করার চেষ্টা করি। অনেক সময় একটি ট্রেড এর ভাল প্রফিট নিতে আমাকে ১ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়।
-
আমি ট্রেড করার ক্ষেত্রে মাথায় রাখি না যে ঠিক কোন সময়টা গুরুত্বপূর্ণ । আমি ট্রেড করি খুব অল্প তবে বিশ্লেষণ করার চেষ্টা করি অনেক বেশি পরিমাণে । ফরেক্সে অামরা যারা ট্রেডিং করি তারা জানি যে ফরেক্সে অতিরিক্তি ট্রেড না করে বরং অল্প ট্রেড খুব বিশ্লেষণের সাহায্য করতে পারলে অনেক বেশি পরিমাণে লাভবান হওয়া যাবে । তাই সর্বদা চেষ্টা করতে হবে সর্বোচ্ছ পরিমাণে সেরা ট্রেডিং সিস্টেম গঠন করতে ।
-
ফরেক্স মার্কেট যেহেতু ২৪ ঘন্টা খোলা থাকে তাই এই ফরেক্স মার্কেট এ যে কোন সময়তে ট্টেড করা যায়। আমি বেশীর ভাগ ফরেক্স রাতে ট্টেড করি। কারন আমি দিনে অনেকটা সময় পাই না এবং দিনে মার্কেট অতটা উঠানামা করে না। তাই আমি রাতে ফরেক্স এ ট্টেড করে থাকি।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে পাচ দিন ২৪ ঘন্টা খোলা থাকে তাই সবসময় ফরেক্স ট্রেড করা যায়।কিন্তু ট্রেডাররা তাদের সুবিধা মতো সময় নির্বাচন করে ট্রেড করে থাকে।তবে বেশির ভাগ ট্রেডাররা রাতে ট্রেড করে থাকে, তারা অনেকেই বিভিন্ন কাজে সারাদিন ম্ব্যাস্ত থাকেন । তাদের জন্য ফরেক্স এ ট্রেড করার ক্ষেত্রে রাত ই খুব উপযুক্ত সময় ।
-
ট্রেডের সময় রাত দিন বলে কিছু নেই। ট্রেডের সময় নিধারন হয়ে থাকে সেশন হিসেবে। ৪ টি সেশনে ভাগ করা হয়েছে।
১। অস্ট্রেলিয়া
২। এশিয়া
৩। লন্ডন
৪। আমেরিকা
কারেন্সি সবচেয়ে বেশী মুভমেন্ট করে লন্ডন সেশনের শেষ এবং আমেরিকান সেশনের মধ্যবতী সময়ে। বাংলাদেম সময় বিকেল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।
-
মার্কেট দিনের ২৪ ঘন্টার মধ্য সবচেয়ে বেশী মুভমেন্ট করে আমেরিকা এবং বিট্রেনের ডে টাইমে আর এটা শুরু হয় বাংলাদেশের বিকাল হতে । আপনি যদি মার্কেটের মুভমেন্ট এর সময় ট্রেড করতে চান তবে আপনারক বিকাল হতে রাত পয়ন্ত ট্রেড করাই ভাল । আর আপনি কোন সময় ট্রেড করবেন এটা নির্ভর করবে আপনার নিজের সমযের উপর । আপনার যদি সময় সকালে হয আপনি সকালেও ট্রেড করতে পারবেন।
-
না ভাই আমি রাতে ট্রেড করি না কারন রাত ১০ টার পর মার্কেটে সাইড অয়ে তে যাই।মার্কেটে ট্রেড করার সর্বোত্তোম সময় হল সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।কারন ঐ সময় মার্কেটে বেশি মুভমেন্ট বেশি হই।
-
আমি প্রায়ই রাতে ট্রেড করি কারণ রাতে ট্রেড করা রিক্স কম । যে ট্রেডার যত বেশ রিক্স ছাড়া ট্রেড করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় রাতে ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও রাতে চেষ্টা করেন ট্রেড করার জন্য অবশ্যই ভালো ফল আশা করার জন্য ।
-
আমি রাতে ট্রেড করি। রাতে ট্রেড করার কিছু সুবিধা আছে যেমন রাতে যেখানে সেখানে যেতে হয় না দিনের মত ব্যস্ততা থাকে না নিরিবিলি ভেবেচিন্তে ট্রেড ওপেন ও ক্লোজ করা যায়। নিরিবিলি পরিবেশ থাকে বলে মার্কেট এ্যানালাইসিস করে সঠিক সিদ্ধান্ত নেয়া যায় এবং লাভ হওয়ার সম্ভাবনা আনেক বেশি থাকে।
-
আমি মনে করি ফরেক্স এ রাতে ট্রেড করাই ভালো কারন সারাদিন কম বেশি সবাই ব্যস্ত থাকে কিন্তু রাতে সবাই ফরেক্স এ আসে তা ছাড়া যারা চাকরি করে তারা রাতে সময় পায় ।রাতে যেহেতু সবাই ফরেক্স এ ট্রেড করে সে জন্যে রাতেই মার্কেট বেশি উঠানামা করে ।আমি বেশির ভাগ সময় রাতে ট্রেড করি ।ফরেক্স এ টিকে থাকতে হলে রাত আর দিন বলে কোনো কথা নাই মার্কেট এনালাইসিস ভালো করে শিখতে হবে তবেই সফল হওয়া সম্ভব ।
-
রাতের সময নিরব । যেকোন কাজ মনোয়োগ সহকারে করা যায। আর দিনে নান চাকুরী তার পর নান কাজ তাই দিনে অতটা সময় দেওয়া হয় না । আমার জন্য রাত ই ভাল সময । আর মার্কেট মুভ করে ইউরোপ আমেরিকার টাইমে যে আমাদের বিকাল হতে রাত । তাই আমার জন্য রাত । আপনি চাইলে যে কোন সময় করতে পারবেন মার্কেট 24 ঘন্টা খোলা আছে। এখাই ফরেক্সের একটা সুবিধা নিজের সময়ে সর্বোচ্চ ব্যবহার করা যায়।
-
আমি একজন ছাত্র তাই আমি দিনে সময় পায় না তাই রাতে ট্রেড করে থাকি । তবে ফরেক্স এ আপনি সবসময় ট্রেড করতে পারবেন । ফরেক্স এ রাতে ট্রেড করা ভাল সময় কারন রাতে অনেকেই অনলাইনে থাকে.আমি নিউজের সময় ট্রেড করে থাকি।
-
ভাই আমি ফরেক্স মাকেটে ট্রেড করলে দিনে ট্রেড করি আমি মনে করি রাত এর থেকে দিনে ফরেক্স মাকেট থেকে বেশি আয় করা যায় তাই ফরেক্স মাকেট আমি দিনের বেলায় করে থাকি | ফরেক্স থেকে আয় করতে হলে আমি মনে করি দিনে ট্রেড করে বেশি আয় করা সম্ভব |